
ভালোলাগাঃ
কাউকে একবার দেখলেই ভালোলাগা কাজ করে, এরকম কিছু মানুষই আছে যাদের মধ্যে এক ধরনের আকর্ষন শক্তি আছে যা এক পলকেই অন্যকে আকৃষ্ট করে ফেলে।প্রথম ভালোলাগার পর পর পর কয়েকবার দেখা হলে অনেকসময় সেই ভালোলাগা স্থায়ী হয়, আর ভালোলাগার পরই শুরু হয় পাওয়ার আকাঙ্খা,যতসব পাগলামি,বেড়ে যায় আবেগ, অনুভূতি,চোখের সামনে যা দেখে তাই অতুলনীয় লাগে।তখন ভালোলাগায় এতই আসক্ত হয়ে পড়ে যে দিকবিদ্বিকশূন্য হয়ে পড়ে, দিশেহারা হয়ে পড়ে,ভালোলাগার মানুষকে পাওয়ার জন্য, তাকে সামান্য খুশি করার জন্য অনেক ভুল কাজ করে ফেলে যা সে নিজেই বুঝতে পারে না।এরকম ভালোলাগা জীবনে শুধু একবার নয় বার বার আসতে পারে,যেকোনো বয়সেই আসতে পারে।এই ভালোলাগা আসার কোন নিদির্ষ্ট সময় নাই,কিশোর বয়সে,সিনেমার নায়ক, নায়িকাকে ভালো লাগে, তাদের দেখার জন্য টেলিভিশনের সামনে অধীর আগ্রহে বসে থাকে।শালমান শাহের মৃত্যুতে বাংলাদেশের অনেক সাধারণ ছেলেমেয়ে এই কষ্ট মেনে নিতে না পেরে আত্নহত্যা করেছিল,অনেকে দুঃখে, কষ্টে খাওয়াদাওয়া বন্ধ করেছিলেন।এরকম অনেক ঘটনা ঘটে জীবনে শুধুমাত্র ভালোলাগার জন্য। ভালোলাগা ভালো, কিন্তু তার মাত্রা থাকা দরকার,ভালোলাগাটা সহনীয় পর্যায়ে রাখলে, আবেগ, অনুভূত, চিন্তাভাবনা,সবই সহনীয় পর্যায়ে থাকে, ভালোলাগার মানুষকে ভালোলাগান,কিন্তু নিজের সবকিছু ঠিক রেখে,কেননা যা আপনার এখন ভালোলাগার তা পরে নাও ভালোলাগতে পারে,কারন দুর থেকে অনেক কিছুই চোখের দেখায় ভালো লাগতে পারে,কিন্তু কাছে গেলেই, আকর্ষন-বিকর্ষন দ্বন্দের সৃষ্টি হয়,ভালোলাগায় ভাটা পড়ে।আবার ভালোলাগানো প্রকাশ বেশী হওয়ার সাথে সাথে যাকে ভালোলাগে তার দিক থেকে পচন্ডরকমের অবহেলা শুরু হয়,যা আপনাকে আরও বেশী আকর্ষিত করে,আপনাকে ভুলপথে পরিচালিত করে।যত যাই হোক, ভালো লাগা স্থায়ী হয় না,এটা পরিবর্তনশীল।এই ভালোলাগার অনুভূতি যতবার জীবনে কাউকে ভালোলাগবে ততবারই একইরকম অনুভূতি হবে,অনেকটা প্রথম চায়ের কাপে চুমুকের মত। ভালোলাগার সম্পর্ক যেকোনো সময়ে, কারন ছাড়াই ভেঙে যেতে পারে।ভালোলাগার মানুষকে বেঁধে না রেখে স্বাধীনভাবে ছেড়ে দিন,উড়তে দিন নিজস্ব আকাশে,আকড়ে ধরার চেষ্টাই করবেন না, কারন এতে কষ্ট আর সময় নষ্ট ছাড়া কিচ্ছু পাবেন না।একেই বলে”ইনফ্যাচুয়েশন’।এই ভালোলাগা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়,স্থান শূন্য করে দিয়ে স্বার্থপরের মত চলে যায়।ভালোলাগা ভালোলাগার বাকিসব অনুভূতি নষ্ট করে দেয়,মনের মাঝে দাগ কেটে যায়।
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভালোলাগা আর ভালোবাসার পোস্টমর্টেম!
ডাক্তার!!
রেজওয়ানা কবির
😁😁😁চেষ্টা করছি ভাইয়া।
মোঃ মজিবর রহমান
তবুও ভাললাগা ভালবাসা এক নয় আমিও বুঝি কিন্তু…………।।
ভালো লাগা স্থায়ী হয় না,এটা পরিবর্তনশীল।এই ভালোলাগার অনুভূতি যতবার জীবনে কাউকে ভালোলাগবে ততবারই একইরকম অনুভূতি হবে,অনেকটা প্রথম চায়ের কাপে চুমুকের মত। সহমত ।
কিন্তু আমি যে প্রথম কবে কখন চা খেয়েছিলান না পান করেছিলাম স্মরণে নাই।
তবে কি জানেন আমরা মানুষ অনেক সময় বা মুহুর্তে হিতবিহবল হয়ে পড়ে কি করি কি করিনা কিছুই মগজে থাকেনা। এফ এম
রেডিওতে ভালোভাসার উপর অনুষ্ঠান হত। এবং উপস্থিত হয়ে নিজের প্রেমের ব্যার্থ কাহিনি শোনাত। এক পর্বে অধম কুজাত প্রেমিক প্রেমিকাকে বলে, “তোর মারে, তোরে আমিই খারাপ করব।” (আমি নিকৃষ্ট শব্দ ব্যাবহার করতে পারলাম না।) এই অধম প্রেমিকা তবুও তাকেই চাই?? এই মেয়েটিকে কি বলব বলুন তো?
আর একটি কথা শেয়ার করি। আমার ডিপারট্মেন্টের স্যার এক দিনের কাহীনি বলে বলে মানুষ এটাও করতে পারে? আমি বললাম মানূষ করেছে অবাক হয়ে কিছুই করার নাই স্যার। স্যার আমার মুখের পানে চেয়ে থাকে। আমার কথা হল বাস্তব যেখানে জ্বলন্ত প্রমাণ সেখানে কিভাবে বুঝবনা।
সুন্দর একটি লিখা ভাল থাকুন।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভইয়া প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে পড়ার জন্য। যে প্রেমিক এইসব কথা বলে সে আর যাই হোক সত্যিকারের ভালোবাসে না।আর প্রেমিকাও ভালোলাগায় অন্ধ হয়ে ভুল পথে পরিচালিত করে। আর একদম ঠিক কথা বলেছেন,মানুষ সব করতে পারে।পৃথিবীতে সব ধরনের মানুষ আছে।তবে সবারতো মনুষত্ব থাকে না তাই এত বিভেদ।ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু। ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
ভাললাগা আর ভালবাসার গবেষনা অনেক হলো
আপনার লেখায় আবার প্রাণ ফিরে পেল।
শুভ কামনা আপু।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।
সুরাইয়া পারভীন
ভালোলাগা আর ভালোবাসার চমৎকার প্রকাশ।
দূরে থাকুক তবু ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো।
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ
রেজওয়ানা কবির
আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
রেজোওয়ানা কবিরস স্পেশাল।আমার তো চরম খারাপ অবস্থা বুঝলেন ডাক্তার যাকে দেখি ,,,,???।একটু টাইম হবে প্লিজ।
মোঃ মজিবর রহমান
দেখুন রোগ হয়ার আগেই প্রতিরোধ হই কিনা। সাবধান।
রেজওয়ানা কবির
হুম অবশ্যই সময় হবে রুকু আপু।তবে এপোয়রমেন্ট নিতে হবে।সমাধানের পথ দেখিয়ে দিব।সিরিয়াল দিয়ে দিও আমার কম্পাউন্ডার কে😋😋😋😋
রেজওয়ানা কবির
ঠিক বলেছেন ভাইয়া।তবে এই রোগের ঔষধ পাওয়া খুব কঠিন।
সুপর্ণা ফাল্গুনী
ভালো অনেকেই লাগে বা লাগাটাই স্বাভাবিক । কারো সৌন্দর্যে, কারো কথাতে, কারো পোশাক পরিচ্ছদে, কারো আচার আচরণে কিন্তু ভালোবাসা ভালোলাগার বীজ থেকে পরিণত হওয়া গাছ । ভালোবাসা কে লালন করতে হয়, পরিচর্যা করে বড় করতে হয়। এটাই ভালোবাসা আর ভালোলাগার পার্থক্য আমার মতে। খুব সুন্দর লিখেছেন আপু। শুভ কামনা রইলো
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভালোলাগা থেকে ভালোবাসা হয় তবে তা সময়ের ব্যাপার, আর আপনার কথাগুলো লালন করতে হয়। শুভকামনা।
সামশুল মাওলা হৃদয়
কাউকে একবার দেখলেই ভালোলাগা কাজ করে, এরকম কিছু মানুষই আছে যাদের মধ্যে এক ধরনের আকর্ষন শক্তি আছে যা এক পলকেই অন্যকে আকৃষ্ট করে ফেলে।প্রথম ভালোলাগার পর পর পর কয়েকবার দেখা হলে অনেকসময় সেই ভালোলাগা স্থায়ী হয়, আর ভালোলাগার পরই শুরু হয় পাওয়ার আকাঙ্খা,যতসব পাগলামি,বেড়ে যায় আবেগ, অনুভূতি,চোখের সামনে যা দেখে তাই অতুলনীয় লাগে।তখন ভালোলাগায় এতই আসক্ত হয়ে পড়ে যে দিকবিদ্বিকশূন্য হয়ে পড়ে, দিশেহারা হয়ে পড়ে,ভালোলাগার মানুষকে পাওয়ার জন্য, তাকে সামান্য খুশি করার জন্য অনেক ভুল কাজ করে ফেলে যা সে নিজেই বুঝতে পারে না।যেমন টা আমি করছিলাম।ওই একটা ভুলে ২ বছরে সম্পর্ক টা শেষ হয়ে গেছে।
রেজওয়ানা কবির
ভুল থেকেইতো মানুষ শেখে ভাইয়া।পিছনে যা হারিয়েছেন তা ফেলে দিন কারণ হয়তো সেটা আপনার জন্য ভালো ছিলো না।তাই অতীতকে ভুলে যান,আর সময় নষ্ট নয়, সামনে অনেককিছু পাওয়ার আছে সুতরাং কোন আক্ষেপ নয়।আপনার জন্য যা ঠিক করা তা আপনারই থাকবে।ভালো থাকবেন ভাইয়া।শুভকামনা।
শামীম চৌধুরী
ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম।
আর সেই ভালোবাসা আসে স্বর্গ থেকে।
আর সেটাই স্বর্গীয় ভালোবাসা।
ভাল লিখেছেন।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।আপনাদের ভালো লাগে জেনেই লিখতে আরও উৎসাহ পাই।ভালো থাকবেন।
আরজু মুক্তা
আগে নিজেকে ভালোবাসি, চিনি। তারপর অন্যেরটা। না হলে ছলচাতুরী ধরা মুশকিল।
আর ভালোবাসা শুধু মানুষ কেনো, প্রকৃতি পশুপাখি অনেক কিছুই তো আছে।
আপনার জন্য থাকলো শুভকামনা।
রেজওয়ানা কবির
ভালো বলেছেন আপু।ধন্যবাদ ভালো থাকবেন,সবসময়।
তৌহিদ
ভালোবাসা আর ভালো বাসা যেমন এক নয় তেমনি ভালো লাগা আর ভালোবাসাও এক নয়। কিঞ্চিত পার্থক্য অবশ্যই আছে। ভালোলাগলেই সেটা ভালোবাসা হয়না। ভালোবাসা এটি দীর্ঘ পরণতির ফলাফল।
চমৎকার লিখেছেন আপু।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।ঠিকতো পার্থক্যতো আছে বটেই,একারনেই আমরা অনেক সময় ভালোলাগাকে ভালোবাসা বলে ভুল করি যা আমাদের অনেক কিছু কেড়ে নেয়। ভালো থাকবেন।
রেহানা বীথি
ভালোলাগা কখন যে ভালোবাসা হয়ে যায়, বোঝা মুশকিল। হিসেব কষে হয় না হৃদয়ের অঘটন। তবু এখন দিনকাল খারাপ, কত কী যে হয়ে যাচ্ছে এই হৃদয়ের অঘটনের ফলে! আবেগ দমন বড়ই কঠিন ব্যাপার আপু। তবুও চেষ্টায় কি-না হয়!
খুব ভালো লাগলো আপনার পোস্ট।
ভালো থাকুন সবসময়।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু আপনার মন্তব্যে কৃতার্থ হলাম।সত্যি এখন অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়।শুভকামনা আপু।
জিসান শা ইকরাম
চমৎকার একটি বিশ্লেষন মূলক পোস্ট দিলেন।
অনেকেই ভালোলাগা আর ভালোবাসাকে এক করে ফেলেন। কিন্তু দুটো এক নয়।
ভালোলাগায় দিশাহীন হলে চলবে না।
ভালোবাসায় আস্থা থাকলে সে ভালোবাসার কখনো মৃত্যু হয়না।
এমন লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা, শুভ ব্লগিং।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া আপনার খুব সুন্দর মন্তব্যের জন্য।আপনাদের এইরকম মন্তব্য আমার লেখার ক্ষেত্রে আরও উৎসাহ বাড়ায়।ভালো থাকবেন,শুভকামনা।
খাদিজাতুল কুবরা
ভালোলাগা ভালোবাসা কখনোই একনয়। ভালো তো যে কাউকে যেকোনো সময় লাগতে পারে। কিন্ত ভালোবাসা খুব মূল্যবান অনুভূতির নাম। যা কারুর প্রতি তৈরি হতে সময় লাগে, এবং কারুর থেকে পাওয়াটাও অর্জন করতে হয়।
খুব ভালো লেগেছে আপনার বিশ্লেষণ।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু আপনার ভালো লাগা জেনে। ভালো থাকুন,শুভকামনা।