
প্রিয়….গ্রামেই ছিলাম বেশ.. গ্রামেই যেন হয় শেষ
আমি তোমার অপেক্ষায়…আজও দিন গুলো করি বিশেষ,
আমি ওই বড়বাবু ধের মতো শহরি নই….এই গ্রামেই যে খুঁজি
তোমার আমার সবার পরিচয়!
জানি এসবের মানে হয়না,পিরিতের ভাবজমে না ,,
পথ চেয়ে আছে…….
এ পথে রয়েছে হাজারও স্মৃতি অনূবতি,
আজও কী মুক্তি পেয়েছে সেই তর সাজানো নিয়ম নিতি,
এ কাঁদামাখা মিঠো পথে তর কী মনে পরে
বহু কষ্টে ছুটে আসতি আমার ধারে!
আছে কী তর মনে,নাকি সেসব কথা ভুলে গেছিস,
তবে এসব কথা বলে লাভ কী,তুই তো বেশ সুখেই আছিস।
জানিস আজ তোর কথা মনে করে বহু কেঁদেছি
কিন্তু শান্তনা দেবার মতো কাউ কে পাইনি,
জানিস দুচোখে স্বপ্ন ভাঙে,স্বপ্ন গড়ে…শুধু তর স্মৃতি গুলো মনে করে।
জানিস পাড়ার লোকে আমায় দেখে বলে আমি পাগল,
মুখে লম্বা দাড়ি, মাথায় লম্বা চুল,নিংড়া গায়ে,
দুরগন্ধে, কেউ আসেনা আমার ধারে!
তবে জানিস আমি কার জন্য পাগল,শুধু তোর জন্য…
তোকে পাবার অপেক্ষায় আজও পথ চেয়ে থাকি,
অচিরে থাকা স্বপ্ন গুলো পূর্ণতা পাবার আশায়।
শুধু তুই বুঝলি না আমাকে,
আর বুঝবেই বা কী করে… আমার তো তেমন রূপ ছিলনা-তেমন পয়সাআলাও ছিলাম না?
ছিলামা গ্রামের গরী ঘরের কৃষক বাবার একমাত্র ছেলে,
তাই তুই পাড়িজমাচ্ছিলে কোন বড়লোক বাবুর ঘরে!
তবু কষ্ট নেই,জানিস কষ্ট কে আমি সম্মান করি,
তোকে ভালোবেসে পাই বা না পাই, আমি তো কষ্টটা পেয়েছি,
তাই কষ্টকেই করে নিলাম সাথী, তাকেই রাখলাম ধরে স্মৃতির পাতায়!
তোর পিরিতের কথা দিয়ে সমাপ্তি।
৩৩টি মন্তব্য
কামাল উদ্দিন
অনেক দুঃখ ভরা কবিতা, তবে আমি মনে করি না কারো অপেক্ষায় জীবনপাত করা উচিৎ……..শুভ নববর্ষ ২০২০
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন,। তা অবশ্যই ঠিক দাদ, তবে ভুলে যাওয়াটা বড় কঠিন , আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা,শুভ কামন।
কামাল উদ্দিন
বেঁচে থাকার জন্য তো আমরা কতো কঠিন কাজই করে থাকি……….শুভ কামনা জানবেন দাদা।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন, ধন্যবাদ ও অজস্র শুভ কামনা।
রাফি আরাফাত
নতুন সালে অপেক্ষাটা না হয় উপেক্ষা করলে হয়না? ভালো লাগলো।
ভালো থাকবেন ভাই
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দা, আপনাকে অসংখ্য নতুন বছরের শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
বিষণ্ণ হয়ে গেলো মন লেখাটি পড়ে। কিছু বাস্তবতা এমনি। কেউ বাধ্য হয় সব ছেড়ে ছুড়ে শহরের কোনো বড়লোক বাবুর হাত ধরে পারি জমাতে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি মন্তব, আপনাকেও ইংরেজি নতুন নববর্ষেরন শুভেচ্ছা ও ভালোবাসাে
ছাইরাছ হেলাল
লেখায় হারানোর কষ্ট ফুটে উঠেছে।
বাস্তবতা হয়ত এমন-ই।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, নতুনবছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন শুভ কাম!
সুপায়ন বড়ুয়া
হারিয়ে খুঁজি তারে
বেদনার কোন অভিষারে ?
শুভ নববর্ষ !
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনাকে ও নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা।
সুপর্ণা ফাল্গুনী
তোকে ভালোবেসে পাই বা না পাই, আমি তো কষ্টটা পেয়েছি,
তাই কষ্টকেই করে নিলাম সাথী, তাকেই রাখলাম ধরে স্মৃতির পাতায়! সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া ও শুভ নববর্ষের শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা।
রুমন আশরাফ
ভাল লিখেছেন। ভাল লেগেছে। নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ কামনা দাদা।
নৃ মাসুদ রানা
বেশ ভালো লাগলো…
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা নতুন বছরের শুভেচ্ছা রইলো ভালো থাকুন সব সময় শুভেচ্ছা ও শুভ কামনা।
ফয়জুল মহী
অনেক সুন্দর লিখেছেন । আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
তৌহিদ
আবেগময় লেখাটি পড়ে কষ্ট পেলাম ভাই। 2019 এর সকল গ্লানি মুছে যাক,আপনার সকল কষ্ট দূর হয়ে 2020 সাল নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। ভালো থাকবেন সব সময় দাদা।
নববর্ষের শুভেচ্ছা রইল।
সঞ্জয় মালাকার
দোয়া করবেন শ্রদ্ধে দাদা, আপনাকেও জানাই নতুনবছরেরশুভেচ্ছা ওশুভ কামনা।
ইসিয়াক
ভালো লেগেছে।
নববর্ষের শুভেচ্ছা রইল।
সঞ্জয় মালাকার
আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দাদা, শুভ কামনা জানাবেন ধন্যবাদ।
মনির হোসেন মমি
ভালবাসার আকুতি ভরা কবিতাটি। খুব ভাল লাগল। দুএকটা কমন বানানে অক্ষর ভুল আছে ঠিক করে নিবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনাকে জানাই জন্মদিনর শুভেচ্ছা ও ভালোবাসা ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো ভালো থাকুন সব সময় শুভ কামনা।
আমি ঠিক করে নেবো দাদা।
সাবিনা ইয়াসমিন
কেউ পেয়ে সুখী হয়,
কেউ হারিয়ে কবি হয়।
দিন শেষে যে যা হতে চায় তাই হয়। ভালোবাসা যদি এক তরফা হয়, সেটা কখনোই সফল হবে না। একদিন তার অবসান ঘটে।
দুঃখের কবিতায় দুঃক্ষটা ভালোমতো তুলে ধরেছেন দাদা।
শুভ কামনা নতুন বছরের 🌹🌹
সঞ্জয় মালাকার
এক ধম ঠিক বলেছেন দিদি, দিনে শেষে যে যাই হতে চায় তাই হয়, এ কথাটা চিরন্তর সত্য, আমি হয়েছি খেটে-খাওয়া মানুষ, এটা ভালোবাসার প্রতি দান।
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, আপনাকে জানাই ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা, ভালো থাকুন সব সময় শুভ কামনা!!
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
সঞ্জয় মালাকার
ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা শ্রদ্ধে দাদা,
শুভ সকাল /
দেবজ্যোতি কাজল
এটা কবিতা না অনুগল্প????
সঞ্জয় মালাকার
দাদা কবিতা,
সঞ্জয় মালাকার
ওটা সিলেক্ট হয়েছে।