
জীবন-তুমি শরতের কাঁশবনে দামাল ছেলে-মেয়ের লুকোচুরি খেলা।
পৌষের সকালে শিশিরের বুকে নিটল-পায়ে পথচলা।
শ্রাবণের বৃষ্টিতে শীতল স্পর্শে দেহে দাও যে দোলা,
আবার ক্ষণিকের ঝড়ে ওলোট-পালট করে দাও যে সাঙ্গ-খেলা।
মাঘের শীতে কম্পিত করো আবাল, বৃদ্ধা, তরুনীর দেহলীলা।
অমাবস্যার আঁধারে প্রদীপ হাতে বধূর অপেক্ষার প্রহর পালা।
পূর্ণিমায় জ্যোৎস্না-স্নাত কিশোরীর অবুঝ-হৃদয়ের দোলা।
তুমি ক্ষুধার্ত পথ-শিশুর একমুঠো ভাতের থালা।
আবার ধনীর আলালের পোষাক বদলের মতোই
নিত্যনতুন গাড়ি-বাড়ি বদলানোর পালা।
কখনো অতৃপ্ত সুখ আবার দুঃখের সীমাহীন জ্বালা।
নদীর বুকে রংধনু রঙ্গে সাজানো তরী-পালতোলা।
কখনো সাগর পানে বহতা নদীর ছুটে চলা-
নিয়ে অসীম কামনার বরণ-ডালা।
কখনো জানালায় ভোরের সিন্গ্ধ আলো সকাল বেলা-
কখনোবা সূর্যের তাপদাহে কৃষাণের ফসল তোলা।
স্বপ্নের বাসর সাজিয়ে ঘুমঘোরে করো ছলাকলা,
বাস্তবতার ধূসর আকাশে ছড়াও বেদনার রাসলীলা।
নবজাতকের বাহুডোরে এসে নৃত্য করো সারাবেলা-
সাঁঝবেলায় মৃত্যুরে দাও বরণ-মালা।
রচনাকাল- ২৯.১০.২০১৪
ছবি-নিজ
২৫টি মন্তব্য
বন্যা লিপি
জীবন আর সুখ- বিষয়গুলো বিভক্ত একেকজনের কাছে একেক রকম ভাবে।। কবিতার প্রতিলাইনে বাস্তবতার চিত্র দৃশ্যায়িত ব্যাপারটা দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। চমৎকার।শুভ কামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
আপু অফুরন্ত ধন্যবাদ। ঠিক বলেছেন , জীবন আর সুখ বিষয়গুলো একেকজনের কাছে একেক রকম। আপনার কাছে চমৎকার লেগেছে এটাই আমার বড় পাওয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সতত
রোকসানা খন্দকার রুকু
কি বাস্তবতা। জীবনটাই হাসি কান্না পাশাপাশি কাছাকাছি।
পায়েপায়ে চলে। আমরাও সেভাবেই চলি।
চৌদ্দ সালের কবিতা কি চমৎকার!
শুভ কামনা রইলো দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু । অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
জীবন তার নিজের গতিতেই চলে। ষড়ঋতুর মত একেক সময় একেক রুপে। বাস্তবতার বেড়াজালে বন্দি আমরা সবাই তা অস্বীকার করার উপায় নেই।
চমৎকার লিখেছেন আপু।
ফয়জুল মহী
মন ছুঁয়ে গেলো শব্দের মাধুর্যে।
শুভ কামনা অবিরত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
হিমাঙ্কের শূন্য প্রান্তিকের সাঁজ রাত্রিতে
দিগন্তের সন্ত্রস্ত দুয়ারে আচ্ছন্ন যখন নিমজ্জিত পৃথিবী
তখন ও
জীবনের নিমজ্জিত কোলাহল তাকিয়ে থাকে অর্ঘ-সুবাসে।
সুপর্ণা ফাল্গুনী
অপূর্ব সুন্দর মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ ও শুভেচ্ছা ভাইয়া। ইস কত সুন্দর করে মন্তব্য করে রে! নিরাপদে থাকুন সুস্থ থাকুন
রেজওয়ানা কবির
জীবনকে অসাধারণভাবে তুলে ধরেছেন একেবারে পৌষ থেকে শুরু করে অমাবস্যা। আসলে জীবনের অর্থ বুঝতে বুঝতেই আমাদের জীবনটাই শেষ হয়ে যায়। এটাই বাস্তবতা। ভাল থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের এতো সুন্দর মন্তব্যে যারপরনাই খুশি হলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
সুপায়ন বড়ুয়া
জীবন তুমি ক্ষুধার্ত পথ-শিশুর একমুঠো ভাতের থালা।
আবার ধনীর আলালের পোষাক বদলের মতোই
নিত্যনতুন গাড়ি-বাড়ি বদলানোর পালা।
দিদি আমার লিখেছেন এক খানা কথামালা
জীবন নিয়ে বাস্তবতার অপরূপ লীলা খেলা।
ওয়াও ! শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা এতো এতো ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। আপনার আশীর্বাদ ও অনুপ্রেরণা পাথেয় হয়ে রবে কবিতার পথ চলায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
ষড়ঋতুর মতোই বৈচিত্রময় আমাদের এই জীবন। এভাবেই সুখ দুখের পালাক্রমে এগিয়ে চলে মানব জীবন
সুপর্ণা ফাল্গুনী
একদম ঠিক আপু। ঋতুর মতোই বৈচিত্র্যময় আমাদের ছোট জীবন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
প্রদীপ চক্রবর্তী
অনেক আগের লেখা কবিতা।
খুবি ভালো লিখেছেন, দিদি।
আমাদের এই বৈচিত্র্য জীবনে কত ভাবনা।
সুপর্ণা ফাল্গুনী
হুম সাত বছর আগের লেখা। ভালো লাগলো এতেই মহাখুশি আমি। ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
বেশ অনবদ্য প্রকাশ কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
জীবন তার নিজের গতিতেই চলে। ষড়ঋতুর মত একেক সময় একেক রুপে। বাস্তবতার বেড়াজালে বন্দি আমরা সবাই তা অস্বীকার করার উপায় নেই।
চমৎকার লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার সুন্দর মতামত আর মন্তব্য দারুন লাগে । এতো সুন্দর করে গুছিয়ে লেখেন যে খুব ভালো লাগে। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবসময় পাশে থাকার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন
শামীম চৌধুরী
দিদিভাই
জীবনের সঙ্গে সুখের মিলনটা আসলেও দুষ্কর। তারপরও আমি বলবো সুখটা আপেক্ষিক। আর জীবনটা চলমান। চলমান জীবনে সুখ নির্ভর করে অনেক কিছুরই উপর। আসলে প্রকৃত সুখ বলতে কিছুই নাই। ভালোবাসা আছে। আর সেই ভালোবাসাই হলো সুখ।
দারুন লাগলো কবিতাটা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। হ্যাঁ সুখটা আপেক্ষিক, জীবন চলমান। খুউব ভাল লাগলো এতো সুন্দর মন্তব্য পেয়ে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
জীবনকে অত্যন্ত শৈল্পিক ভাবে উপস্থাপন করলে।
অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ভালোবাসা ও ভালোলাগা দাদাভাই। আপনার এমন মন্তব্য আমার জন্য আশীর্বাদ ও অনুপ্রেরণা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন