তবু আলাপনে
একা মনে মনে
গেঁথেছি যে গান হৃদয়ে
সে সুরের টানে
প্রতি সন্ধ্যা লগনে
খুঁজি তোকে নির্ভয়ে
আঙ্গিনা তেমনি
আঁধার তেমনি
তেমনি ডাকি প্রিয়া তোকে
শুকনো আখি
জল বেঁধে রাখি
দেখে না যেন লোকে
তর্জনী কাঁপে
স্বীয় অভিশাপে
নিরন্তর করে জ্বালাতন
বন্ধ চোখে
কম্পিত ঠোঁটে
হারায় আত্ম নিয়ন্ত্রন
কিভাবে এলে
কেমন করে গেলে
রেখে গেলে পথে সুর
তোর গানে গানে
প্রতি ক্ষণে ক্ষণে
এ হৃদয় রক্তিম সমুদ্দুর
-০-
১৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
কবি আমার গান লিখে যায়
ভাবতে ভালই লাগে
সুরের ছোয়ায় মন রাঙিয়ে
শুনতে পাব আগে।
শুভ কামনা।
এস.জেড বাবু
ঘরে আর উঠানে সময় কেটে যাচ্ছে-
অনেকাংশেই আবদ্ধ হয়ে আছি পরিস্থিতির কাছে।
গান / কবিতা / লিখা / পড়া – এই ভাবে কেটে যাচ্ছে সময়।
শুভেচ্ছা ভাইজান
সুপায়ন বড়ুয়া
জেনে খুশী হলাম।
ভাল থাকবেন সবসময়।
সৈকত দে
তর্জনী কাঁপে
স্বীয় অভিশাপে
নিরন্তর করে জ্বালাতন
বন্ধ চোখে
কম্পিত ঠোঁটে
হারায় আত্ম নিয়ন্ত্রন
দারুণ লেগেছে
এস.জেড বাবু
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান
শুভেচ্ছা অশেষ
সুপর্ণা ফাল্গুনী
বাহ্। সঙ্গীত খানা ভালোই লাগলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
এস.জেড বাবু
এতোদিনে সোনেলার একজন সফল অগ্রদূত হিসেবে আপনি সবার চেয়ে এগিয়ে।
নিরন্তর সবাইকে সুন্দর সব মন্তব্যে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন।
অনেক শুভকামনা আপনার জন্য আপু
ফয়জুল মহী
কিভাবে এলে। কেমন করে গেলে। জানি না । জানি শুধু হ্রদয়ে দাগ কেটে গেলে।
এস.জেড বাবু
বাহঃ
মুগ্ধ মহী ভাইজান
অশেষ ধন্যবাদ আপনাকে
হালিম নজরুল
সাবাস
এস.জেড বাবু
কর্তৃজ্ঞতা ভাই
জিসান শা ইকরাম
তার জন্য রচিত কবিতা সুন্দর হয়েছে,
এস.জেড বাবু
সে সুন্দর – তাই
ধন্যবাদ প্রিয় ভাইজান
শুভেচ্ছা