দশটি চোরের গান

আতা স্বপন ১৪ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১১:২৪:২৯অপরাহ্ন সঙ্গীত ৪ মন্তব্য

১। চোর নিয়ে এমিলের গোয়োন্দা বাহীনির গানঃ

চোর চোর চোর

ধরব আমরা মিলে সবাই

করব এবার গরু জবাই

বুঝবে বেটা লেটার ভাই

খুরব এবার তার কবর

চোর চোর চোর

https://www.youtube.com/watch?v=147aZrt6oto

২। চাউল চুরির নতুন গানঃ

চোরায় চুরি শুরু করল

করোনার মধ্যে

প্রেথ্থমে এক চোরা আইল

শিবপুর দিয়া

৬৮ বস্তা চাউল লইয়া

যায় পলাইয়া ।

https://www.youtube.com/watch?v=xIsrsP2LACM

৩।শফিক আদনানের বিখ্যাত সেই চোরের গানঃ

চোর ধররে চোর ধররে

চোর চইলা যায়

উত্তম মধ্যম দে কয়ডা

চুরির সাধ মিটাই

https://www.youtube.com/watch?v=fycofwu3QTM

৪। গাজীপুরের পুলিশের রোড সঙ্গীতঃ

নেতার পেটে অনেক ক্ষুধা

করছেরে চাল চুরি

গরিব কাদে চোখের জলে

নেইকো অর্থ করি

পাপি নেতার নেইকো নীতি

ওরাই কাংগালী

চাল চোরা আর গম চোরারা

নয়তো বাংগালী।

https://www.youtube.com/watch?v=JJ3jfPf-FMY

৫।করোনার ত্রানের চাল চুরি করে যে চেয়ারম্যান (প্রতিবাদী গান)- নকুল কুমার বিশ্বাস

ত্রানের চাল চুরি করে যে চেয়ারম্যান

তার গলায় সম্মানের সাথে

জুতার মালা দেন না ক্যান?

কাচা বাঁশের লাঠি নিয়া

সেই বাঁশে সাবান মাখিয়া

৫ ফিট দুরত্বে থাকিয়া

পাতলা পাতলা বাড়ি দেন।

https://www.youtube.com/watch?v=AFXQsODILGo

৬।চাল চোর ডাল চোরদের জন্য একটি সংগীতঃ মুজাহিদ বুলবুল

ক্ষুধার্ত মানুষের  চাল ডাল চুরি করা

এই হল তোমাদের কারবার

আহা জনদরদী আমাদের নেতাজী

আসলে মানুষ নাকি জানোয়া?

https://www.youtube.com/watch?v=A4yslGgZc0A

৭। দাদা কাকে বলি আর…………..

দাদা কাকে বলি আর

আজব কারবার

ধান্দা বাজের হাতে পরে

দেশে হাহাকার

সবার সাথে সবার বিকাশ

তুমি বলেছিলে

৫ বছরে একাই খেলে

সবাইকে ভুলে

হচ্ছে প্রতিবাদ

হচ্ছে যে আওয়াজ

সবাই মিলে একই সুরে

চেচিয়ে বলি

চৌকিদার চোর হ্যায়।

https://www.youtube.com/watch?v=fgPzB-egjCE

৮। চুরি করেছি তোমার মনঃ

সাবধানে থেক তুমি

সাবধানে রেখ ঘর দোর

চোর চোর চোর

চারদিকে আছে কত চোর

ডানে চোর বামে চোর

সামনে চোর পিছে চোর

উপরে নিচে

সামনে পিছে

চারদিকে আছে কত চোর

https://www.youtube.com/watch?v=Cv_T_4CU_tM

৯। আগে কি আরমে চুরি করিতাম

https://www.youtube.com/watch?v=nm_uIlEX49g

১০। একটি পুরোন হিন্দি গানঃ দুনিয়া মে সব চুর চুর

https://www.youtube.com/watch?v=KL6L9ki5dgg

চাউল চোরের লালনীয় প্রকাশ
===================
এ যেন চোরের হাটবাজার
ব্যংক কেলেংকারি, রিজার্ভ চুরি
আরো চাউল চুরির কারবার
এ যেন চোরের হাট বাজার।

এক চোরায় কয় আরেক চোরারে
এই টাইমে কেউ কি চুরি করে?
নিজে করল ব্যাংক ডাকাতি
পরকে বলে বারংবার।
এতো দেখি চোরের হাট বাজার।

চোরে চোরে কোলাকুলি
জনতায় পায় খালি থলি।

আবার চেয়ারম্যনারা বলে, বড় চোরা
চুরির গুদামেে চাউলের পাহার
এ যেন চোরের হাট বাজার।

১জন ১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ