
একটি সূচিমুখি-শয়তান (আমার)লেখা-নিবিষ্ট মনে
আছর করে বসেছে, প্রবিষ্ট হচ্ছে, প্রবিষ্ট করাচ্ছে;
যথেষ্ট খোঁড়া-খুঁড়ি নিয়ে/করে,
যেন বৃষ্টি-জলে চৌবাচ্চা উপচে পড়ছে;
চোরা-হাসি-মুখো-শয়তান মুষল ধরে
মেঘ-সহায়তায় নিয়ম করে, এবেলায়-ওবেলায়
স্বর ও ব্যঞ্জনবর্ণ শেখায় জোর-জবরদস্তি করে;
হস্তাক্ষর দেখে চমকে উঠি, চিনে নিতে পারি না,
অচেনা শব্দের মায়াজালে এ কোন আমি!!
সময় বিচারহীন ফষ্টিনষ্টি-পণ্ডিত-শয়তানের দিক থেকে
মুখ ঘুরিয়ে ভাবি, এ কোন ভেসে যাওয়া বৃষ্টি!
হঠাৎ কোন এক দৈব-সাহায্য পেয়ে
মুখোমুখি-শয়তানকে জিজ্ঞেস করি,
কী চাই/চাও, খোলসা করে এবারে বলে ফেল দেখি?
অধিক রসালো আমি-তুমির ছং-বং-হুল্লোড়?
সে আমি কিছুতেই দু’পাত্তরের বেশী নেব না।
ছবি নেটের।
৩২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ লেখেছেন কবি দা
অনেক শুভ কামনা রইল———–
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
দারুন লিখছেন।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
স্বাগতম ভাইয়া
ছাইরাছ হেলাল
শুভকামনা।
জিসান শা ইকরাম
কবিতা বোদ্ধারা কই আজ!
তাদের দেয়া মন্তব্য পড়ে আপনার কবিতা একটু বোঝার চেস্টা করি।
আজ আরো অপেক্ষা করা লাগবে বুঝতে পার্সি।
ছাইরাছ হেলাল
বোদ্ধারা এখন আপন আপন মনে অন্য বনে।
অপেক্ষা করে বিশেষ কিছু হবে-টবে না।
তবে অপেক্ষা জারি থাকা ভাল।
জিসান শা ইকরাম
বন্যরা বনে সুন্দর…. 🙂
ছাইরাছ হেলাল
ফেসবুকাররা ফেসবুকে !
সুপর্ণা ফাল্গুনী
নিজের হাতের লেখা যদি নিজেই না বুঝেন আমরা কেমনে বুঝি! স্বর-ব্যঞ্জনবর্ণের জোর-জবরদস্তি শেখায় আজ তাই সারমর্ম টা কঠিন হয়ে পড়েছে। কবিতা আমরা চা-ই চাই এতো ছং-বং এর হুল্লোড়ে। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
নিজের লেখা নিজে কেমনে বুঝুম!
ঐ যে এক সূচিমুখি শয়তান আছর করে আছে!
আপনি কৈ কৈ থাকেন! সেটাও বলেন।
সুপর্ণা ফাল্গুনী
আমিতো আছিই সোনেলার ময়দানে
ছাইরাছ হেলাল
আপনি অবশ্যই আছেন, তবে ইট্টু কম কম লাগে ক্যা !
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄🙄 গোপন রহস্য
ছাইরাছ হেলাল
এর মধ্যেও আবার রহস্য !
সঞ্জয় মালাকার
হঠাৎ কোন এক দৈব-সাহায্য পেয়ে
মুখোমুখি-শয়তানকে জিজ্ঞেস করি,
কী চাই/চাও, খোলসা করে এবারে বলে ফেল দেখি?
অধিক রসালো আমি-তুমির ছং-বং-হুল্লোড়?
সে আমি কিছুতেই দু’পাত্তরের বেশী নেব না।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, ভাল থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বেশ চমৎকার লেখা । শুভ কামনা রইলো ভাই ।
ছাইরাছ হেলাল
আপনি ও ভাল থাকবেন।
ধন্যবাদ।
তৌহিদ
তার নামটা কইয়া ফালান ভাইজান। কার এতবড় সাহস মহারাজের কবিতায় লুকোচুরি খেলছে!
ছাইরাছ হেলাল
চাকরি থাকপে নানা, নাম কৈলে।
ভাল থাকুন।
আরজু মুক্তা
ছু মন্তর ছু। আপাতত বর্ষা নিয়া থাকেন। শরৎ আাইতাছে।
ছাইরাছ হেলাল
আচ্ছা, আপনি যখন বলছেন বর্ষাতেই রইলাম, শরতের অপেক্ষায়।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, আপনি দেখি কঠিন সমস্যায় ভুগছেন! 🤔
দু-চার পাত্তরে দম ফুরাবে না। এক বালতি বৃষ্টির পানি জমান, তারপর দুষ্টু (শয়তান)) লেখাগুলো ভালো মতো গুলে নিন। গোলানো শেষ হলে তাতে ডাটাহীন কদম ডুবিয়ে সকাল-সন্ধ্যা মগ ভরে ঢকঢক করে খেয়ে ফেলবেন। ব্যাস, এতেই কাজ হবে। লেখারা আমি-তুমির ভং ছেড়ে আমি-আমি করতে থাকবে 🤣🤣
বিঃদ্রঃ- প্রক্রিয়ায় কাজ না হলে কমেন্ট ফেরত দেয়ার দরকার নেই। লিখতে থাকুন যেমন খুশি তেমন। কেই-বা আটকাতে পারে অক্ষর-তান্ডব!
সুরাইয়া পারভীন
দারুণ দারুণ বুদ্ধি দিয়েছেন আপু।
ভাইয়া বুদ্ধিটা এপ্লাই করে দেখেন তো
দুষ্টু শয়তানরা আমি আমি করতে করতে ধরা দেয় কি না!!
ছাইরাছ হেলাল
এপ্লাই না করে উপায় আছে , আপনি যখন যোগ দিয়েছেন!
আমি আমি করা এত্ত সহজ না।
ছাইরাছ হেলাল
যাক, সোনেলা অবশেষে একজন ওঝা/দাক্তার পেয়েছে জেনে আনন্দ অনুভূত হচ্ছে!
আপনাদের দেখেদেখে/দেখাদেখি ল্যাহা-লেহি চালু রাখতেই হচ্ছে !!
ভয় পাইয়ে দিতে চায়!!
ভাল থেকে লেখালেখি চালু রাখুন।
হালিম নজরুল
হস্তাক্ষর দেখে চমকে উঠি, চিনে নিতে পারি না,
অচেনা শব্দের মায়াজালে এ কোন আমি!!
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, কবি।
মোহাম্মদ আলী
কিছু বলতে পারলাম না।
তবে ভালবাসা রেখে গেলাম ভাইজান ভাইজান
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।