
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
যার ঐতিহাসিক ছয় দফায় স্বাধীনতার
ভিত্তি স্থাপন হয়েছিল-
তার তেজে শত্রু পক্ষের মনোবল ভেঙ্গে
চুরমার হয়ে গিয়েছিল,
যার সাহসীকতার অসীম দৃষ্টান্তে সারা
বাংলার সকল পেশার সকল মানুষ
এক কাতারে এসেছিল,
যার উদারতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পেয়েছিল পূর্ণ সম্মান
হয়েছিল তার মসজিদের পাশে সমাহিত
হওয়ার স্বপ্ন পূরণ।
তাকেই খুঁজি যে মহানুভবতা দেখিয়ে
শত্রুকেও বলতে পারে-
“তোমরা আমাদের ভাই”
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
১৬টি মন্তব্য
সুরাইয়া পারভীন
বাহ্ চমৎকার উপস্থাপন। আমরা সবাই চাই তাঁকে ফিরে পেতে। কবিতায় ভালোলাগা রইল
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত সম্মানিত কবি।
শামীম চৌধুরী
বঙ্গবন্ধুকে মনোমুগ্ধকর কবিতা।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। তার মহানুভবতায় জাতীয় কবি তার ইচ্ছানুসারে সমাহিত হতে পেরেছেন সেটা সত্যি আনন্দের , গর্বের বিষয়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত সম্মানিত।
সুপায়ন বড়ুয়া
“তোমরা আমার ভাই
তোমরা ব্যারাকে থাক কেউ তোমাদের কিছু বলবে না। “
তারাই এই মহামানবকে হত্যা করলো বাংলার বুকে।
ধিক শত ধিক ঐ খুনীদের।
ভাল থাকবেন। শুভ কামনা।
শামীনুল হক হীরা
আপনার প্রতিবাদকে স্যালুট জানাই প্রিয়।
ফয়জুল মহী
উদারতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পেয়েছিল পূর্ণ সম্মান হয়েছিল তার মসজিদের পাশে সমাহিত
হওয়ার স্বপ্ন পূরণ।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত প্রিয়।
আরজু মুক্তা
ভালো লাগলো।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো ভাইয়া।
ভালো থাকবেন।
শামীনুল হক হীরা
খুশী হলাম সম্মানিত।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা কবি দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত