ডলছে!

বোরহানুল ইসলাম লিটন ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৮:৩৭:৩৩পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

মানুষের অন্তর – চেনা কি সহজতর?
চারিদিকে বহু রূপে
ঘুরছে,
কেউ পুষে বুকে ক্রোধ – কেউ রেখে আড়ে বোধ
তবুও সুযোগে কাদা
ছুঁড়েছে!

সভ্যের শত শনি – হয়ে আজ শিরোমণি
সমাজটা দিবা-নিশি
চুষছে,
দেখে কারো ভীরু মন – দিনে সেজে মহাজন
আফসোসে রাতে শুয়ে
ফুঁসছে!

হারিয়ে ছিন্ন ছাতা – বেহালে কালের দাতা
তবুও বাদল রোদে
চলছে,
কেঁদে শুধু ধরাতল – ক্ষয়ে তাতে মনোবল
আপনার বুক নিজে
ডলছে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৮৫জন ৩৮৭জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ