
ভাবনার এক সবুজ আকাশ
সবটা জুড়েই তুমি,
সেই আকাশের এক প্রান্ত থেকে শেষ প্রান্তে
মেঘের প্রাচীর ভেসে থাকে,
আবরণ ছেড়ে সীমানা টপকে জড়িয়ে যায় এক মেঘ হতে অন্য মেঘে..
তোমার বুকের মাঝে মেঘের ভেলা
সাদা মেঘ-কালো মেঘ-হলদে মেঘ!
নানা রঙের বর্ষা নামে চির সবুজ বুকে,
স্বপ্নেরা পাখা মেলে হাওয়ার গল্পে,
নিষেধ ভুলে গেয়ে উঠে ডানাহীন গহীনের পাখি,
আর আমি!
স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে পাড়ি দেই শপথের সমুদ্র ;
ঝাপসা চোখের কোন ডিঙিয়ে ধেয়ে আসে কালবৈশাখী…
★ অ-কবিতা
★ ছবি- আমার
৩৮টি মন্তব্য
সুরাইয়া পারভীন
এই প্রথম আমি আপনার পোস্টে প্রথম হয়েছি
সাবিনা ইয়াসমিন
বাহ, খুশি হলাম প্রথম হতে দেখে।
এই যে গিফট নিন 🌷🌸🌹🌺🌼🌻
সুরাইয়া পারভীন
কেউ তার স্বপ্নে নীলাকাশে উড়ছে
কেউ তার স্বপ্নে কালবৈশাখীর ঝড় দেখছে
ভালোবাসা বুঝি এমনই
কারো চোখে নীলাকাশ
কারো চোখে ধূসর দিগন্ত
কেউ শত প্রতিকূলতার সত্ত্বেও শপথ রাখার প্রাণপণ চেষ্টা করছে।
আর কেউ শপথ ভেঙ্গে নবজীবনের সূচনা করছে দ্বিধাহীন চিত্তে
সাবিনা ইয়াসমিন
হু, ঠিক ঐ আকাশে ভেসে বেড়ানো মেঘেদের মতো। যার যা খুশি করে যাচ্ছে- শুধু নিজ নিজ আকাশের মাঝে থেকে।
চমৎকার মন্তব্য দিয়ে লেখাটিকে সুন্দর করে দিলেন। ধন্যবাদ অনেক অনেক 🌹🌹
মাহবুবুল আলম
সুন্দর ও নান্দনিক “নানা রঙের বর্ষা নামে চির সবুজ বুকে,
স্বপ্নেরা পাখা মেলে হাওয়ার গল্পে”
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রফেসর সাহেব।
শুভ কামনা রইলো আপনার জন্য 🌹🌹
সুপায়ন বড়ুয়া
প্রথমত একটি সুন্দর ছবি
তার সাথে অনুভুতি কাব্যিক রঙে ভাগ করে নেয়া
স্বপ্নের আঁকা ছবিতে
কালবৈশাখীর হামলা। এক কথায় অসাধারণ।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ভাগ করে নেয়া
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা। সব সময় অনুপ্রেরণা পাই আপনার কমেন্টে।
অজস্র শুভ কামনা আপনাকেও 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
বহুদিন পর আপনার নান্দনিক লেখা পড়লাম দিদি।
ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ,
ভালো থেকো 🌹🌹
হালিম নজরুল
“স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে পাড়ি দেই শপথের সমুদ্র”
———-চমৎকার
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে দেওয়ার পর তা কি ভেঙ্গে যায়? নইলে কালবৈশাখী ঝড়ে চোখের কোন ঝাপসা হয়ে আসে কেন?
অ-মন্তব্য
সাবিনা ইয়াসমিন
স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে দিতে দিতে শপথের কথা গুলো মন থেকে হারিয়ে যায়। শপথ ভাঙার ধৃষ্টতা মেনে নিতে পারেনা শপথের শব্দেরা। শব্দ গুলো তখন কালবৈশাখীর রুপ নিয়ে ধেয়ে আসে।
অ-মন্তব্যের জবাব দেয়া খুবই কঠিন 🙁
জিসান শা ইকরাম
ভাবনার আকাশ জুড়েই সে থাকে, সীমাহীন আকাশ ময় তার বিচরন।
শুধু সাদা কালো হলদে মেঘ নয়, সোনালী মেঘও তো আছে স্বপ্নের নানা বর্ন হয়ে।
চোখের মাঝে কালবোশেখি ভালো না, চোখে থাকবে স্বপ্নের সমুদ্র।
অ-কবিতা খুবই ভালো হলেও বিষন্নতা আপনার লেখায় মানায় না।
শুভ কামনা রাশি রাশি।
সাবিনা ইয়াসমিন
ভাবনার সমস্তটা জুড়েই সে থাকে। যেমন একটা আকাশ জুড়ে থাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সাদা মেঘ শুদ্ধতা, কালো মেঘ কলুষিত মনের রুপ। আর হলদে মেঘ অভিমানে ঝাপসা হওয়া সোনালী মেঘের প্রতিচ্ছবি। মেঘগুলো যেমনই হোক, তারা বসবাস করে আকাশের বুকেই।
হু বুঝেছি, ঝড়ের আভাস দেখে যেমন ঘরের দরজা-জানালা বন্ধ করে দিতে হয়, তেমনি চোখের ঝাঁপ বন্ধ করতে হবে।
আসলে কিছু লিখতে চাইছিলাম। আনন্দময় কিছু। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লেখাতেও পারিপার্শ্বিক প্রভাব পড়ছে। দেখি আগামীতে চেষ্টা করবো বিষন্নতা এড়াতে।
সুন্দর কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সব সময়,
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ভাবনার আকাশে ভালোবাসার মানুষই থাকে তবে মেঘের আনাগোনা হলেতো মুশকিল। সেই মেঘে ঝর এলে কান্না পাবেই স্বাভাবিক।
মেঘ ভেসে চলে যায় পেছনে রেখে যায় ব্যথাতুর স্মৃতি।
দারুণ একখানা লেখা পড়লাম আপু।
সাবিনা ইয়াসমিন
খোলা আকাশটা কি অতো ভালো লাগলো,
যদি তাতে কিছু মেঘ না থাকতো,,? ভাল্লাগতো না তৌহিদ ভাই। মেঘ থাকে বলেই আমরা আকাশের বুকে আল্পনা আঁকি আর মেঘের রংতুলি দিয়ে সাজিয়ে নিই সেই অসীম ক্যানভাস। ঝড়-বৃষ্টি গুলো এসে আমাদের ভুলগুলো ধুয়ে মুছে দেয়। নতুন রুপে নব উদ্যমে আমরা গড়ে তুলি আমাদের স্বপ্ন।
অশেষ ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্যে।
ভালো থাকুন সারাক্ষণ,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে শপথের সমুদ্র পাড়ি-সবাই দিতে পারে না, যারা পারে তাদের চোখের কোণেই কালবৈশাখী অহর্নিশি ধেয়ে আসে। অ-কবিতা ভালো লেগেছে। কালবৈশাখী কেটে যাক থাকুক বসন্ত অবিরাম। শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
সুন্দর কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
নানা রঙের বর্ষা নামুক, স্বপ্নেরা পাখা মেলুক, শুধু কালবৈশাখী দূরে থাক।
সুন্দর কবিতা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা অবারিত 🌹🌹
ফয়জুল মহী
চমৎকার লেখা পড়লাম।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই,
শুভ কামনা আপনার জন্য 🌹🌹
সঞ্জয় মালাকার
স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে পাড়ি দেই শপথের সমুদ্র”
চমৎকার লিখেছে দিদি,
সত্যি, স্বপ্নের সাথে স্বপ্ন জুড়ে পাড়ি দেই শপথের সমুদ্র”
ভালো থাকুন সুস্হ থাকুন নিরাপদ থাকুন সবসময়,
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা দিদি🌹🌹
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
শুভ কামনা আপনাকেও 🌹🌹
নিতাই বাবু
আশা করি সম্মানিত গুনী কবির কখনোই স্বপ্নভঙ্গ হবে না নিশ্চয়! প্রার্থনা করি এই সময়ে সপরিবারে ভালো থাকার। মহান সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ রাখে।
সাবিনা ইয়াসমিন
এমন প্রার্থনায় কৃতজ্ঞতা জানাই দাদা।
আপনার জন্যেও দোয়া ও শুভকামনা রইলো।
ভালো থাকুন সব সময় 🌹🌹
নাজমুল হুদা
স্বপ্নের মেঘ দিয়ে প্রিয় মানুষকে আঁকার পরেও শপথের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে যায় সব। বেশি প্রিয় মানুষগুলোর ধর্ম কী এমনেই হয়।
অ-কবিতারা কবে যে বড় হয়ে কবিতা হবে জানি না।
সাবিনা ইয়াসমিন
হয়তো এমনই হয়। প্রিয় মানুষের জন্য সব করা যায়। তাতে যদি যদি কালবৈশাখীর ঝড় সইতে হয়, তবু্ও সুখ।
অ-কবিতা আর বড় হবেনা। আর তোমাকে এগুলোই পড়তে হবে। আমার একটু কষ্ট করে পড়ে ফেলো। কি আর করবে, আমিতো তোমার মতো বড় কবি হতে পারছি না 🙁
শুভ কামনা রইলো,
নতুন লেখা দিও 🌹🌹
নাজমুল হুদা
আর কিচ্ছু কমু না। আমি কষ্ট করে পড়ি এইডা কইছে কেডা আর আমি বড় কবি এইডাও কইছে কেডা?
যাক যেই বলুক আমি বড় কবি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি 😥
ছাইরাছ হেলাল
মেঘেরা ভেসে বেড়ায় মেঘেদের দেশে
সীমা ছাড়িয়ে অসীমে,
স্বপ্নেরা ঝড় তোলা স্বপ্ন জুড়ে, স্বপ্ন ছুড়ে;
সাবিনা ইয়াসমিন
জেগে থেকে স্বপ্ন দেখার মজাই আলাদা মহারাজ। চোখ বন্ধ করতে হয়না, জাস্ট ভাবনার পরিধি বাড়িয়ে দিতে হয়। এরপর আর কোন কাজ নেই। স্বপ্নরা নিজেরাই নিজেদের ভাসিয়ে দেয় অসীমের মাঝে, রং-বেরঙের পাল তোলা নৌকার মতো।
আপনার নীলাকাশ দেখে আমিও আমার সবুজ আকাশের সাথে কিছু স্বপ্নের বিনিময় করে নিলাম :)।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
কেউ যখন ভাবনার আকাশে উঁকি দেয় তখন আকাশটা পুরোটা জুড়েই থাকে সে। অনেক চাইলেও মন মানে না নিষেধ, মানে না বারণ।
ভালো লাগলো কথা ও ছবি৷
সাবিনা ইয়াসমিন
ঠিক বলেছো। ভালো লাগা হয়ে যাবার পর কোন নিষেধে আর বন্দী করে রাখা যায় না। তখন আকাশ জুড়ে শুধু সে-ই বসত করে।
অনেক ধন্যবাদ নীরা,
শুভ কামনা তোমার জন্যে 🌹🌹
সামশুল মাওলা হৃদয়
অসাধারণ প্রকাশ।