তোমার-আমার দেশ
হালিম নজরুল
যে পথ দিয়ে আসছে হেঁটে মোল্লা-পুরুত-রথ,
ওটাই আমার পথ ওরে ভাই ওটাই আমার পথ।
ঐ মসজিদ, মন্দির, ঐ প্যাগোডা-গীর্জায়,
আমার দাদা,আমারই ভাই,আমারই পীর যায়।
ঐ স্কুল,শিউলির ফুল,ঐ আকাশের ফাঁকে,
তোমার-আমার স্বপ্নগুলো সবুজ সতেজ থাকে।
ঐ সুদূরের ভেসে আসা পিউ পাপিয়ার গান,
জানিয়ে যায় ভালবাসার দারুন আহবান।
বইছে নদী নিরবধি উড়ছে কপোত শ্বেত,
মায়ার বাঁধন বাঁধতে ব্যকুল সবুজ শ্যামল ক্ষেত।
গঞ্জ,নগর,গ্রাম বা শহর গাছের শীতল ছায়,
সুখের নহর অষ্টপ্রহর মায়ের পরশ পাই।
এই পরিবেশ,সোনার এদেশ আপন মনে হয়,
তোমার-আমার মাঝের দেয়াল কেবল আপন নয়।
***——————————————–***
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সত্যই আমার দেশ সোনার বাংলাদেশ
অনেক শুভেচ্ছা রইল কবি দা————-
হালিম নজরুল
ভালবাসি দেশ। ভালবাসি আপনাদের।
সুপর্ণা ফাল্গুনী
এটা আমাদের সবার দেশ। এ মাটিতেই আমাদের জন্ম। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
হুম। ঠিক বলেছেন আপা।
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
হালিম নজরুল
প্রেরণার মুগ্ধ ভাই।
জিসান শা ইকরাম
আমাদের দেশটি এমনই,
তারপরেও আমরা বিভিন্ন কারণে হতাশায় নিমজ্জিত হই।
হালিম নজরুল
ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“ঐ মসজিদ, মন্দির, ঐ প্যাগোডা-গীর্জায়,
আমার দাদা,আমারই ভাই,আমারই পীর যায়।”
বাংলার রূপ ফুটে উঠে আজ
অনিন্দ সুন্দর কবিতায়
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ দাদা। শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
সুখের-দহন অষ্টপ্রহরে,
দেয়াল ভেঙ্গে,
তুমি আমার, কবে হবে!
হালিম নজরুল
হয় না সহসা। তবুও আমরা প্রতীক্ষায় থাকি।
রেহানা বীথি
খুব খুব সুন্দর লিখেছেন। এটাই আমাদের দেশ।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
তোমার আমার দেশে সবাই আপন,
আপন সব-ই
দেয়াল টা ভেঙে ফেললেই তুমি আমি,
আমরা হয়ে যাই।
দারুণ লিখেছেন!
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
ঠিক বলেছেন আপু। ধন্যবাদ।
ইসিয়াক
যে পথ দিয়ে আসছে হেঁটে মোল্লা-পুরুত-রথ,
ওটাই আমার পথ ওরে ভাই ওটাই আমার পথ।
ঐ মসজিদ, মন্দির, ঐ প্যাগোডা-গীর্জায়,
আমার দাদা,আমারই ভাই,আমারই পীর যায়।
অনবদ্য লাগলো। শুভকামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই।