
রাত্রির নিস্তার নেই, নিস্তার দিচ্ছে না,
লেখারা লেখা লিখে যাচ্ছে সময়ের কথকতা,
কেউ জানুক, পড়ুক, দেখুন, বা না;
সময় দাঁড়িয়ে আছে ডিঙি মেরে, মুখোমুখি;
রাজ দক্ষিণার অজস্র উপঢৌকন!
হিশেবে রাখি-না, চাই-ও-না;
পণ্ডশ্রমের মত হামেশাই লিখে যাচ্ছি
নিরাল যখন দিবা-রাত্রি;
সময়ের গুণ কীর্তনের নিকুচি করে,
ব্যঞ্জন-হীন পলান্নতে অ-রাজি নই,
রেয়াজহীন রীতিনীতিতে-ও;
ভব্যতা-হীন বে-রহম হৃদয়-উৎপাতে
থেমে যেতে পারিনা, থামি-ও-না।
দুর্জ্ঞেয় রহস্যের পুল-সিরাত সে আমি
পেরিয়ে যাব অসীম আলস্যে, সহসাই পেরিয়েছি,
তাঁর ই একান্ত ইচ্ছেতে;
ছবি নেটের।
২৪টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
সমসাময়িকতা থেকে আত্মজিজ্ঞাসা, সবটাকে ছুঁয়ে দিয়েছেন কবি। শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
ব্যর্থ প্রচেষ্টা বলতে পারেন, তবে অনেক কিছুই ছুঁতে চাই, পারি বা না-পারি।
ভাল থাকবেন। প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।
তৌহিদুল ইসলাম
মাঝেমধ্যে কিছুটা হতাশ হই, যা লিখছি তা সময় বের করে কেউ কি পড়ছে? পরে ভাবি, ধুর! নিজের মনের খোরাকে লিখি। কেউ পড়ুক চাই না পড়ুক।
দোয়া রাখবেন ভাই।
ছাইরাছ হেলাল
দেখুন এখানে যা লিখি তো তো খণ্ডাংশ মাত্র, কাজেই পড়া না-পড়া নিয়ে একদম-ই না-ভাবনা।
আমি লিখতে পছন্দ করি, কারো দিকে না তাকিয়ে-ই। এটি আমার আনন্দ/বিষাদের বিষয়।
তবে কেউ পড়লে ভালো, কিন্তু না-পড়ানো কত লেখা যে আছে, তাতে আমার কোন মন-বেদনা নেই।
ভাল থাকুন লিখে লিখে। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
লেখারা হাসুক লেখার মহিমায়,
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
হাসুক হাসুক, দাঁত কেলিয়ে বা জড়িয়ে-গড়িয়ে।
লেখা চলিবে লেখার নিজ গতিতে।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
কিছু-মিছু লেখাদের বেড়াতে পাঠিয়ে দিন। তাদের আপ্যায়ন করে ধন্য হই।
রহস্যের পুল সিরাত একরাতেই পার হতে চান!
সাধু..সাধু
ভীষণ সময়ের দূর্ভেদ্য পুল সিরাত এক লহমায় পেরিয়ে যাবেন ইনশাআল্লাহ, মনোবল অটুট রাখুন মহারাজ।
ছাইরাছ হেলাল
এখানে অঝোর ধারা, ওখানে মরুর হানা,
আছে মরীচিকার বাহানা।
শেষ বিচারে তিনটি দলের মধ্যে একটি প্রিয় দল বিনা বিচারে বিধাতার সান্নিধ্য পাবে,
লেখক সেই দলের, তাই নো চিন্তা।
তবে যারা …………কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা বরখেলাপকারী তাদের পুল-সিরাত কঠিন-জটিল।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
নিরাল কথাটা বুঝিনি ভাইয়া।
“দুর্জ্ঞেয় রহস্যের পুল-সিরাত সে আমি
পেরিয়ে যাব অসীম আলস্যে, সহসাই পেরিয়েছি,
তাঁর ই একান্ত ইচ্ছেতে” । আপনিই পারবেন সেই বিশ্বাস আছে। লেখার ফোয়ারা এভাবেই ছিটিয়ে দিন অবিরাম। লেখারা হেসে উঠুক খলখলিয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
আসলে ওটি নিরালা, লেখার সুবিধের জন্য নিরাল করেছি।
ধুর, ফোয়ারা-টোয়ারা কিচ্ছু না, আউল-ফাউল লেখা , যে কেউ ই লিখতে পারে,
ভাগ্যিস পণ্ড-শ্রমে কেউ ই যায় না।
আপনি সাবধানে থাকবেন। ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
যে কেউই লিখতে পারলে তো সবাই এমন লেখা লিখতে পারতো । আপনি ও সাবধানে থাকবেন সুস্থ থাকবেন
ছাইরাছ হেলাল
আপনাকে ফুল-চন্দন শুভেচ্ছা।
নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
লেখা হয়না কখনও পন্ডশ্রম , পাঠকের মন ছুঁয়ে | লেখা হয়ে উঠে সোনালী রবি | শুভ কামনা |
ছাইরাছ হেলাল
মহানুভব পাঠক মহান হৃদয় দিয়ে ভাবেন/দেখেন।
আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, এটা কিসের ছবি দিলেন? একবার মনে হচ্ছে চিনি আরেকবার মনে হচ্ছে নুন!
ছাইরাছ হেলাল
আহা আহা, পলান্ন !!
এবার জিজ্ঞেস করে বসবেন না যেন পলান্ন কী বস্তু!!
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
পল্লান্ন কি মহারাজ?
পোলাউর চাল দিয়ে রান্না করা খাবার? নাকি পোলাউ দিয়েই এটা তৈরী?
ছাইরাছ হেলাল
হায় হায়!! এর পর জিজ্ঞেস করবেন কী করে চিবিয়ে খেতে হয়!!
রোকসানা খন্দকার রুকু
কি কঠিন বাবা। শুধু বুঝলুম লিখতে মন চায় যা খুশি লিখি।
শুভ কামনা বিরতীহীন কলমে।
ছাইরাছ হেলাল
আসলেই তাই, যা খুশি লেখা!!
ভাল থাকুন।
পপি তালুকদার
লিখে যান মনের আনন্দ.. ।
লিখার শ্রম পন্ড হবে না। লেখারা নিজের আনন্দে হেঁসে উঠবে।
ছাইরাছ হেলাল
আচ্ছা, লেখা চালু থাকুক, কিন্তু আপনি তো লাপাত্তা!!
ভাল থাকুন।
আরজু মুক্তা
লেখাতেই আনন্দ। কে পড়লো, কে দেখলো। এই সব হিসাব না রাখি। কলম চললেই হলো।
নাহি নিস্তার এবার। সময়ের সাথেই সন্ধি।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
মধু মধু, ব-কলম বলে কথা!
চালু থাকলো।
বৈশাখি শুভেচ্ছা।