মৃত জোনাকী
তুমিও আলো দাও ।
সে কেউ জানেনা…
কারণ আলো দেখার জন্যে অনুভূতি তো চাই ,
সাথে অন্ধকারও চাই ,
আর ঘন-সবুজ অরণ্য চাই ।
এই শহর-নগর ইট-কংক্রিটে ভরা—
এখানে সবুজ আছে অট্টালিকার ফাঁকে ফাঁকে ।
মৃত জোনাকী চুপটি করে বলি তোমায় ,
তোমার সাথে আমার একটি মিল ;
আমিও আলো দেই ,
কিন্তু সে আলো দিন কিংবা রাতে অনুভূতি ছাড়া
কিছুতেই দেখা যায়না…
হ্যামিল্টন , কানাডা
৬ আগষ্ট , ২০১৪ ইং ।
৪০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দেখা যাক বা না যাক , আলো আলোই । যারা দেয় তারা মরে গিয়েও দেয় ।
অনেক দিন পর লিখলেন ।
নীলাঞ্জনা নীলা
যতো লেখা ছিলো , সব মুঁছে গেছে hard disc burn হয়ে…এরপর একটু তো শক্তি লাগে লিখতে মনের ?
মা মাটি দেশ
আলো আধারি সুন্দর কবিতা।ভাল লাগল। -{@ (y)
নীলাঞ্জনা নীলা
ভালো লাগাটুকু যত্নে সঞ্চিত হলো…
পুষ্পবতী
আলোময় কবিতা -{@
নীলাঞ্জনা নীলা
আলোয় আলোয় ভরে থাক জীবন পুষ্পবতী… 🙂
বনলতা সেন
ঘন সবুজ না পেলেও সবুজ অরণ্য চাই । আধারের আলো চাই ।
এত দিন পরে লিখলেও এই লেখা পড়লে অভাব বোধ আর থাকে না ।
নীলাঞ্জনা নীলা
মনটা ছুঁয়ে গেলো এমন মন্তব্য পেয়ে… -{@
লীলাবতী
আলো দেখার জন্যে অন্ধকারও চাই । অসাধারন লাগলো নীলাদি। অন্ধকারের এমন প্রয়োজনীয়তা আগে তেমন ভাবিনি।
নীলাঞ্জনা নীলা
চোখ বন্ধ করে প্রথম কি দেখতে পাও ? তারপর আমায় জানিও…একটা যাদু দেখাবো… 🙂
আদিব আদ্নান
আলো জ্বেলে রেখেই জোনাকিদের মরে যেতে দেখেছি ।
নীলাঞ্জনা নীলা
আমিও দেখেছি । চা’ বাগানে বড়ো হয়েছি তো , এমন অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে আমার… 🙂
স্বপ্ন
আলো দিন কিংবা রাতে অনুভুতি সহই দেখতে হয়।
(y)
নীলাঞ্জনা নীলা
স্বপ্নও কিন্তু…তাই না ? 🙂
আগুন রঙের শিমুল
মাছের চোখের মতো স্থির মৃত জোনাকের আলো
অদৃশ্য আলো ছড়ানো কবিতা ভালো পাইছি 🙂
নীলাঞ্জনা নীলা
আমি তো মন্তব্যটাকেই দারুণ কবিতা হিসেবে অনুভব করছি…একটি লাইনে কতো কিছু বলে দেয়া… 🙂
স্বপ্ন নীলা
অসাধারণ একটি লেখা পড়লাম, খুবই মনোযোগ দিয়ে পড়েছি — এত যে ভাল লেগেছে তা কি করে বোঝাই — শুভকামনা রইল
নীলাঞ্জনা নীলা
আমার নাম ! তাও আবার সাথে স্বপ্ন !! অফুরান ভালোবাসা এতো ভালো লেগেছে বলে নয়…প্রিয় নামটি বলে… 😀
জিসান শা ইকরাম
অসাধারন লাগলো।
আপনার আলো দেখতে পাচ্ছি অনেক বছর ধরে।
লেখার মাঝে ফিরে আসুন ভালোভাবে।
খারাপ লেগেছে আপনার সব লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে শুনে।
তিরি আর অহম আর আসবেনা, এটি ভাবতেই পারিনা।
শুন্য শুন্যালয়
তিরি আর অহম আসবেনা মানে? আসতেই হবে। লেখা নস্ট হয় নাকি? জলজ্যান্ত লেখা আছেই এখনো।
নীলাঞ্জনা নীলা
আমি চেষ্টা করবো আবার লেখার । আসলে যেভাবে লেখা হয়েছিলো , সেই ধারাবাহিকতা ধরে রাখা যাবে কিনা , সেটা নিয়েই ভাবনা 🙁
ব্লগার সজীব
নীলাদির লেখা নষ্ট হবার কথা শুনে খারাপ লাগছে খুব। তিরি আর অহমের কথা আর পড়তে পারবোনা এটি মানতে পারছি না। দিদি লিখুন আবার প্লিজ।
নীলাঞ্জনা নীলা
এভাবে তোমরা সবাই বললে তিরি আর অহম না এসে মনে হয়না পারবে । যদি পারে , তাহলে বুঝে নেবো অনেক কঠিন ওরা…আমি চেষ্টা করবো ভাই । ;?
নীলাঞ্জনা নীলা
নানা কষ্ট আমারও হচ্ছে খুউব । তিরি আর অহমকে আমি মিস করি যে ! দেখি ওদেরকে ফিরিয়ে আনা যায় কিনা…
অলিভার
গভীর অন্ধকারে ডুবে যার অনুভূতি গুলি তীক্ষ্ণ হয়ে উঠে, হয়তো সে শুধুমাত্র এইসব জোনাকির আলো দেখতে পায়। দালান কোঠার ভেতরে যারা আমাদের মত আটকে গেছে, তাদের দেখার সময় হয়তো হয়ে উঠে না।
কবিতার জন্যে ভালোলাগা -{@
নীলাঞ্জনা নীলা
অনেক সুন্দর বলেছেন । ভালো লাগলো মন্তব্যটা । 🙂
শুন্য শুন্যালয়
আলো দেখার জন্য অনুভূতি চাই, সুন্দর বলেছেন।
নীলা দির আলো আমরা দেখতে পাই।
অনেক সুন্দর কবিতা।
নীলাঞ্জনা নীলা
আমার আলো আছে নাকি ? আমি তো তোমাদের আলো নিয়েই আলো মাখি । 🙂
জসীম উদ্দীন মুহম্মদ
চমৎকার আধুনিক কবিতা ——-!! (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ জ্ঞাপন করছি । 🙂
শিশির কনা
নীলাদি এত ভালো যে কিভাবে লিখেন ?
নীলাঞ্জনা নীলা
শিশির কনা আপনার ভালো মন বলেই এমন বলতে পারেন…আসলে ভালো কই লিখি ? 🙂
ব্লগার সজীব
মৃত জোনাকীর আলো আছে জানতাম, কিন্তু এভাবে ভাবিনি কখনো দিদি। ভালো লেগেছে খুব।
নীলাঞ্জনা নীলা
অনেক অনেক বছর আগের কথা । জোনাকীর আলো যখন চা’ বাগানের অন্ধকারে ঝিলিক দিতো । কি যে চেয়ে চেয়ে দেখতাম । একদিন দেখি একটা জোনাকী স্থির , কিন্তু তার আলো ঠিকই জ্বলছে । কাছে গিয়ে দেখি ও আর বেঁচে নেই । লেখাটা তখন আসেনি , এলো ২৫ বছর পরে এই ২০১৪ সালে । কে বলে সময় চলে যায় ?
কতো কিছু বলে ফেললাম , তাই না ? ভালো থেকো । 🙂
প্রজন্ম ৭১
ছোট একটি কবিতায় কত কিছু বলে গেলেন । মন্ত্যবের জবাবে দেখলাম যে অহম তিরি আবার আসছে। জেনে ভালো লাগলো। ধারাবাহিক লেখার মাঝে আপনার এই সিরিজটিই সোনালের একটি সম্পদ।
নীলাঞ্জনা নীলা
সত্যি ভাবতে পারছি না এমন বিশাল কিছু পেয়ে যাবে অহম আর তিরি । হুম ওরা আসছে , খুব তাড়াতাড়ি । কারণ ওদের আবেগ যে আমারই মতো । কি করে পারবে নিজেদেরকে আটকে রাখতে ? 🙂
অজানা এক পথে চলা
আলো এবং আঁধার দুটোকে দেখতেই অনুভুতি লাগে (y) -{@
নীলাঞ্জনা নীলা
খুবই সত্যি কথা ।
অজানা পথে চলায় অনেক আনন্দ পাই আমি…
🙂
ওয়ালিনা চৌধুরী অভি
আপনার কবিতা পড়ে মন ভালো হয়ে গেলো নীলাঞ্জনা। কেমন এক মন খুলে যাওয়া অনুভব করলাম ভিতরে।
অহম তিরিকে চাই আবার দ্রুত। আপনি পারবেন -{@
নীলাঞ্জনা নীলা
এতো এতো ভালোবাসা অহম আর তিরির জন্যে…আমার কিন্তু হিংসে হচ্ছে । ^:^
আচ্ছা ফুলটা তো আমার জন্যে , তাতে অবশ্য নাচতে মন চাইছে \|/
-{@