তোর লাগি

এস.জেড বাবু ২২ মার্চ ২০২০, রবিবার, ০৯:০০:৩২পূর্বাহ্ন সঙ্গীত ১৩ মন্তব্য

তবু আলাপনে
একা মনে মনে
গেঁথেছি যে গান হৃদয়ে
সে সুরের টানে
প্রতি সন্ধ্যা লগনে
খুঁজি তোকে নির্ভয়ে

আঙ্গিনা তেমনি
আঁধার তেমনি
তেমনি ডাকি প্রিয়া তোকে
শুকনো আখি
জল বেঁধে রাখি
দেখে না যেন লোকে

তর্জনী কাঁপে
স্বীয় অভিশাপে
নিরন্তর করে জ্বালাতন
বন্ধ চোখে
কম্পিত ঠোঁটে
হারায় আত্ম নিয়ন্ত্রন

কিভাবে এলে
কেমন করে গেলে
রেখে গেলে পথে সুর
তোর গানে গানে
প্রতি ক্ষণে ক্ষণে
এ হৃদয় রক্তিম সমুদ্দুর

-০-

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ