তোমার ঐ বিষণ্ণ বদন খানি,
চৈত্রের খরতাপে ফেটে চৌচির ভূমির মতো_
ভেঙ্গে দেয় আমার হৃদয় ভূমি।
তোমার ঐ অশ্রু সিক্ত আঁখি,
জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়ে-
সজোরে আঘাত করে আমার বুকের পাঁজরে।
তোমার ঐ এক একটি দীর্ঘ শ্বাস
ভয়ঙ্কর প্রলয় হয়ে তাণ্ডব শুরু করে-
ধ্বংস করে দেয় আমার গোছানো সুখের পৃথিবী।
তোমার ঐ মন খারাপের ক্ষণ,
নিকষ কালো মেঘ হয়ে ক্রমশ-
ঢেকে দেয় আমার শুভ্র নীল আকাশ।
আজন্ম সুখ প্রত্যাশী তোমায় ওমন কষ্ট পেতে দেখে,
আমার লুকিয়ে থাকা সুপ্ত ব্যথারা মাথাচাড়া দিয়ে ওঠে-
তোলপাড় শুরু করে আমার বুকের বাম অলিন্দে।
বিষণ্ণতা দাও বিসর্জন ভুলে যাও মন খারাপের ক্ষণ,
কখনো কেঁদো না তুমি ফেলো না দীর্ঘ শ্বাস,
তোমার রচিত সুখ স্বর্গে সুখে থেকো তুমি বারোমাস।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বিষণ্নতার বিনিময়ে সু্খ-স্বর্গ দিতে পারা অনেক কঠিন,
লেখা পড়লে তা মনেই হয় না, শুধুই ত্যাগের মহিমায় লেখাটি সুন্দর।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
শফিক নহোর
পড়লাম ভাল লাগলো ।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মনির হোসেন মমি
কখনো কেঁদো না তুমি ফেলো না দীর্ঘ শ্বাস,
তোমার রচিত সুখ স্বর্গে সুখে থেকো তুমি বারোমাস।
ভালবাসার মানুষের জন্য এমনি মনোভাব হওয়া উচিত।যতই যাতনা দিক না কেন তবুও ভালবাসা থাকবে অম্লান। চমৎকার কবিতা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
আকবর হোসেন রবিন
তোমার রচিত সুখ স্বর্গে সুখে থেকো তুমি বারোমাস।
বাহ্! কি দারুণ ফিনিশিং!
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোহাম্মদ দিদার
অসম্ভব ভালোলাগার আরেক নাম
তোমার রচিত সুখ সর্গে সুখে থেকো বারোমাস
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
ভালোবাসার মানুষের মন খারাপ থাকলে নিজেরও মন খারাপ হয় বৈকি!! আহা প্রেম। সে যুগযুগান্তর ধরেই বেদনাবিধুর।
ভালো লিখেছেন আপু।
সুরাইয়া পারভিন
সত্যিই তাই
ভালোবাসার মানুষ ভালো না থাকলে ,,,,
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
হালিম নজরুল
প্রকৃষ্ট প্রয়াস।ক্রমন্নোতি প্রত্যাশিত।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নিতাই বাবু
ভালো লাগা এক কবিতা পাড়লাম।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদু
মোঃ মজিবর রহমান
ভালবাসায় অন্তরাত্বা অনলে ছাড়খার মন কাদলেও,
তবুও দিই ভালবাসায় তারে ব্যাথার পরিবর্তে সুখানুভুতি। এইতো ত্যাগ ভালবাসার প্রতি।
ভাল লাগ্ল।
সুরাইয়া পারভিন
সুন্দর বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
লেখা দেন পড়ি মন্তব্য কি হবে জানিনা
সাখিয়ারা আক্তার তন্নী
জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়ে-
সজোরে আঘাত করে আমার বুকের পাঁজরে।
আপু,অধিকার কি না দিলেই নয়?
সুরাইয়া পারভিন
অধিকার দেওয়া পরে
আর কিচ্ছু করার থাকে না গো আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
চাটিগাঁ থেকে বাহার
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লেখা কবিতা অনেক ভালো লেগেছে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জিসান শা ইকরাম
এত ত্যাগ আর ত্যাগ!
এরপরেও প্রার্থনা স্বর্গে সুখে থাকুক সে!
স্বর্গের সিড়ি আপনি পেয়েছেন,
আমরাও কিন্তু এই সিড়ি বেয়ে পৌছে যেতে চাই স্বর্গে 🙂
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
ইনশাআল্লাহ সবাই পৌঁছে যাবে সুখ স্বর্গে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মাহবুবুল আলম
“আজন্ম সুখ প্রত্যাশী তোমায় ওমন কষ্ট পেতে দেখে,
আমার লুকিয়ে থাকা সুপ্ত ব্যথারা মাথাচাড়া দিয়ে ওঠে-”
ভাল লিখেছেন। ভাল থাকবেন!
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ