
তুই কি আমার সুখ হবি /দুঃখ হবি?
সুখ হলে হাসিতে মুক্তো ছড়াবো,
দুঃখ হলে ব্যাথার নীলে জড়িয়ে নেবো বুকের পাঁজরে।
তুই কি আমার ভালোবাসা হবি/ঘৃণা হবি?
ভালোবাসা হলে প্রেমের সাম্পান ভাসাবো নীল দরিয়ায়,
ঘৃণা হলে হারিয়ে যাবো তেপান্তরের ধূধূ বালুচরে।
তুই কি আমার জাগরণ হবি/ঘুম হবি?
জাগরণ হলে কথার ফুলঝুরি ফোটাবো ,
ঘুম হলে স্বপ্নে তোকে নিয়ে মিলন বাসর গড়বো।
তুই কি আমার সূর্য হবি/চন্দ্র হবি?
সূর্য হলে রৌদ্র ঝর্ণায় শক্তির ধারা হবো ,
চন্দ্র হলে চরকা কাটা বুড়ি হবো।
তুই কি আমার অমানিশা হবি/চন্দ্রালোক হবি?
অমানিশা হলে রাতের আঁধারে কানামাছি, ছোঁয়াছুঁয়ি খেলবো।
চন্দ্রালোক হলে পূর্ণিমা তিথিতে জোছনা মাখবো গায়।
তুই কি আমার ভোর হবি/ সন্ধ্যা হবি?
ভোর হলে নিশাজলে ভেজাবো তনু-মন,
সন্ধ্যা হলে আরাধনায় সাঁঝ-প্রদীপ জ্বালবো।
তুই কি আমার অন্তরীক্ষ হবি/ভূগর্ভ হবি?
অন্তরীক্ষ হলে মেঘের ভেলায় ভাসবো দু’জন,
ভূগর্ভ হলে মেঠোপথে অন্তবিহীন হেঁটে চলবো।
তুই কি আমার পবন হবি/বৃষ্টি হবি?
পবন হলে এলোমেলো হবো উড়িয়ে শাড়ির আঁচল,
বৃষ্টি হলে অহর্নিশি ভিজবো খোলা চুলে।
তুই কি আমার আদর হবি/শাসন হবি?
আদর হলে তোর সর্বাঙ্গে আঁকবো চুম্বনের আলপনা,
শাসন হলে ধমকগুলো আঁজলা ভরে রেখে দেবো।
তুই কি আমার পুষ্প হবি/ নদীর কূল হবি?
পুষ্প হলে খোঁপায় গুঁজে রাখবো,
কূল হলে লহরী হয়ে ভিজাবো লালিত্যহীনতাকে।
তুই কি আমার মাটি হবি/জল হবি?
মাটি হলে লেপ্টে নেবো হয়ে মাখামাখি,
জল হলে ধুয়ে নেবো মনের যত কালি।
তুই কি আমার কাজল হবি/ টিপ হবি?
কাজল হলে দু’নয়নে পড়বো দিবানিশি,
টিপ হলে কপালের ভাঁজে রাখবো নিরবধি।
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন হলে তোমার তুই তো দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান পুরুষ হবে,
এত আন্তরিক ভাবে কিভাবে লেখো ছোট দি?
অনেক অনেক ভালো হয়েছে কবিতা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
তাই দাদা ভাই! ভালো লাগলো এতো সুন্দর মন্তব্য পেয়ে। এখানেই আমি সার্থক হলাম। ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
এমন আহ্বান কখনোই ফিরাবে না গো দিদি
দারুণ লিখেছেন।
ভালো থাকুন দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
বাপ্রে!
এত হওয়াহওয়ি হলে বাকী তো কিছুই থাকবে না/থাকছে না।
এত্ত এত্ত হওয়া আছে এই-ই জানলাম।
সুপর্ণা ফাল্গুনী
আপনি জানেন না এইডা আমারে বিশ্বাস করতে কন? অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
এক রাশ ভালো লাগার ভালোবাসা ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো আপনার জন্য
তৌহিদ
তুই কি আমার পুষ্প হবি/ নদীর কূল হবি?
পুষ্প হলে খোঁপায় গুঁজে রাখবো,
কূল হলে লহরী হয়ে ভিজাবো লালিত্যহীনতাকে।
তুই কি আমার মাটি হবি/জল হবি?
মাটি হলে লেপ্টে নেবো হয়ে মাখামাখি,
জল হলে ধুয়ে নেবো মনের যত কালি।
কবিতা কিন্তু দারুণ লিখেছেন। ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
“তুই কি আমার ভালোবাসা হবি/ঘৃণা হবি?
ভালোবাসা হলে প্রেমের সাম্পান ভাসাবো নীল দরিয়ায়,
ঘৃণা হলে হারিয়ে যাবো তেপান্তরের ধূধূ বালুচরে।”
ওয়াও ! খুব সুন্দর রোমান্টিক কবিতা।
আমি নীল দরিয়াটাই বেঁচে নেব।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও অসাধারণ উত্তর। খুব ভালো লাগলো দাদা। ধন্যবাদ ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
রেহানা বীথি
হবে হবে সব হবে। না হয়ে যাবে কোথায়? এখন তো আবার ঘর থেকে বেরোনোও মানা।
দারুণ লাগলো।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের উৎসাহ পেলে না হয়ে যাবে কোথায় তার উপর করোনার লকডাউন তো আছেই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার
নাজমুল হুদা
এমন কাব্যিক করে বললে সবাই হতে চায়বে।
আমি হবো…..
সুন্দর ছিলো মনের আকুতি। আকুতির মতোই হোক প্রিয়জন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়। শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
এ এক অনন্য কাব্যকথন।
ভালো লাগলো দিদি।
শুভকামনা….
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
চমৎকার প্রয়াস।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আতা স্বপন
হবি তুই হবি
কেউ কিছু হয় না
তাইতো বলি কবি
ছেড়ে দাও এসব বায়না।
এ পৃথিবী স্বার্থপর বড়
কেউ কারো হয় না।
মিছি মিছি কেন কবি
আশার জাল বোনা।
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক বলেছেন প্রতিটি কথা।কেউ কারো নয়। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। ভালো লাগলো অসম্ভব, সুন্দর ছড়ায় উত্তর পেয়ে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু, অনেক ভালো লাগছে।
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো মন্তব্য পেয়ে। ভালো থাকবেন সবসময়