তুমুল কোলাহলে

ছাইরাছ হেলাল ১৬ আগস্ট ২০১৬, মঙ্গলবার, ০৯:৫১:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৫ মন্তব্য

পাখিদের মঠে বিস্তর কোলাহলে
আনন্দচঞ্চল শুনি সানন্দে, নিশ্চুপে
ফিরে যাওয়ার ফিরে না আসার;
আঁকড়ে ধরা কুয়াশায় ভিজে ভিজে
গোধূলির কিরণে বা সবুজ জ্যোৎস্নার জল স্রোতে
জাগরণে অর্ধ জাগরণে,

হেঁটে যেতে যেতে বিভ্রম স্মৃতিতে
শ্মশান গন্ধ ভেসে আসে,
বিপ্রতীপ মতিভ্রমে থেকে থেকে
ভেসে আসে উলুধ্বনি
জেগে থাকার অর্ধজাগরণে;
রহস্যরসিক শ্মশান চোখ ছোঁড়ে
জ্যান্তপোড়া খাবে বলে টকটকে লাল জিভে,

৫৫৫জন ৫৫৭জন
0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ