তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-০৫)

শামীনুল হক হীরা ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৬:৪৫:৩০অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!! 
যার ঐতিহাসিক ছয় দফায় স্বাধীনতার
ভিত্তি স্থাপন হয়েছিল-
তার তেজে শত্রু পক্ষের মনোবল ভেঙ্গে
চুরমার হয়ে গিয়েছিল,
যার সাহসীকতার অসীম দৃষ্টান্তে সারা
বাংলার সকল পেশার সকল মানুষ
এক কাতারে এসেছিল,

 

যার উদারতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পেয়েছিল পূর্ণ সম্মান
হয়েছিল তার মসজিদের পাশে সমাহিত
হওয়ার স্বপ্ন পূরণ।
তাকেই খুঁজি যে মহানুভবতা দেখিয়ে
শত্রুকেও বলতে পারে-
“তোমরা আমাদের ভাই”
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!

৪৩২জন ৩৬৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ