তুমি চাইলে অনেক কিছু হতে পারতো।

ইসিয়াক ২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ০৭:৪৪:১০পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

তুমি চাইলে অনেক কিছু হতে পারতো আমাদের।
কেন মুখ ফিরিয়ে ছিলে?
আমি কি এতটাই অপাঙ্‌ক্তেয়।

তোমার নীল যৌবন আমার হৃদয় হরণ করেছিলো,
শুক্লা তিথির রাতে।
আমি তো অর্গল খুলেই রেখেছিলাম।
তুমি শুধু হাত বাড়ালেই হতো।
সবইতো বরাবরই ছিলে এক নিঃশ্বাস পরিমান কাছে।

তুমি কি জানো ?
তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
আমি তোমার পিছু পিছু ছুটেছি
শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?
এতো কাছে তবু ফিরে দেখনি আমায়।
তোমার অপরুপ মোহে,
বুকেতে তোলপাড় শুধু তোমার জন্য করে গেল আজীবন।
তুমি শুধু চাইলে না ফিরে মোহময়ী।

৫৩৫জন ৪১৮জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ