
ভালোবাসীয় তরঙ্গ বরাদ্দ হয়েছে শহরের নর-নারীর হৃদয়ের তারে;
প্রেমের বানে ভেসে যায় লাজ-বেলাজ, বৈধ-অবৈধতার শিকল।
নীলাদ্রি তোমার স্পর্শ আজো বুকের পাঁজরে সেঁটে আছে;
তোমার প্রতিটি স্পর্শই আজো আমার বসন্ত-বিলাস।
তোমার উত্তপ্ত নিঃশ্বাস অগ্নুৎপাত ঘটায় বরফ-শীতল ভূমে,
তুমি জেগে আছো সুপ্ত বাসনার দ্বীপপুঞ্জে শ্বেত-বলাকা হয়ে।
পদধ্বনি শুনি আজো আমি দরজার প্রাচীর ঘিরে;
অপেক্ষার প্রহর গুনে যাই ছলো ছলো আঁখি-পল্লবে।
বাতাসে ভেসে আসে মাতাল সুবাস অংশুক ছেদ করে-
নীলাদ্রি আজো খুঁজে পাই তোমায় প্রতিটি প্রেমিকের অবয়বে;
যেখানে বৈধ-অবৈধ, লাজ-বেলাজ জীবন্ত কিংবদন্তি।
ছবি- ফেসবুক
রচনা- ১৪ই ফেব্রুয়ারী ২০২১
২২টি মন্তব্য
পপি তালুকদার
প্রেম সেতো বড়ই স্পর্শকাতর বিষয়!!! অজস্র ভালোলাগার ভিড়ে কিছু ভালো লাগা বড্ডই কাদায়!! তাহার স্পর্শ তাহার অবয়ব খুঁজে ফিরতে হয় মনের অজান্তে। হয়তো এ ভালোবাসা কোনো কিছু কে তোয়াক্কা করে না।তাহার জন্য অপেক্ষার প্রহর কেটে যায় অনন্ত কাল ধরে……..…
অসাধারণ!!! বড়া বড়ি আপনার কবিতা আমার ভালো লাগে যেখানে উপমাগুলো হৃদয়ে খুব স্পর্শ করে।
শুভ রাত্রি।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো 🌹🌹। আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় আমার পথ চলা আরো সুন্দর হোক এই প্রত্যাশা করি। শুভ সকাল
সাখাওয়াত হোসেন
প্রেম মানে না লাজ-শরম। শত প্রতিকূলের মাঝেও ভালবাসার মানুষকে কাছেে পেতে চায়।
দারুণ একটি ভালবাসার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
সাবিনা ইয়াসমিন
বানের তোড়ে ভেসে যায় সবই, প্রেমও!
ভেসে যায়
ভাসিয়ে দেয়, নেয়ও।
কবিতা টি ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায়নি কেন, এটা আমার কৌতুহলী মন জানতে চাচ্ছে 😉
সুপর্ণা ফাল্গুনী
পুরোটা সেদিন শেষ করতে পারিনি আপু তাই দেইনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। 💓💓 । ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
বোরহানুল ইসলাম লিটন
প্রেম জীবন্ত অবিনশ্বর
তাইতো বিশ্বাসে বাঁধে আপনার ধর
খুশিতে উছলে তুলে আবেশিত গড়।
সুন্দর প্রেমের সুধায় নিরন্তর মুগ্ধতা প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
দারুন মন্তব্য!! অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পাশে থাকার জন্য অবিরাম কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
পৃথিবীতে এই একটি জিনিসই আছে সকল বাঁধা ও আইন ভেংগে দুমড়ে-মুষড়ে
যত ঘটনা অঘটনা ইজ্জত বেইজ্জত সবই পগাঢ় পার হৃদয়ের উত্তাল টানে কামড়ে
জানিনা কতই শক্তির অপচয় অভিভাবকের, গেছে বন্যার তলে হারিয়ে অতলে
তবুও, যুগ যুগ যুগান্তর গেছে অতীতে, তবুও প্রেম সদা জাগ্রত যুগল প্রেমের গহীনে।
না মানে বারণ, না মানে আদে্ এগিয়ে যায় দুর্বার গতিতে মনের আকাশে
বাবামার অতি যত্নের আদরের ধন, নিপতিত পতন প্রেমের উজ্জ্বল বানে
এগিয়ে যায় আপন গতিতে দুইহিয়ার ভালোবাসার মায়ার প্রেমও কুঞ্জবানে
হারানো সড়ানো কিছুই নাহি থাক্ দুইটি হিয়ার মাঝে, থাকে আপন করে নিতে।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ ! পুরোটাই বিশ্লেষণ করে দিলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চমৎকার মন্তব্য। খুব ভালো লাগলো। আপনার লেখা পাচ্ছি না যে? লিখুন আর সাথেই থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
লিখার জন্য মন চাই আমার বর্তমানে সেতার খুবই অভাব। আল্লাহ সহায় হলে লিখব আবার, ধন্যবাদ দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ভালোবাসার আনন্দ-তৃষিতা
জেগে আছে ভেজা চোখে
ডুবে বুঁদ হয়ে, পাতাঝরা দিনে।
সুপর্ণা ফাল্গুনী
🥰🥰!! সুন্দর মন্তব্যের জন্য একরাশ শুভেচ্ছা ও ধন্যবাদ। অবিরাম শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
তৌহিদ
প্রেমিকার আহাজারি সে কি শুনতে পায়! যদি না পায় সে প্রেমের যোগ্য নয়।
চমৎকার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
পদধ্বনি শুনি আজো আমি দরজার প্রাচীর ঘিরে;
অপেক্ষার প্রহর গুনে যাই ছলো ছলো আঁখি পল্লবে।
.
অপেক্ষার প্রহর এমনি হয়!
প্রেমিক ফিরে আসুক।
.
বেশ ভালো লাগার মতো কবিতা, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়। শুভ সকাল
আরজু মুক্তা
নীলাদ্রি, এই ডাকটাতেই আদর আর অভিমান জড়িয়ে আছে।
শুভকামনা দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ইসিয়াক
বিরহী কবিতায় ভালো লাগা জানবেন।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম