তবুও মন বলে চাই

সুরাইয়া পারভীন ২৩ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০৬:৫০:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

আমি চাই আমার উপস্থিতিতেই,
দু’ফোটা অশ্রু গড়িয়ে পড়ুক তোমার কপোল বেয়ে।
আমি চাই আমার জন্য
মৃদু চিনচিন ব্যথা অনুভূত হোক তোমার বুকের বাম অলিন্দে।
আমি চাই আমাকে ভেবে,
ক্ষণিকের তরে থমকে যাক তোমার সমস্ত স্পন্দন।
আমি চাই আমার নামে,
একটা তাজমহল গড়ো তোমার হৃদয় জমিনে।
আমি চাই খুব করেই চাই
তুমিও আমাকে তেমনই ভালোবাসো
যেমনটা বেসেছিলো মজনু লাইলীকে।
স্থান পাক আমাদের ভালোবাসা,
ইতিহাস স্বাক্ষী সমস্ত প্রেমিক যুগলের মাঝে।
জানি আমি চাওয়া আর পাওয়ায় রয়েছে
আকাশ পাতাল ব্যবধান।
তবুও মন বলে চাই, চাই আরো চাই

৭৭৪জন ৬১৫জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ