
মার্চ মাসের ক্যালেন্ডারের পাতাটি এভাবেই আছে আজো। শেষ এসে বসেছিলাম আমার প্রিয় সবুজে ঘেরা, পাখির কলতানে মুখরিত দুই কক্ষের বাংলো বাড়ির এই অফিস কক্ষে নয় মার্চ। আট মার্চ ঢাকায় প্রিয় একজনের সাথে শেষ বিকেলে বিদায় জানিয়ে লঞ্চে উঠি সন্ধ্যায়। সারারাত লঞ্চে ভেসে ভেসে নয় মার্চ ভোরে বাসায়। বিকেলের দিকে এসেছিলাম এখানে। দীর্ঘ তিনমাস অতিক্রান্ত এর মাঝেই। আবার কবে ঢাকায় যাওয়া হবে জানিনা। সুদিন কবে ফিরবে আবার? কবে আবার দ্বিধাহীন ভাবে চলাচল করতে পারবো ইচ্ছে ডানা মেলে ধরে!
নয় মার্চ এই অফিসে আমার শেষ আসা। আজ ঠিক তিনমাস পরে এই অফিসে গেলাম। ধুলো জমে আছে মেঝেতে। গুমোট পরিবেশের আশংকায় সব সময়ই একটি জানালার কিছুটা খুলে রাখি। খুলে রাখা জানালায় অবাধে পাখির আনাগোনায় পাখিরাই দখল করেছিল তিনমাস এই কক্ষ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিলো বিভিন্ন পাখির পালক, তাদের ঠোটে বয়ে আনা খড় কুটো, ছোট পাতা। পিঁপড়েরাও পিছিয়ে ছিলো না তাদের দখল দায়িত্ব প্রমাণে। মেঝে আর ওয়ালের সংযোগ স্থলে কালো কালো মাটির গুঁড়ো। চেয়ার, টেবিল, বইয়ের আলমিরার উপর ধুলার আস্তর। দুজন স্টাফকে দিয়ে ঘন্টা দুইয়ের ঝারা মোছার পরে চেয়ারে বসার মত উপযোগী পরিবেশ তৈরী করা সম্ভব হলো। অবৈধ দখল যেন পুনরুদ্ধার।
এই তিনমাস আসা হয়নি প্রিয় এই স্থানে। এই এলাকা দিয়ে বয়ে যাওয়া আমার প্রিয় শান্ত নদীটির টলটলে পানির ঢেউ গোনা হয়নি নদী তীরের বটের ছায়ায় বসে। শোনা হয়নি পাখির কলতান- দেখা হয়নি দোয়েল, চড়ুই, ঘুঘু সহ কত নাম না জানা পাখির সন্ত্রস্ত চলাচল। কাঠ ঠোকরার ঠক ঠক কররররররর করররররররর শব্দ। বারান্দা এবং ছাদের ফুল গাছ গুলো হাসতে ভুলে গিয়েছে যত্নের অভাবে। আমার অনুপস্থিতিতে কেমন ম্রিয়মাণ তারা সবাই। সবার গায়ে হাত বুলালাম আজ পরম যত্নে। হেঁসে উঠুক সবাই আগের মত করে।
ইচ্ছে করেই আজ আর স্মৃতিময় মার্চ এর ক্যালেন্ডারের পাতাটি উলটে দেইনি।
থাকুক এভাবেই,
#ছবি- নিজ
২৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“ইচ্ছে করেই আজ আর স্মৃতিময় মার্চ এর ক্যালেন্ডারের পাতাটি উলটে দেইনি। থাকুক আজকে এভাবেই।
জীবন ও জীবিকার প্রয়োজনে আবার শুরু হওয়া জীবনের জয়গান গেয়ে চলা।“
যাক আপনার জন্য শুভ কামনা।
আমাদের আজ ও যাওয়া হলো না।
ক্যালেন্ডারের পাতা না উল্টালেও
জীবন আর থেমে থাকবে না ?
ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
জিসান শা ইকরাম
ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
নিজের জায়গাতে নিজেই অবৈধ দখলদার। কথাটি খুব বুকে লাগলো। আমার রুমের ক্যালেন্ডারের পাতা, তাই দুই মাস ওল্টানো হয়নি ভুলে। দাদা ভাই কত সুন্দর করে বর্ণনা করলেন প্রকৃতি, তার কার্যকলাপ । এমন করে আপনি ই ভাবতে পারেন।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ছোটদি,
শভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
অতীব সুন্দর করে বলে গেলেন।আধা খোলা জানালা,পাখিদের বিচরণ,পোকামাকড়ের ঘরবসতি যেন তাদেরই অভয়ারণ্য।ভালো লাগল পড়ে,বড় ভাই
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে দাদা।
শুভ কামনা।
তৌহিদ
করোনার জন্য সব থমকে আছে। তবুও স্মৃতিময় আর ভালোলাগার জায়গাটিতে পরে গেলেও ভালো লাগে। ব্রীক ফিল্ডের কাজ শুরু হয়েছে?
ভালো থাকুন ভাইজান। শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
শুরু হয়নি ভাই। আগামী বছরের পরিকল্পনা শুরু করেছি।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আজ না হয় কাল উল্টে দিবেন। পুরনো হলে ফেলে দিবেন। সময় যেমন থমকে থাকে না, তেমনি স্মৃতির ভারে বর্তমানের কার্যকলাপও থেমে থাকে না। জীবন চলে জীবনের নিয়মে।
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ফেলে দিলেও স্মৃতি ফেলে দেয়া যায়না। মোছাও যায় না।
ধন্যবাদ
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ক্ষণিক থমকে থাকলেও
শীঘ্রই ফিরবে আপন ধারায়
এটাই নিয়ম,এই নিয়ম ঘেরা জীবন
ভেঙ্গে বেড়িয়ে আসা যায় না কিছুতেই
থাকুক আরো কিছুদিন থমকে
পুরোনো মাসের ক্যালেন্ডারটি
জিসান শা ইকরাম
ধন্যবাদ ছোট আপু।
শুভ কামনা।
ফয়জুল মহী
মার্জিত ভাষায় বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
সময় হেঁটে যায় সময়ের নিয়মে, কারো তোয়াক্কা না করেই,
আমরা শুধুই সাক্ষী মাত্র, ভাল আর মন্দের।
জিসান শা ইকরাম
হ্যা ঠিক বলেছেন।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
এ লেখাটি পড়ে হঠাৎ মনে হলো আমার রুমের ক্যালেন্ডারের পাতা উল্টানো হয়নি যেভাবে আছে সেভাবেই আছে।
সৃষ্টিকর্তার নিকট প্রতিনিয়ত প্রার্থনা প্রকৃতি আপন ধারায় ফিরে আসুক।
.
শুভকামনা দাদা।
ভালো থাকুন অনেক।
জিসান শা ইকরাম
উল্টে নাও এখন।
শুভ কামনা প্রদীপ।
আরজু মুক্তা
জীবন তো থেমে থাকেনা!!!
মৃত্যু ভয় এক হাতে নিয়ে চলতে হয়।
ভালো থাকেন। শুভকামনা
জিসান শা ইকরাম
তুমিও ভালো থেকো।
শুভ কামনা।
হালিম নজরুল
এই তিনমাস আসা হয়নি প্রিয় এই স্থানে। এই এলাকা দিয়ে বয়ে যাওয়া আমার প্রিয় শান্ত নদীটির টলটলে পানির ঢেউ গোনা হয়নি নদী তীরের বটের ছায়ায় বসে। শোনা হয়নি পাখির কলতান- দেখা হয়নি দোয়েল, চড়ুই, ঘুঘু সহ কত নাম না জানা পাখির সন্ত্রস্ত চলাচল। কাঠ ঠোকরার ঠক ঠক কররররররর করররররররর শব্দ। বারান্দা এবং ছাদের ফুল গাছ গুলো হাসতে ভুলে গিয়েছে যত্নের অভাবে।
————চমৎকার বর্ণনা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সারাক্ষণ।
নিরব সাগর
এভাবেই থাকুক এই পাতাটি