
রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র কোথায় আজ তারা?
মুখ থুবড়ে পড়েছে বস্তির ঐ গিঞ্জি গলির নর্দমায়।
যেথায় ফাঁক ফোকরে চলে হিরোইঞ্চি আর গাঁজা খোরদের
জীবন-দর্শণের কচকচানি,
রাতের আঁধারে লাস্যময়ী হয়ে ওঠে ললনা-রা
জীর্ণশীর্ণ, এলেবেলে দেহবল্লরীতে,
ক্ষুধার্ত নেড়ি কুত্তাটা সঙ্গী হয় হাড্ডিসার পথশিশুদের কোটরে।
যেথায় চর্চিত হয় প্রতিনিয়ত খিস্তিখেউড় আর কাম-কলার নৈপুণ্য।
রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র বহাল তবিয়তে আছে
উচ্চবিত্ত, সমাজপতিদের ড্রইংরুমের অলংকৃত কাঁচ-ঘরে বন্দী।
যেথায় সমাজসেবা হয় অর্থনীতি আর নারীত্বের যৌনসম্ভোগে,
পরপুরুষ আর পরনারীর শৌর্যবীর্যে।
সন্তানেরা গাড়ি হাঁকিয়ে ঠাটবাটে রাত্রি-জলসায়
বুঁদ হয়ে রয় সখা সখি লয়ে মদিরাতে।
সুখের ঠিকানা খুঁজতে গিয়ে পড়ে রয় শিকড় উপড়ে
উঁচু তলার স্টিকার গায়ে, যেথায়-সেথায়।
কে-বা পিতা, কে-বা মাতা ,
কোথায় গন্তব্য জানা নেই-কো কারো!
সব তন্ত্র মিলে হয়েছে নীতি আর বাঁধা তন্ত্র
ঐ মধ্যবিত্তদের চার দেয়ালে।
সহস্র স্বপ্নালু-পালক ছিন্নভিন্ন,
বিদ্যার কালি লেপ্টে দেয় বেকারত্বের অভিশাপ,
নেশাতুর চোখে জ্বলে না-পাওয়ার আক্ষেপের
হিংসা-প্রতিহিংসার অগ্নিশিখা অনির্বাণ।
সুখসারি অধরা-ই রয়ে যায় আমৃত্যু আত্ন-অহমিকা,
স্বপ্ন-বুনন, সমাজের দায়-দায়িত্বের যাঁতাকলে।
২১টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র কোথায় আজ তারা?
মুখ থুবড়ে পড়েছে বস্তির ঐ গিঞ্জি গলির নর্দমায়।”
মনের কথা বললেন দিদি।
দিদিও দেখি ভাবে এখন রাজনীতির নদী
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাবি সবসময়। কিন্তু লেখা হয় না বা সাহস পাইনা। কিনা কি লিখবো ভয় পাই! ভালো লাগলো ।প্রথম মন্তব্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
খাইছে!
এটি কী কুন বাম দলের ইস্তেহার!
রাজনীতি সমাজনীতি কিছুই তো বাদ দিলেন না।
ছাত্র ইউনিয়ন করতেন বুঝি!
ভাল হইছে লেখা।
এমন সচেতনতা আমাদের সত্যি দরকার।
সুপর্ণা ফাল্গুনী
যাক যে ভয় পাইছিলাম। কি-না কি লিখলাম। এখন মনে হচ্ছে কিছুটা পারছি লিখতে। না ভাইয়া আমি আমার ফ্যামিলির কেউই কোনো রাজনীতি র সাথে জড়িত ছিল না , নাই। ধন্যবাদ ভাইয়া। আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফয়জুল মহী
ভীষণ ভালো । পড়ে মন পুলকিত হল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
তন্ত্রে তন্ত্রে লাইফ তারকাটা হয়ে গেছে,
এই কবিতা পড়ে সেই তারকাটার তানপুরার দেখা পেলাম। জীবন যেন ধন্য হয়ে গেলো 🙂
শুভ কামনা অবিরত 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
তারকাঁটার মাঝে যে তানপুরা খুঁজে পায় সে অনন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।💓💓নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
এখন কোন তন্ত্র নেই, জোড় যার মুল্লুক তার এই হচ্ছে অবস্থা। দেশের মানুষ রসাতলে যাক, নিজের গদি বাঁচাতে মরিয়া সবাই। এর মাঝেও কিছু ভালো মানুষ আছে যা অতি নগন্য।
ভালো থাকুন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
রেহানা বীথি
সব তন্ত্র মিলেমিশে গেছে নারী আর ভোগবাদীতায়। চমৎকার সাহসী লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹 ভালোবাসা অবিরাম। ভালো থাকুন সুস্থ থাকুন
রিমি রুম্মান
আবৃত্তি করে ফেললাম একা একা দ্রোহের কবিতার ধরণে ! সুন্দর।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লাগলো আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🌹🌹
আরজু মুক্তা
এখানে, নিজে বাঁচলে বাপের নাম।
তন্ত্রের দরকার হয় না
সুপর্ণা ফাল্গুনী
সত্য বলেছেন। ধন্যবাদ আপু। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
ইঞ্জা
রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র কোথায় আজ তারা?
মুখ থুবড়ে পড়েছে বস্তির ঐ গিঞ্জি গলির নর্দমায়।
যেথায় ফাঁক ফোকরে চলে হিরোইঞ্চি আর গাঁজা খোরদের
জীবন-দর্শণের কচকচানি,
রাতের আঁধারে লাস্যময়ী হয়ে ওঠে ললনা-রা
জীর্ণশীর্ণ, এলেবেলে দেহবল্লরীতে,
ক্ষুধার্ত নেড়ি কুত্তাটা সঙ্গী হয় হাড্ডিসার পথশিশুদের কোটরে।
যেথায় চর্চিত হয় প্রতিনিয়ত খিস্তিখেউড় আর কাম-কলার নৈপুণ্য।
দূর্দান্ত লিখলেন আপু, চমৎকার হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো
ইঞ্জা
শুভেচ্ছা প্রিয় আপু।
হালিম নজরুল
“রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র কোথায় আজ তারা?
মুখ থুবড়ে পড়েছে বস্তির ঐ গিঞ্জি গলির নর্দমায়।”
——-সত্যিই আমাদের জন্য এক চরম শিক্ষা
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সর্বদা পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো