আজ আসি কয়ে’ অতি দ্রুত লয়ে
অচেনার গাঁয়ে যেন ছুটে চলে বয়ে।
অবারিত মাঠ, ধান তোষা পাট,
নিমতলী হাট, তিস্তার ঘাট,
আলু থালু মেঘ, বাতাসের বেগ,
চঞ্চলা প্রান, ভাটিয়ালী গান,
নীড়ে ফেরা পাখি, অপলক আখি,
শত বলা কথা, বাকী নীরবতা ,
মহিয়সী মুখ, শত ভাঙা বুক ,
আঁধার এবং আলো, মন্দ ও ভালো
সব পিছে ঠেলে দেখ তিলে তিলে
জীবনের নদী চলে নিরবধি।
৩০টি মন্তব্য
মাহমুদুল হাসান
সুন্দর।
হালিম নজরুল
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“অবারিত মাঠ, ধান তোষা পাট,
নিমতলী হাট, তিস্তার ঘাট,
জীবনের নদী চলে নিরবধি।”
সত্যিই তো জীবন চলমান।
আপনার কবিতার প্রথম সোপান।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা দাদা।
সুপর্ণা ফাল্গুনী
সবকিছু পিছনে ফেলে হারিয়ে যেতে হয় অচেনা গাঁয়ে। এটাই মনুষ্য জীবন। খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো
হালিম নজরুল
এমন প্রেরণা পেলে ভাল লেখার চেষ্টা করব।
জিসান শা ইকরাম
জীবনের সুন্দর সব অনুভুতিকে পিছে ফেলে নদী থাকে বহমান।
একই লাইনের মধ্যে ছন্দের মিল! নতুন লাগলো আমার কাছে।
অনেক ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
হালিম নজরুল
প্রেরণা দেবার জন্য অফুরান ভালবাসা ও শুভকামনা ভাই।
ফয়জুল মহী
মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা।
হালিম নজরুল
দোয়াপ্রার্থী ভাই।
শামীম চৌধুরী
সত্যিই ভাই জীবনের নদী চলে নিরবধি। খুব ভাল লাগলো কবিতাটি। ভালো থাকবেন কবি।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
পার্থ সারথি পোদ্দার
অপূর্ব শব্দ চয়ন করেছেন কবিতায়।জীবনের নদী সতত বহমান।খুব ভালো লাগল পড়ে।
হালিম নজরুল
ধৈর্য্যসহকারে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা।
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ দাদা।
ভালো লাগলো।
হালিম নজরুল
শুভকামনা দাদা।
আরজু মুক্তা
“একবার যেতে দেনা, আমার ছোট্ট সোনার গাঁ!”
ভালো লাগলো কবিতা
হালিম নজরুল
পড়ার জন্য ধন্যবাদ আপু।
শান্ত চৌধুরী
জীবনের নদী চলে নিরবধি।
শুভ হউক পথচলা।
হালিম নজরুল
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
সময়-নদী শুধুই বয়ে চলে যায়
অপেক্ষারা একাকী থেকেই যায়!
কবি, ইট্টু দেরি করে ফেললাম, অনিচ্ছায়।
হালিম নজরুল
দেরীতে সমস্যা নেই। তবে যে দুই একজনের জন্য অপেক্ষায় থাকি, আপনি তাদের অন্যতম।
ছাইরাছ হেলাল
একটু ব্যাক্তিগত ব্যস্ততা ছিল,
কবির লেখা পড়ার অপেক্ষা আমার ও থাকে।
তৌহিদ
জীবন জীবনের গতিতেই চলছে। উত্থান পতন এতো এরই অংশ
হালিম নজরুল
একদম ঠিক তাই। ধন্যবাদ ভাই।
কামাল উদ্দিন
জীবন নদীর গতি এমন ভাবেই বহমান, বাধা পেয়ে সাময়িক থমকে গেলেও থেমে থাকে না।
হালিম নজরুল
হ্যাঁ ভাই। তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।
কামাল উদ্দিন
হুমম, শুভ রাত্রী
সুরাইয়া পারভীন
জীবন নদী এমনি করেই বয়ে যায়/যাচ্ছে নিরবধি
চমৎকার লিখেছেন ভাইয়া।অল্প কথায় অসাধারণ প্রকাশ
উর্বশী
জীবন তো সব কিছু পিছনে ফেলে এমনি করেই বয়ে চলে নিরবধি।কত সুন্দর করে লিখেন হালিম ভাই।অনেক শুভ কামনা।