কাল রাত থেকেই ভাবছিলাম, আগের যুগের মানুষদের কথা , শুনেছিলাম তারা নাকি বার্তা প্রেরণ এর জন্য পাখী বিশেষ করে কবুতরকে ব্যবহার করত। প্রেমিক প্রেমিকারা কবুতরের পায়ে বা গলায় বেধে দিত চিঠি আর সেই চিঠি কবুতরটি নিয়ে যেত কাঙ্কখিত স্থানে । ভাবছিলাম সেই যুগের প্রেম কত মহৎ ও সুন্দর ছিল , একে অপরকে না দেখেই শুধুই চিঠি আদান প্রদান করেই ভালোবাসতো একে অপরকে অনেক ।
আজ ”অহম” এর সাথে কথা বলছিলাম , কি এক কথায় যেন এসে গেলো চিঠির প্রসজ্ঞ । আমি ”অহম” কে বলছিলাম আমি আমার জীবনে অবশ্যই কাউকে এক বার হলেও চিঠি পাঠাব যদিও এটা আধুনিক যুগ , এ কথা বলতেই ”অহম” আমাকে বলল, সে যখন প্রেম করবে, সত্যি কারের কাউকে ভালবাসবে তখন সে তার প্রেমিকাকে একটা সুন্দর কার্ড এর সাথে চিঠি পাঠাবে। ”অহম” এর এই কথায় মনটা আমার খুব খারাপ হয়ে গিয়েছিল , মনে হচ্ছিল যেন অতি তীক্ষ্ণ সার্জারি ব্লেড দিয়ে আমার হৃদয় টাকে অতি সূক্ষ্ম ভাবে কুচি কুচি করা হচ্ছে । মনে হচ্ছিল, সে যখন প্রেম করবে, তার মানে আমি তাহলে কি, আমি কি অনুভূতি হীন অদৃশ্য কিছু না অন্য কিছু ।
তুমি শুনছ কিনা জানি না , তার পরো বলছি ”অহম”, আমার আজ একটা গান খুব মনে পড়ছে , গানটা কে লিখেছে ঠিক জানি না , গানটির একটা লাইন ছিল ”গাইবনা আর কোন গান তোমায় ছাড়া ,লিখবনা আমি আর তুমি হীনা কবিতা ।” গানের এই লাইন টা আমি আমার জীবনের সাথে গেঁথে নিয়েছিলাম , আমি সত্যি তোমাকে ভালবাসার পর তোমাকে ভাবা ছাড়া কোন গান গাই নি আর কোন কবিতাও লিখিনি। ওই গানটির আর একটা লাইন ছিল ”দিয়ে ছিলে যা নিয়ে নিতে পার, লেখা কবিতা গাওয়া গান যত ।” তুমি আমাকে নিয়ে কিছু লিখেছিলে কিনা জানি না তবে তোমাকে নিয়ে আমি অনেক কবিতাও লিখেছি গান ও গেয়েছি কিন্তু তা নিয়ে নিব না কারন আমি তোমাকে অনেক ভালবাসি।
”অহম” কে নিয়ে আমার কল্পনার জগত বিশদ কিন্তু তা কখনো হয়তো পূরণ হবার নয়। আমি এক এমন অথই কাঁটা যুক্ত উত্তপ্ত যন্ত্রণার সাগরে হাবুডুবু খাচ্ছি যেখান থেকে, না পারছি কুলে ভীরতে, না পারছি ডুবে মরতে।
”অহম” এখনো যেমন তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারছিনা , সারা জীবনেও তোমাকে ছাড়া আর কিছু হয়তো কল্পনা করতে পারবোনা এতে যদি আমার স্বয়ং সৃষ্টিকর্তার সাথেও বিরোধিতা করতে হয় তাও হয়তো আমি করতে পারব শুধু তোমার জন্য, কারন আমি তোমাকে কখনই ভুলতে চাই না, শুধু চাই না বলছি কেন পারব না। —————- সীমা সারমিন ………{ অনুভূতি রাত ১০.৪৫ পি এম এর কাছাকাছি সময় }
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর লেখা
চিঠি শুধু অহম কেই লিখতে হবে
অন্য কাউকে নয় -{@ (y)
আমার স্বপ্ন ও মনের কথা
অন্য কাকে নিয়ে লিখব ভাইয়া।
ওই তো আমার পৃথিবী ………………… 🙁
তুমি আমি এক
অনেক সুন্দর আবেগ পূর্ণ , পড়ে ভালো লাগলো । আচ্ছা আপু এই অহম এর মানে কি ??
আমার স্বপ্ন ও মনের কথা
”অহম” এখানে রূপক নাম।
আমার ভালবাসাকে দেওয়া এই রূপক নামের ”অহম” কে আমি বিশ্বজগতের সবকিছুর থেকে বেশী ভালবাসি (3 (3 (3
আদিব আদ্নান
গভীর রাতে অহম নিয়ে আপনার ভাব-ভাবনার সুন্দর প্রকাশ
ভালো লাগল ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া
“অহম” কে নিয়ে আমার ভাবনা শুধু গভীর রাতের নয়। ওকে নিয়ে আমার ভাবনা প্রতিটা সেকেন্ড এর প্রতিটা মুহূর্তের।
লীলাবতী
আমিও কবুতরের পায়ে চিঠ বেধে পাঠাবো তার কাছে । ভল্প ভালো লেগেছে ।
আমার স্বপ্ন ও মনের কথা
শুনে ভালো লাগল আপু তবে “অহম” এর কাছে মনে হয় কখনই আমার চিঠি পাঠানো হবে না কারন সে তো এখনো প্রেম করে না বলেছে।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর আবেগময় লেখা… অনুভুতির কাছে আধুনিকতা বরাবরই হেরে যাবে, চিঠির আবেগ টাইপিং কি বুঝবে? আপনার লেখা পড়ে ভাবছি চিঠি লিখবো…
আমার স্বপ্ন ও মনের কথা
সত্যি সেই যুগের চিঠি শুধু হলে কি হবে ……… এর মহত্ত্বপূর্ণ গুরুত্ব ছিল মানুষের কাছে অনেক (y)
খসড়া
ভাল লাগলো।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া ভালো লাগার জন্য (y)
স্বপ্ন
আবেগের সুন্দর বহিঃপ্রকাশ (y)
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া (y)
মা মাটি দেশ
পুরনো স্মৃতি মনে করে দেয়ায় ধন্যবাদ ডিজিটালের থাবায় চিঠির দশা রারোটা।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
নীহারিকা
মন খারাপ হয়ে গেল। সুন্দর লিখেছেন।
আমার স্বপ্ন ও মনের কথা
আপনার মন খারাপ করে দেওয়ার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত 🙁