- কী পেয়েছি……
- জীবন তুমি কী পেয়েছ
কী তোমার ভবিষ্যত,
মিত্যুর কাছে নিয়েছ কী শপৎ!
জীবন তুমি সংসার বলো
বলো তোমার সবি
জীবন তোমার অতীত বর্তমান
শূন্য এক পখি!
- জীবন তুমি ঋণী
নিত্য নতুন চিন্তা তোমার
টাকাই ভাবো সবি!
জীবন দাঁড়াও নি তো
শুভ কোনো কাজে,
আপন আপন করে যা-ও
কীসের মায়া জালে।
- জীবন তোমায় দেখে মনে হয়না
কাঁদতে পারো তুমি
তুমি তো কুব সাহসী তেজী-
সইতে পারো শত যন্ত্রণা
অন্যের দুঃখ মুছাইতে পারো
নিজেই নিয়ে শত কল্পনা।
- জীবন তোমার বুদ্ধি বিনাশ
হারিয়ে সুখের সংসার
পরের জন্য কাঁদো তুমি
নিজে করো হাহুতাশ
জীবন তুমি ভবিষ্যতে
শুধুই কান্না জল,
বিফল তোমার মানব জনম
কর্মের প্রতিফল।
৯২৯জন
৭৯০জন
১৬টি মন্তব্য
রেহানা বীথি
ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু ভালো লাগা রইলো
শাহরিন
সব কিছু মিলিয়েই জীবন।
সঞ্জয় মালাকার
হুম ঠিকই বলেছেন আপু , ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইলো
শাহরিন
অনেক শুভ কামনা। আপনি অনেক ধরনের লেখা লেখেন খুবই ভাল লাগে পড়ে দুই একটি ছাড়া 😉
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
শুভ কামনা।
আরজু মুক্তা
এইতো জীবন!
সঞ্জয় মালাকার
হুম,ঠিকই বলছেন আপু,
ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি
খুব ভাল লাগল কবিতাটি তবে বানান মিষ্টেকের দিকে খেয়াল রাখবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবা।।
আবশ্যই খেয়াল করবো।
জিসান শা ইকরাম
এইত জীবন,
সঞ্জয় মালাকার
আপনাকে স্বাগতম ভাই আপনি আমার পোস্টএ প্রথম মন্তব্য করেছে।
শুভ কামনা!
সঞ্জয় মালাকার
ভাইয়া মন্তব্য দিতে চেয়েছইলাম শুভ কে।
ভুলে আপনার মন্তব্যে চলেগেছে।
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
সমস্যা নেই এতে 🙂
শুভ মালাকার
অনেক কিছুই বলার চেষ্টা করেছেন আপনি, গভির আপনার চিন্তা শক্তি।
সঞ্জয় মালাকার
স্বাগত আপনাকে, আমার পোস্ট এ প্রথম মন্তব্য করেছেন,আপনাকে অসংখ্য ধন্যবাদ।