চাওয়া-পাওয়া

সুপর্ণা ফাল্গুনী ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ১২:০১:০৪পূর্বাহ্ন কবিতা ৪০ মন্তব্য

 

তোমার দরজায় বারবার কড়া নেড়েছি, তুমি দ্বার খোলোনি।
কতবার হৃদয়ের বেলাভূমিতে ডেকেছি, তুমি সেই পথে আসোনি ।
চোখের জলে অহর্নিশি ভালোবাসা এঁকেছি, তুমি ভালোবাসা বোঝোনি।
বেদনার নীল দরজায় আটকে গেছি, তুমি মুক্ত করোনি।
হেঁটে গেছি বিরান ভূমি আজানুলম্বিত রজনী, তুমি জানতে পারোনি।
গদ্যের ভাঁজে ভাঁজে, পদ্যের কাব্য-বাতায়নে তোমায় খুঁজেছি, তুমি অক্ষর/শব্দ হওনি।
পূর্ণিমা অন্ধিকাতে কৌমুদীর ছায়া মেখেছি, তুমি আলিঙ্গন করোনি।
উত্তাল স্রোতস্বিনী ফল্গু-ধারার জলরাশি হয়েছি , তুমি মোহনা হওনি।
কাননে ফুলের পরাগরেণু মেখেছি, তুমি ভ্রমর হয়ে আসোনি।
দক্ষিণের বাতায়নে অপেক্ষার প্রহর গেঁথেছি , তুমি কূজন তানে ডাকোনি।

ছবি-গুগল

৯১০জন ৫৮২জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ