আমি চাই আমার উপস্থিতিতেই,
দু’ফোটা অশ্রু গড়িয়ে পড়ুক তোমার কপোল বেয়ে।
আমি চাই আমার জন্য
মৃদু চিনচিন ব্যথা অনুভূত হোক তোমার বুকের বাম অলিন্দে।
আমি চাই আমাকে ভেবে,
ক্ষণিকের তরে থমকে যাক তোমার সমস্ত স্পন্দন।
আমি চাই আমার নামে,
একটা তাজমহল গড়ো তোমার হৃদয় জমিনে।
আমি চাই খুব করেই চাই
তুমিও আমাকে তেমনই ভালোবাসো
যেমনটা বেসেছিলো মজনু লাইলীকে।
স্থান পাক আমাদের ভালোবাসা,
ইতিহাস স্বাক্ষী সমস্ত প্রেমিক যুগলের মাঝে।
জানি আমি চাওয়া আর পাওয়ায় রয়েছে
আকাশ পাতাল ব্যবধান।
তবুও মন বলে চাই, চাই আরো চাই
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত কম করে চাইলে তো হবে না!
তালিকা আরও লম্বা হোক, তা আমরা দেখতে চাই।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
আরো চেয়ে লাভ কি? পাবো না তো কিছুই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইসিয়াক
সুন্দর চাওয়াগুলো পাওয়াতে পূর্ণতা পাক ,সেই কামনাই রইলো আপু ।
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মনির হোসেন মমি
চাইতে সমস্যা নেই তাই চাওয়ার লিমিট না থাকলেও চলবে।কিন্তু দেয়ার কিঞ্চিৎ ইঙ্গিত থাকলে কবিতাটি জমে উঠত।এক তরফা ভালবাসার মতন চাওয়াটাও এক তরফা হয়ে গেল না? কবিতা পাঠে মুগ্ধ হলাম। দারুণ লেখার হাত।
সুরাইয়া পারভীন
না মানে ঐ আর কি!
এক তরফায় বটে। আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া।
নুরহোসেন
আপনার প্রতিটি প্রেমিকদের জন্য,
আমি নিজেও একজন প্রেমিক-
আপনার কবিতার!
কবিতায় মুগ্ধতা।
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ তো!
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
সুপর্ণা ফাল্গুনী
চাওয়া গুলো সুন্দর ;আপনার প্রতিটি চাওয়া পূর্ণতা পাক এই কামনায় রইলাম। শুভ কামনা রইল
সুরাইয়া পারভীন
কিছু চাওয়া জানি হয় না পূর্ণ
তবুও মন চাই যেনো পূর্ণতা পায়
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
সুপায়ন বড়ুয়া
আমি চাই আমার নামে,
একটা তাজমহল গড়ো তোমার হৃদয় জমিনে।
আপনার আশা পুর্ণ হোক !
শুভ কামনা
সুরাইয়া পারভীন
কিছু আশা কখনো পূর্ণ হয় না দাদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুরাইয়া পারভীন
সরি দাদা লিখতে গিয়ে
মোঃ মজিবর রহমান
তাজমহলের আদলে, কতই গড়ে ভালবাসার বদলে।
সবার উপরে ভালবাসা বেচে থাক হ্রিদয় মাঝে অফুরন্ত হয়ে।
সুরাইয়া পারভীন
চমৎকার বলেছেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইকবাল কবীর
চাওয়া গুলা যদিও বেশীরভাগ সময় পাওয়া হয় না। অবশ্য তার পিছনেও একটা ভালো দিক আছে সেটা হলো সব কিছু পেয়ে গেলে জীবন অর্থহীন হয়ে পরে। বেচে থাকার আগ্রহ হারিয়ে যায় এই জন্যই আমাদের চাওয়াগুলা আজীবন সব পাওয়া হয় না।
সুরাইয়া পারভীন
একদম সঠিক এবং চমৎকার বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মাহবুবুল আলম
তবে তা ই হোক। সুন্দর শব্দচয়ন! শুভ কামনা!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
নিরব সাগর
এখন তো এসব চাওয়া থাকতে নেই । হা হা হা
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
বাহ্ চাওয়া গুলো বুঝি এখন আর তখন ভেবে হয়!
ধন্যবাদ অশেষ
নিরব সাগর
সব চাওয়া সব সময়ের জন্য নয়,
আমার কাছে এমন মনে হয়।
সুরাইয়া পারভীন
আরে ধুর! আপনি তো বড্ড বেরসিক লেখক মশাই।
কবি লেখকদের কি আর সময় অসময় নিয়ে ভাবলে চলে, নাকি কোনো সৃষ্টি সম্ভব?
কামাল উদ্দিন
প্রেমিকের চোখের জল দেখতে চাওয়াটা কি ঠিক হলো আপু! 😀
সুরাইয়া পারভীন
অবশ্যই ঠিক
আমার ব্যথায় ব্যথিত হয়ে একটুখানি কাঁদুক
আন্তরিক ধন্যবাদ
কামাল উদ্দিন
হুমম, তাতো অবশ্যই করা উচিৎ
জিসান শা ইকরাম
ওরে চাওয়া রে………
বুকে চিনে চিনে ব্যাথা হলে দেখি মালিশ করা লাগবে বুকে 🙂
চাওয়া গুলো পূরণ হোক।
কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ফজলে রাব্বী সোয়েব
খুব ভাল হয়েছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ
আরজু মুক্তা
আরও চাই। চাওয়ার শেষ নাই
সুরাইয়া পারভীন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন