
একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা, ইতিমধ্যেই আমরা চট্টগ্রাম পৌছে গিয়েছি ………….
ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।
স্টেশনের অবস্থানঃ এই স্টেশন ঢাকার বিমানবন্দর থানার অন্তর্গত।
(২) বিমান বন্দর স্টেশন পার হয়ে সামনের দিকে এগিয়ে চললাম দ্রুত গতিতে, কারণ সন্ধা হয়ে আসছে অন্ধকার হয়ে আসার আগেই পৌছতে হবে পরবর্তি স্টেশন টঙ্গী জংশনে।
(৩/৪) গোধূলী বেলায় সামনে থেকে আসা ট্রেনের কপালে জ্বলে থালা লাইট টাকে মনে হচ্ছিল যেন জ্বলন্ত সূর্য্য। আর খুব দ্রুতই এই সূর্য্য আমাদের পাশ কাটিয়ে পিছন দিকে চলে গেল।
(৫) রাতের অন্ধকারে তুরাগের রেল সেতুটার ছবি উঠানোর বৃথা চেষ্টা।
(৬/৭) নতুন দিনের সকালে কিছুটা হেটেই আমরা পৌছে যাই টঙ্গী জংশনে।
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
জ্বলন্ত সূর্য কিন্তু সত্যি ই জ্বলছে।
কামাল উদ্দিন
এ পর্বে ছবি উঠানো হয়নি, তাই পরবর্তি পর্বে সূর্য্যকে ঠান্ডা করার চেষ্টা করবো বড় ভাই।
জিসান শা ইকরাম
বিমান বন্দর স্টেশন থেকে টঙ্গী জংশন পর্যন্ত হেঁটে গেলাম আপনাদের সাথে 🙂
ভালই লেগেছে।
কামাল উদ্দিন
আপনি মুরুব্বি মানুষ এতোটা হাটার কি দরকার ছিল ভাই 😀
জিসান শা ইকরাম
হাটতে পারি অনেক,
পাহাড় বাইতে পারিনা 🙁
কামাল উদ্দিন
অনেক হাটতে পারাটা অবশ্যই একটা ভালো খবর।
সুপায়ন বড়ুয়া
বিমান বন্দরে স্বাগতম !
পরের যাত্রা শুভ হোক !
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, পাগলামিকে ভালোই উস্কে দিচ্ছেন দেখছি।
সুপায়ন বড়ুয়া
তাতে মন্দ কি?
আমরা কিছু জানলাম
তাতে ক্ষতি কি?
শুভ কামনা
কামাল উদ্দিন
আমি ও তো তাই বলি মন্দ কি? 😀
সুপর্ণা ফাল্গুনী
এগিয়ে যান মিশন ঢাকা টু চট্টগ্রাম। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
যাচ্ছি আপু, সাথে থাকার জন্য ধন্যবাদ।
ইসিয়াক
খুব ভালো লাগলো ছবিগুলো । চলুক তবে এভাবে……..
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
সুরাইয়া পারভীন
ট্রেনের মায়ায় আলোটাকে সত্যিই জ্বলন্ত সূর্য মনে হচ্ছে। প্রত্যেকটি ছবিই দারুণ
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, শুভ কামনা জানবেন।
সুরাইয়া পারভীন
উপায় থাকলে ফটোগ্রাফীটা শিখে নিতাম আপনার থেকে।😰😰
মোঃ মজিবর রহমান
হাটে চলাই উত্তম। হাটা আমার খুব প্রিয় অভ্যাস । আমি ঢাকায় দুই এক বাসস্টপ হেটেই যাই। বাসে উঠতেই ইচ্ছে না করে।
কামাল উদ্দিন
হাটতে আমারও খুবই ভালো লাগে সময় মতো সঙ্গী পাইনা বলে সমস্যা হয়ে যায়।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ কামাল ভাই
সাবিনা ইয়াসমিন
হাটাহাটি চলমান থাকুক, আমরাও আপনার সাথে গল্প করতে করতে এগুচ্ছি। সাথে একটু বুট-বাদাম, ঝালমুড়ি-চানাচুরের ব্যাবস্থা রাখলে মন্দ হতো না। 😊
একদিন ট্রেনে উঠার ইচ্ছে আছে। দিনের বেলায় লম্বা এক ভ্রমণে যাবো। আঁকাবাঁকা পথে, বন-জঙ্গলের ভেতর দিয়ে অজগরের মতো মস্ত এক ট্রেনে ঘুরে বেড়াবো।
শুভ কামনা পথিক ভাই 🌹🌹
কামাল উদ্দিন
লোকাল ট্রেনে উঠলে মজা হবে বেশী, কিছুক্ষণ পর পর স্টেশনগুলোতে থামবে হরেক ফেরিওয়ালার কাছ থেকে নানা রকম খাবার দাবার কাবেন আর চলতে থাকবেন। মোটামুটি একটা পিকনিক হয়ে যাবে।
আবারও নতুন উপাধি পেলাম 😀
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
কামাল উদ্দিন
আপনার এমন সৃজনশীলতা আমার খুবই ভালো লাগে দাদা।
মনির হোসেন মমি
অনেকটা তই ঠিক সূর্যের মতই দেখাচ্ছে চলন্ত ট্রেনের লাইটটি।জানছি আপনার পর্বে পর্বে ঢাকা টু চট্রগ্রাম ভ্রমণ।বহুত হেটে হেটে কষ্ট করে আমাদের মাঝে সেয়ার করায় অসংখ্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
আপনাকেও অনেক ধন্যবাদ মমি ভাই
আরজু মুক্তা
শুধু কি হাঁটলাম সাথে জানলাম।
কামাল উদ্দিন
হুমম, ঠিক কথা বলেছেন আপু, হাটলে অনেক কিছু দেখাও জানা হয়ে যায়।
তৌহিদ
ট্রেনের লাইটটাকে কিন্তু জ্বলজ্বলে সূর্যের মতই লাগছে। নববর্ষের শুভেচ্ছা রইলো ভাই।
কামাল উদ্দিন
হুমম, নববর্ষের শুভেচ্ছা জানবেন ভাই।
সঞ্জয় মালাকার
দাদা প্রত্যেকটি ছবিই দারুণ
লেখা গুলোও অসাধারণ,, ট্রেনের লাইট টাকে কিন্তু জ্বলজ্বলে সূর্যের মতই লাগছে।
নববর্ষের শুভেচ্ছা রইলো দাদা।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়।