
জীবনের দাঁড়ি, কমা গুলো দিগ্বিদিক;
কোথায় দাঁড়াবে বোধগম্য নয়।
গাছের পাতারাও ঝুলে থাকে শক্ত ডাল আঁকড়ে।
ব্যথার পালটা ওলোটপালোট বাতাসের নিষিদ্ধ হালে;
কর্পোরেট ভালোবাসায় গন্ধবিহীন মুগ্ধতা, আলিঙ্গন।
জীবন্ত সীসাগুলো পীচঢালা পথে নর্দমার কীট ভক্ষণে
ব্রত;
নশ্বর দেহগুলো নেতিয়ে পড়েছে কোঁচকানো অলিখিত কাগজের বিছানায়!
নিকোটিনের কালো ধোঁয়া অলিতে গলিতে ঢুকে গেছে।
তুমি আমি আছি মনুষ্যত্বের মঞ্চায়ন থিয়েটারে বন্দী।
সমুদ্রের লোনা বাতাসে ভেসে বেড়ায় লোভের সলিল আর্ত্ননাদ;
কর্পূরের মতো উড়ছে বেনামী সম্পর্কের সাতকাহন।
বাসনার প্রদীপ নিভু নিভু জ্বলছে তৈলাক্ত সলতের অভাবে,
মদ , জুসের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মদের পেয়ালা অট্টহাসিতে ফেটে পড়ে।
তাই দেখে কালোবাজারিরা দুর্নীতির খাতায় নিলাম ডাকে।
দুঃস্বপ্নরা বাসা বাঁধে হাইব্রিড মস্তিষ্কের নিউরণ শাখায়;
সূর্যের তাপে পোড়া আত্নাদের মাংসের খাঁচায় ছটফটানি।
মাকড়সার জালের মতো ঝুলে আছে,
জড়িয়ে আছে সব ভাবনার অন্তরেখা।
ছবি- গুগল
৪৫টি মন্তব্য
রেজওয়ানা কবির
জীবনের দাঁড়ি, কমা গুলো দিগ্বিদিক;
কোথায় দাঁড়াবে বোধগম্য হচ্ছে না।
এটাই বাস্তবতা আপু। ভালো লাগল।শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু ভালো লাগার জন্য । শুভ কামনা রইলো অহর্নিশি
আরজু মুক্তা
বিচিত্র জীবন। আর মনুষ্যত্ব? সাধারণের যেখানে জীবনে বাঁচে না। আর বড়লোকের শুধু আখের গোছানো।
গাছ তো বড় হয় আগাছাকে মাড়িয়ে।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শুভ কামনা অবিরাম
ফয়জুল মহী
চমৎকার ভাবনায় সৃজনশীল লেখা ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
বিরামহীন কর্পোরেট ভালোবাসা উদ্বায়ী হয়ে শুধুই উড়ে যায়,
ফেলে রেখে যায় ভাগাড়ের গন্ধ-যাতনা।
একাকীর আনন্দ-যাতনাটুকুই শুধু আমার আমার।
সুপর্ণা ফাল্গুনী
একদম খাঁটি কথা। আনন্দ যাতনাটুকু শুধুই আমার। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল————–
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো অহর্নিশি। ভালো থাকবেন সুস্থ থাকবেন
আলমগীর সরকার লিটন
জ্বি দিদি আপনিও
রোকসানা খন্দকার রুকু।
তাই দেখে কালোবাজারিরা দুর্নীতির খাতায় নিলাম ডাকে।
দুঃস্বপ্নরা বাসা বাঁধে হাইব্রিড মস্তিষ্কের নিউরণ শাখায়;
সূর্যের তাপে পোড়া আত্নাদের মাংসের খাঁচায় ছটফটানি।
মাকড়সার জালের মতো ঝুলে আছে,
জড়িয়ে আছে সব ভাবনার অন্তরেখা।****
শেষটুকু বেশি ভালো লাগলো।আপনার কবিতা সবসময়ই ভালো লাগে।
কালকের পোস্ট আজ পেলাম কেন বুঝলাম না।ফাস্ট হতে পারিনা।হতে চাই কিন্তু?দিপ্তির কাছে শিখে চাইলাম।খুষখোর মাসটারনি বুঝলেন।বিকেলে ঘুষের বিনিময়ে শেখাবে।
সে
শুভ কামনা। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপু অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে ঘুষখোর মাষ্টারনীর কাছে মাঝে মাঝে যাওয়া ভালো তাতে উপকার তো মিলে🤣🤣🤣🤣। আপনি সরাসরি ব্লগে চেক করবেন তাহলে এই অহেতুক ঝামেলায় পড়তে হবে না । ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ আপুনি।
রেজওয়ানা কবির
আপু আমি কিন্তু মোটেও ঘুসখোর না আপু😋😋😋😋এবার সত্যি এমন ঘুস চাইবো মাশুল দিতে পারবা না কিন্তু???
শামীম চৌধুরী
দিদিভাই,
আমাদের জীবনটাই বিচিত্র। ঠিকই বলেছেন ভালোবাসা কর্পোরেট হয়েছে আজ। লাভ বা ক্ষতি খোঁজার মতন। খুব সুন্দর হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকুন। শুভ কামনা রইলো অহর্নিশি
ইঞ্জা
নিকোটিনের কালো ধোঁয়া অলিতে গলিতে ঢুকে গেছে।
তুমি আমি আছি মনুষ্যত্বের মঞ্চায়ন থিয়েটারে বন্দী।
বিচিত্র জীবনে বাস্তবতা বড়ই কঠিন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরত
ইঞ্জা
ভালো থাকবেন আপু
বন্যা লিপি
কর্পূরের মতো উড়ছে বেনামী সম্পর্কের সাতকাহন।
বাসনার প্রদীপ নিভু নিভু জ্বলছে তৈলাক্ত সলতের অভাবে,
যাপিত বর্তমানের দৃশ্যায়ন বড়ই পোড়াচ্ছে মনের চাতাল। আমার মুঠো শুন্য হতে দেখি বারংবার…….
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপুনি। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরত
সুপায়ন বড়ুয়া
“মাকড়সার জালের মতো ঝুলে আছে,
জড়িয়ে আছে সব ভাবনার অন্তরেখা।”
তবু ও চলে জীবন স্বপ্নে আঁকা।
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো আছেন আশা করি।
খাদিজাতুল কুবরা
“দুঃস্বপ্নরা বাসা বাঁধে হাইব্রিড মস্তিষ্কের নিউরণ শাখায়;
সূর্যের তাপে পোড়া আত্নাদের মাংসের খাঁচায় ছটফটানি।
মাকড়সার জালের মতো ঝুলে আছে,
জড়িয়ে আছে সব ভাবনার অন্তরেখা।”
নাম সার্থক কবিতার আদ্যোপান্ত জুড়ে। সময়টাই এমন দিদি ভাই। আপনার লেখা সবসময়ই অনবদ্য হয়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য হই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
হালিম নজরুল
“কোথায় দাঁড়াবে বোধগম্য নয়।”
এভাবে পড়লাম আমি।
সময় ও সভ্যতার সংকট নিয়ে চমৎকার লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
আগে বলেন এতো দিন কোথায় ছিলেন? খুব মিস করেছি আপনার মন্তব্য। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইনটা সুন্দর করে দেবার জন্য। আমি ঠিক করছি। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুপর্ণা ফাল্গুনী
আমি ঠিক মনে করছি* কারন আমার ভাবনায় ওটাই খাপ খাচ্ছে। ধন্যবাদ ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
ধরেন আমি বোঝার চেষ্টা করছি কিন্তু হচ্ছেনা বা বোধে আসছে না এটাই এখানে বোঝানো হয়েছে। ‘নয়’ হলে বোঝা যেতো সে চেষ্টা করছে না বোঝার।
হালিম নজরুল
কবিতা লেখার ক্ষেত্রে কিছু আরোপিত শব্দ কবিতার সৌন্দর্য নষ্ট করে। এত সুন্দর একটি কবিতায় এ জন্য আমি ওটা বাদ দিয়ে পড়েছি। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু সিদ্ধান্ত নেবার মালিক তো কবি। আর পাঠক হিসাবে অবশ্যই কবির সিদ্ধান্তকে সম্মান জানাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মতো গুণী লেখকের মতামত কে আমি ও সম্মান জানাই। কিছু কিছু ক্ষেত্রে আরোপিত শব্দ যোগ করতে হয়, আমিও প্রথমে কয়েকবার ওটাকে নিয়ে বসিয়েছি , ভেবেছি কিন্তু কেন জানি আমার কাছে খাপ খাচ্ছিল না । তাই আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই নেন আমার একদম আপত্তি নেই। এমন মতামত, মন্তব্য কে আমি সাদরেই গ্রহণ করি শেখার জন্য, সৌন্দর্যের জন্য। আমি একেকটা শব্দ, বাক্য বারবার মিলাই, এডিট করি, নিজেই পড়ে দেখি খাপ খাচ্ছে কিনা তারপরও ভুল হয়ে যায়। তারপর ও আমি আরো দেখবো, ভাববো যদি মনে ধরে এডিট করবো অবশ্যই। ধন্যবাদ ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া এডিট করে দিয়েছি। আপনার টাই দিলাম। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সাজেদুল হক
হুম।থিতু হয়ে আছে সম্পর্কের সাতকাহন ।
অপূর্ব অনুভূতি ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
জীবনের দাঁড়ি, কমা গুলো দিগ্বিদিক;
কোথায় দাঁড়াবে বোধগম্য নয়।
মোঃ মজিবর রহমান
জীবনের দাঁড়ি, কমা গুলো দিগ্বিদিক;
কোথায় দাঁড়াবে বোধগম্য নয়। একখান ঘাটি কথা কইছেন বুজান।
মানুষের মাঝেই সব তিক্ষতা মানুষের মাঝেই সুরেলা সুর। জানিনা কবে মানুষ হব।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল
মোঃ মজিবর রহমান
হ্যা ভাল থাকুন আপনিও।
আকবর হোসেন রবিন
কবিতা ভালো লেগেছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরত।
সৌবর্ণ বাঁধন
সুন্দর অনেক। নাগরিক জীবনের আয়নায় সবকিছুর জীবন্ত প্রতিফলন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদ
শহুরে জীবনে দিনযাপন শেষে অযাচিত যন্ত্রণা আর নাভিশ্বাস ছাড়া কিছুই থাকেনা। চমৎকার লিখেছেন আপু।
শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া । দিনশেষে যন্ত্রণাই সার। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা নিরন্তর