
তোমার দরজায় বারবার কড়া নেড়েছি, তুমি দ্বার খোলোনি।
কতবার হৃদয়ের বেলাভূমিতে ডেকেছি, তুমি সেই পথে আসোনি ।
চোখের জলে অহর্নিশি ভালোবাসা এঁকেছি, তুমি ভালোবাসা বোঝোনি।
বেদনার নীল দরজায় আটকে গেছি, তুমি মুক্ত করোনি।
হেঁটে গেছি বিরান ভূমি আজানুলম্বিত রজনী, তুমি জানতে পারোনি।
গদ্যের ভাঁজে ভাঁজে, পদ্যের কাব্য-বাতায়নে তোমায় খুঁজেছি, তুমি অক্ষর/শব্দ হওনি।
পূর্ণিমা অন্ধিকাতে কৌমুদীর ছায়া মেখেছি, তুমি আলিঙ্গন করোনি।
উত্তাল স্রোতস্বিনী ফল্গু-ধারার জলরাশি হয়েছি , তুমি মোহনা হওনি।
কাননে ফুলের পরাগরেণু মেখেছি, তুমি ভ্রমর হয়ে আসোনি।
দক্ষিণের বাতায়নে অপেক্ষার প্রহর গেঁথেছি , তুমি কূজন তানে ডাকোনি।
ছবি-গুগল
৪০টি মন্তব্য
সামশুল মাওলা হৃদয়
সবশেষে সে ভালোবাসা মর্মটা উপলব্ধি করতে পারে নি।অসাধারণ লিখছেন আপু।শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একগুচ্ছ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। প্রথম হবার জন্য অভিনন্দন
জাহাঙ্গীর আলম অপূর্ব
সবাই কি ভালোবাসার অর্থ বোঝে
বোঝে না।
শুভকামনা রইল সদা
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই, বুঝে না সবাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরত
ফয়জুল মহী
দুর্দান্ত উপস্হাপনা।মন ছুঁয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন
রেজওয়ানা কবির
মনের জানালা খুলে সারাদিন অপেক্ষা করেছি, তুমি আসো নি,
ভালোবাসার গহীন জলে স্নান করে তোমায় স্পর্শ করব বলে,প্রহর গুনছি, তবুও তুমি সাড়া দেও নি।
তবুও আজও তোমাকে খুঁজে মরি, আর অপেক্ষায় থাকি, তোমার দিকে তাকিয়ে থাকব বলে।
অসাধারন আর আবেগী কবিতা, মন ভরে গেল আপু। শুভকামনা ।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ এতো সুন্দর মন্তব্য পেলে লেখাটাই সার্থক হয়ে যায়। আপনাদের এমন ভালোবাসা আর অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
ইঞ্জা
যে ডাক শুনেনা, সে প্রেমিক হতে পারেনা আপু।
অসাধারণ আকুতিময় কাব্য।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে অনেক অনেক আনন্দিত। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ইঞ্জা
ভালো থাকবেন আপু
খাদিজাতুল কুবরা
ভীষণ সুন্দর লিখেছেন দিদি ভাই। আসলে চাইলেই কি সবাই আসতে পারে?
সময়ের হিংস্রতা খুবলে খায় স্বপ্নের ছাল-বাকল,
কিছু স্বপ্ন আশা থেকে যায় আজন্ম কাঙ্গাল।
আকুলতার তীর ঘেঁষে গন্তব্য বিস্তৃর্ণ কবিতার চরাচর।
এমন চাওয়া, কিংবা না পাওয়া ও যে মনোহর।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ মন্তব্য! দারুন বলেছেন আপু। সময়ের হিংস্রতা খুবলে খায় আমাদের সব চাওয়া পাওয়া। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
খাদিজাতুল কুবরা
আমার খুব খারাপ লাগে যখন কেউ একটি কবিতার ব্যাক্তিগত অর্থ দাঁড় করায়।
কবিতায় কখনো শুধু নিজের কথা থাকে না।
সুপর্ণা ফাল্গুনী
হুম ভালো বললেন আপু। ধন্যবাদ আবারও
মোঃ মজিবর রহমান
অন্তর চক্ষু বন্ধ যার হৃদয়হীন
শুনিবেনা ভালোবাসা রস্কাব্য
হানিবেনা আঘাত ফুলশস্যএ
জাগিবেনা তাঁর স্বপ্ন আরেক ভাজে।
কঠিন শব্দে হৃদয় নিংড়ানো ব্যথা প্রকাশ করে বাধিত করিলেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। চমৎকার মন্তব্য পেলাম। হৃদয়হীনের দ্বার খুলে না অন্তর চক্ষু বন্ধ তাই। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সতত
মোঃ মজিবর রহমান
ধন্যবাদান্তে
৷৷৷৷৷৷৷৷ মুই
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। মুই,,
মোঃ মজিবর রহমান
চিনতে পারেন নাই মোকে
রোকসানা খন্দকার রুকু
আমাদের ভাইয়া॥
তৌহিদ
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে! এটাই অনুপ্রেরণা তাই না?
ভালো থাকুন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
একদম। ধন্যবাদ ভাইয়া। তয় আমার সাথে এখন থেকে আপনারাও থাকবেন তাইনা?তাহলে আমি একলা না। 😍😍
জিসান শা ইকরাম
কিছুই তো করেনি সে, একারনেই হৃদয় ভেঙে খান খান হয়ে যায়, বেড় হয় এমন হৃদয় ছেঁদারক কবিতা।
কষ্টের কবিতা গান ভালোই লাগে ছোটদি।
এটিও ভালো লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। এটাই চিরন্তন সত্য যে কষ্টের যেকোন কিছুই মনকে ছুঁয়ে যায়। চমৎকার মন্তব্যের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা দাদা ভাই। আপনার জন্য ও শুভকামনা রইলো
কামরুল ইসলাম
চাওয়া পাওয়ার হিসাবের গড়মিলে জীবনের খাতায় অভিমানের স্তুপ জমে যায়,
তবুও থেমে থাকে না নতুন করে চাওয়া, পাওয়ার ।
খুব সুন্দর লিখেছেন আপু
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন
রোকসানা খন্দকার রুকু
কেন যে এমন করে ভালোলাগেনা। এই দুষ্টু কানাদের নিয়ে আর পারা যাচ্ছে না॥ পস্তাবে খুব একসময়।
এমন সুন্দর একটু সহজ হলে আমিও কি সুন্দর পটাস করে মন্তব্য করতে পারি। শুধু কামনা দিদিভাই।😍😍
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা হবে দিদিভাই। ফোন, ল্যাপটপ দুটোই একসাথে উল্টাপাল্টা বকছে। বিপদে আছি।
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂🙂। পটাস করে মন্তব্য করতে গিয়ে ফটাস করে ভেঙে না যায় সাবধানে আপু 🤪🤪🤪। শুধু সুন্দর না মজার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত।
প্রদীপ চক্রবর্তী
খুবি অনুভাবী লেখনী, দিদি।
এতটুকুই বললাম।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা জানাই। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
কান্ত রায়
দিদিভাই, আমার মনটা খুব খারাপ ক’দিন ধরেই।
কবিতাটা আমার নিজের কথাই বলছে এমন বোধ হচ্ছে! ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদন করি। 🙂💜
সুপর্ণা ফাল্গুনী
এখন সবার ই কম বেশি মন খারাপ। কেউই ভালো নেই তেমনিভাবে। মন খারাপ করোনা। 🌹🌹। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা।
আরজু মুক্তা
দারুণ একটা লেখা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 🙂🙂 । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
এমন উপেক্ষাধ্বনি শুনতে পেলেই হন হন করে লেখা বেড়িয়ে আসে।
জয়তু উপেক্ষা।
সুপর্ণা ফাল্গুনী
😍😍 । ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি