
ঘন তমসায় জাগা অভাগার মনে
বারিদের আড়ে উঠা এক ফালি চাঁদ,
বরষায় গৃহহারা অসহায়ী রণে
দুখিনীর খুঁজে পাওয়া গলা ডোবা বাঁধ।
দূর পানে ছুটে চলা চপল দু’পায়ে
ফিরে দেখা পথিকের আধো জাগা বেলা,
অকুল পাথারে চলা ডুবু ডুবু নায়ে
ব্যাকুলে নজরে পড়া নাতি দূরে ভেলা।
তুমি বিনে জীবনটা বড় আশাহীণ
হয়তো পাইনি বলে আপনার দেখা,
তবু দান কৃপা এসে যদি ভাবি দীন
মহিমায় হৃদে আঁকে অনুভবে রেখা।
তবুও হৃদয় কেন খুঁজে নীলাচল!
সকল আশা কি তবে বাসনার বল!!
ছবি : সেনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
পপি তালুকদার
সুপ্রভাত। সকাল সকাল কবিতা টি পড়ে ভালো লাগলো।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর কবিতা। শব্দচয়নে দারুন মুন্সিয়ানা খুঁজে পাই আপনার প্রতিটি লেখায়। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল নিরন্তর।
সুস্থ থাকু খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সাখাওয়াত হোসেন
ভালবাসার মানুষকে কাছে না পেলে সত্যি জীবন আশাহীন হয়ে পড়ে।
দারুণ ভাবনার বহিঃপ্রকাশ।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
আশা নিয়েই আমাদের খুঁজে ফেরা এক নীলাচলের
অনুভবে অনুভবে।
বোরহানুল ইসলাম লিটন
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।