অনেক অনেকদনি পর আমার উঠোনে
তোমার পায়ের দাগ!
বুকের ভেতর পাড় ভেঙ্গে পড়ে।
ছুটে যাই তোমার উঠোনে…
হাট করে খোলা দরজা
বাতাসে দাপায়;
তুমি নেই……কিছু নেই
তোমার বাড়ির উঠোন জুড়ে
কেবলি আমার দীর্ঘশ্বাস;
বৈশাখের দগ্ধ দুপুর
পোড়ায় শহর; পোড়ায় মন;
উন্মত্ত মাতাল হাওয়ায় অশান্ত আমি;
আবার সেই ঝড়… সেই ভালোবাসা;
আবার………….সেই তুমি !!!
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
কিছু ঝড় জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে
এমন ঝড়কে লালন পালন করতেই হবে ।
ভালো লেগেছে ।
শুভ কামনা ।
রিমঝিম বর্ষা
অনেক ধন্যবাদ দাদাভাই। ঝড়-কে মিতে করেই বসে আছি জন্মাবধি।
লীলাবতী
আসুক ঝড়, ক্ষতি কি? :p
রিমঝিম বর্ষা
ক্ষতি আছেতো। সিডর, আইলার কথা মনে নেই!? সব ক্ষতি কি পূরন করা গেছে আজবধি??
ব্লগার সজীব
খুসি তো খুসি না ? 🙂 ছোট সহজ কবিতায় অনেক ভালো লাগা -{@ (y)
রিমঝিম বর্ষা
খুসি মানে কি?? ;?
ভালো লাগায় ধন্য হোলাম। 🙂
ছাইরাছ হেলাল
ঝড় আসবে নিয়ম মেনে , নিয়ম না মেনেও ।
মাথা উঁচু করে যারা দাঁড়াতে পারে তাদের সমস্যা সাময়িক , আপনি তাদেরই একজনা ।
দাঁড়ান, দাঁড়ান , বুড়ো মানুষ , চোখের চশমাটা মুছে নেই । আমি ঠিক দেখছি কী না বুঝতে পারছি না ।
ওদিকেই তো জমজমাট । হঠাৎ আমাদের মনে পড়ল বুঝি?
তা রাধাদের দিন কেমন যাচ্ছে ? তপ্ত রোদের প্রণাম জানালাম ।
রিমঝিম বর্ষা
যেমনই লিখিনা কেন…কিছু মন্তব্যের জন্য একটা অপেক্ষা কাজ করে। সেই মন্তব্যটি পাওয়ার পরে নির্ভার হয়ে পরবর্তী লেখায় বা অন্যান্য কমেন্টের উত্তরে মনোনিবেশ করা যায়। 🙂
অনেক ধন্যবাদ হেলাল ভাই। হঠাৎ। মনের আশেপাশেই যাদের বসতি, তাদের ভোলা হয়না কখনোই। কেবল নানারকম ব্যস্ততায় উঁকি দেয়া হয়না।
দিন চলে যায় দিনের মত করেই। মাঝে মাঝে ইচ্ছে করে থামিয়ে দেই। না পারার অসহায়ত্ব নিয়েই বালি, কাঁকড় নিয়েই স্রোতে গা ভাসানো।
বর্ষায় সিক্ত শুভেচ্ছাই নাহয় নেবেন আপনি।
শুন্য শুন্যালয়
এলেই যে ভয় হয় যদি ফিরে যায়..
খুব সুন্দর লেখা.
(y)
রিমঝিম বর্ষা
আর তাই যেন না আসতে পারে………….সেই ব্যবস্থাই করি।
মা মাটি দেশ
ব্লগে এত কম আসা হয় কেনো।হুম বেশ ভাল লিখেছেন নিজেকে নিয়ে। -{@ (y) মনতব্যের উত্তর শা করছি।
রিমঝিম বর্ষা
নিজেকে নিয়ে কোন লেখা হয়না। তবে সব লেখাতেই লেখক থাকেন…………..আশেপাশের অনেককে নিয়েই থাকেন। তাইনা?
ধন্যবাদ পাঠে।
খসড়া
ঝড় নেই পানি নেই তপ্ত পৃথিবী। তৃষ্ণার্ত আমি।
রিমঝিম বর্ষা
তৃষ্ণা কমেছে আশা করি। ঝড়…..পানি সবই যে ভিজিয়ে দিয়ে যাচ্ছে মাঝে মাঝেই।