
সময় ছুঁয়ে যাচ্ছে প্রত্যহের মত, সকাল-শিশিরের কোমল মমতায়,
হেঁটে যাওয়া উত্তাল ভিড়ের মাঝে লিখে যাচ্ছি আমরা,
অক্লান্ত হৃদয়ে পায়ে পায়ে, সুদূর কে কাছে ডেকে, না-অবাক প্রাণে;
ঐ আগতের সোনা-দিনে বর্ণালী হৃদয়ের পাপড়ি-প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে
দু’হাতে জড়িয়ে ধরে, সব গ্লানি মুছে, নীরব জল-কাঁপনে চোখ রেখে।
অ-বিস্মিত হৃদয়-চোখে, শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।
৪০টি মন্তব্য
কামাল উদ্দিন
১ম 😀
জিসান শা ইকরাম
ধুর, আমি প্রথম হতে চেয়েছিলাম। এইডা কিছু হইল?
কামাল উদ্দিন
২য় হওয়ার জন্যও কিন্তু পুরস্কার আছে ইকরাম ভাই 😀
ছাইরাছ হেলাল
ব্যাপার না মেওয়া হপে।
জিসান শা ইকরাম
তাইলে ঠিক আছে 🙂
ছাইরাছ হেলাল
পুরস্কারের ব্যঞ্জনা ও আছে!
ছাইরাছ হেলাল
অবশ্যই আপনি প্রথম।
কামাল উদ্দিন
আমিই প্রথম…….ইচ্ছে করছে বগল বাজাইতে 😀
ছাইরাছ হেলাল
বাজান, সমস্যা নেই! তবে একটু সামলে!
সাবিনা ইয়াসমিন
আমি প্রথম। প্রথম বানান আমি শুদ্ধ ভাবে লিখেছি।
পুরুষ্কার, মেওয়া, তকমা-লোকমা যা কিছু সব আমাকেই দিতে হবে। হুহ 😎😎
ছাইরাছ হেলাল
যথা আজ্ঞা, কবিতা জ্বি!
কামাল উদ্দিন
ভোরের শিশিরের মতো রোদের তাপে হয়তো আমরা হারিয়েই যাবো, তবু সোনেলা যতোদিন বেঁচে থাকে হয়তো আমরাও বেঁচে থাকবো লেখা কিংবা অলেখার মাধ্যমে……….. ২০২০ এর শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনার ভাব তো সুবিধার মনে হচ্ছে না, কা কা গুঞ্জন পাচ্ছি মন্তব্যে!
সোনেলার সোনারা বেঁচে থাকবে সোনেলার সাথে অনন্তকাল, সোনালী শুভেচ্ছা।
কামাল উদ্দিন
সেক্ষেত্রে সোনেলাকে বাঁচিয়ে রাখার জ্বালানি নিরন্তর যদি কেউ দিয়ে যেতে পারে তাহলে তো অবশ্যই সম্ভব। আমি চাই সোনেলা জেগে থাকুক অনন্তকাল ধরে……….
ছাইরাছ হেলাল
আমরা সবাই চাই সোনেলা সোনাময় হয়ে বেঁচে থাকুক।
জিসান শা ইকরাম
এভাবেই বিচরণ করতে চাই প্রিয় সোনেলায়,
প্রদীপের আলো হয়ে,
ছাইরাছ হেলাল
অবশ্যই, প্রিয় সোনেলায় বেঁচে থাকতে চাই অ-শেষ কাল পর্যন্ত।
সাবিনা ইয়াসমিন
প্রদীপের মিটিমিটি আলোয় নয়,
সোনেলা উদ্ভাসিত থাকবে সোনেলা হয়েই;
যেমন করে সোনালী সুর্যের আলো ছুঁয়ে রয়
আকাশের প্রান্ত হয়ে
দিগন্ত জুড়ে…
ছাইরাছ হেলাল
আপনি যে ভাবে দুয়া দলেন তাতে সোনেলা সোনা হয়েই
দিগন্তে-জুড়ে থাকবে, নির্ঘাত।
আপনার সাথে আমরাও এমন কামনা করি।
সুরাইয়া পারভীন
অ-বিস্মিত হৃদয়-চোখে,শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।
ইনশাআল্লাহ
জ্যোৎস্না প্রদীপ হয়ে যুগ যুগ জ্বলবো সোনেলার আকাশে। আলোকিত করবো সোনেলার উঠান
ছাইরাছ হেলাল
আমরাও আপনার প্রার্থনার সাথে থেকেই এই আলো দেখতে চাই।
সুপর্ণা ফাল্গুনী
অ-বিস্মিত হৃদয়-চোখে,শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে। হুম সোনেলাতে বেঁচে রব অনন্তকাল। ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
অবশ্যই বেঁচে থাকবে, আপনাদের সাথে নিয়ে।
সুপায়ন বড়ুয়া
অ-বিস্মিত হৃদয়-চোখে,শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।
ভালই বলেছেন।
নববর্ষের শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ইসিয়াক
সুন্দর কাব্য।
ভালো লেগেছে।
শুভকামনা রইলো ।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভকামনা।
ফয়জুল মহী
সোনেলা হোক সাহিত্যের বটগাছ ।
ছাইরাছ হেলাল
দারুন বলেছেন, ধন্যবাদ।
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর দেখতে, শুভেচ্ছা আপনাকে।
আরজু মুক্তা
শুভকামনা সাথে ২০ সালেও অনেক লিখা নিয়ে আসেন। আমরা পাঠকরা পড়ে মুগ্ধ হই
ছাইরাছ হেলাল
আপনাদের দোয়া চাই।
চেষ্টা করে যাব অবশ্যই।
তৌহিদ
যতদিন মনে জোর আছে আর লেখার রসদ আছে সোনেলায় থেকে যাব ততদিন। সোনেলার সোনা লেখকদের শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
মনের জোর আর লেখার রসদ কমে গেলে জায়গায় বসে হাল্কা আওয়াজ দিলেই হবে!
আপনাকে/আপনাদের নিরন্তর শুভেচ্ছা সাথে থাকার জন্য।
সঞ্জয় মালাকার
অ-বিস্মিত হৃদয়-চোখে,শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।
জ্যোৎস্না প্রদীপ হয়ে যুগ যুগ জ্বলবো সোনেলার আকাশে। আলোকিত করবো সোনেলার উঠান।
ছাইরাছ হেলাল
অবশ্যই আপনারা আলোকিত করে রাখবেন এ সোনেলা।
শুভেচ্ছা জানাচ্ছি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা
শান্ত চৌধুরী
অ-বিস্মিত হৃদয়-চোখে, শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।
চমৎকার ভাবনা ….
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ অনেক।