
গোচরে অগোচরে থাকা অজস্র/সহস্র শব্দেরা
কখন যে ইনিয়ে বিনিয়ে ইচ্ছেয় অনিচ্ছেয়
পেরিয়ে যাবে মায়া-কুড়ানো লক্ষণ রেখা
আত্মঘাতী হতে হতে; যাক-না;
তবুও এক পশলা ছিপছিপে নিবিড় নীরব বৃষ্টি,
এক ফালি কাঁচা-রোদের পিঠে চড়ে,
ফুঁ-দিয়ে ফোলানো সারল্য পার্বণের মত এক অলৌকিক
বিকেলে আয়ু রেখার সংকেত মেপে মেপে,
অভ্যস্ত হয়ে যাওয়া গাঢ় নির্জনতা রঙের কারুকাজে
মন্দ কী!!
বৃষ্টি-কবিতার উচ্ছল শরীর-রেখায়, অক্ষর বৃত্ত/মাত্রা বৃত্ত
মেলেনি বলে কপালের ভাঁজ গুণে গুণে পোষা অসুখ
কখন যে মিশে গেছে বৃষ্টির উচু-নিচু চিহ্ন-রেখায়
কে জানে!!
নীরবতার বিষ-রসটুকু এক মোক্ষম চুমুকে শুষে নেবে
তেমন বৃষ্টির জন্য সোনামুখ করে,
সেই কবে থেকে দাঁড়িয়ে আছি, মেঘের আঁচলে ঢেকে/লুকিয়ে
রাখা আস্ত এলাচ বিচির সুগন্ধ-সুখের ভাগ নেব বলে,
এসো বৃষ্টি, এবারে একবার এখনের জলপাই-সুঘ্রাণ-বনে
লুকনো ভাব নিয়ে, এসেছিলে যেমন নৈমিত্তিকের ফি-বছর!!
গান ও ছবি নেটের।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
গত কয়েকদিনে একটানা বৃষ্টিতে হাঁপিয়ে উঠেছি। অফিস যেতে সমস্যা হয়, স্যাতস্যাতে অবস্থা। তবে ঘুমটা হচ্ছে সেই রকম ! এবার একটু জিরিয়ে নিক বৃষ্টি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
আপনার কথা শুনতে বৃষ্টির বয়েই গেছে।
কত শত মানুশ স্পেশাল বৃষ্টির অপেক্ষায় বসে আছে!!
সাবধানে থাকবেন, এই বর্ষণে!!
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
যাদের বাইরে যেতে হয় না, বাইরে গেলেও বৃষ্টির কাদাপানি গায়ে লাগে না তারাই বৃষ্টির জন্য অপেক্ষা করবে। অতিবৃষ্টি ভালো না।
ছাইরাছ হেলাল
ভালুবাসা কাদাপানি ডরে না!!
ভাল থাকবেন।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময়
ছাইরাছ হেলাল
হুম।
রোকসানা খন্দকার রুকু
কেন যে এতো কঠিন????
ছাইরাছ হেলাল
আমিও কিন্তু আপনার মতই ভাবি!! দুয়া দিয়ে দিন।
ধন্যবাদ।
রেজওয়ানা কবির
শুধু বলতে চাই, বৃষ্টি ঝড়ে যায় দুচোখে গোপনে,
সখী গো, নিলানা খবর যতনে,,,,,,,
শুভকামনা ভাইয়া।।।
ছাইরাছ হেলাল
আহারে, এমুন কৈরা যদি ভাবতে/লিখতে পারতাম!!
ভাল থাকবেন এমন ঝুমুর বৃষ্টিতে;
সাবিনা ইয়াসমিন
আত্মঘাতী শব্দের শবে থমকে ছিলো এখানের কোলাহল,
দানাদার নৈশব্দ আজ ভঙ্গুর এলাচ-উষ্ণতায়.
এলো আর্ত-বৃষ্টি বেলা বয়ে অবেলায়..
ছাইরাছ হেলাল
আত্মঘাতী শব্দদের শবে থমকে ছিলো এক্ষণের কোলাহল,
দানাদার নৈঃশব্দ আজ ভাংচুর এলাচ-উষ্ণতায়
এলো আর্ত-বৃষ্টি বেলা বয়ে অবেলায়………..;
ছুঁয়ে থাকা যতিচিহ্নে লুকিয়ে ছিল
ছাই-চাঁপা-আগুন, পোড়া পাণ্ডুলিপির বেশে;
ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ওয়াও!!
মহারাজ! আপনি দেখি কমেন্ট টাকে কবিতার রুপ দিয়ে দিলেন!!
কুর্নিশ জানাই জাহাপনা, ভালো থাকুন 🙂
ছাইরাছ হেলাল
এ এমন কিছু না, সবাই পারে, কষ্ট/আলসেমি করে লেখে-না।
ভাল থাকুন।
আরজু মুক্তা
ছাইচাপা আগুন গুলো নিভুক। আর গানটা অতিপ্রিয়। নিজের প্রতি বিশ্বাস আগে।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
ছাইরাছ হেলাল
গান আর বৃষ্টি দুটোই আমার চাই। এবারের লেখায় ও সেই গানটাই দিলাম।
ভাল থাকবেন।
হালিম নজরুল
তবুও এক পশলা ছিপছিপে নিবিড় নীরব বৃষ্টি,
এক ফালি কাঁচা-রোদের পিঠে চড়ে,
ফুঁ-দিয়ে ফোলানো সারল্য পার্বণের মত এক অলৌকিক
বিকেলে আয়ু রেখার সংকেত মেপে মেপে,
অভ্যস্ত হয়ে যাওয়া গাঢ় নির্জনতা রঙের কারুকাজে
মন্দ কী!!
————–কি অসাধারণ চিত্রকল্প!!!!
ছাইরাছ হেলাল
আপনি একটু বেশি বেশি-ই বলেন, তাও ভালো-ই লাগে।
ভাল থাকুন।
হালিমা আক্তার
কাঁচা রোদের পিঠে চড়ে বৃষ্টির আগমন। দৃষ্টি ছুঁয়ে যায় নন্দকানন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বাহ্, বেশ সুন্দর করেই বলেছেন।
আহারে নন্দনকানন! কোথায় গেলে পাই!
ধন্যবাদ।