জন্মান্তর

নীলাঞ্জনা নীলা ৩০ আগস্ট ২০১৫, রবিবার, ০২:৪৪:০৪অপরাহ্ন কবিতা ৬১ মন্তব্য
"শৈশব"  ২৮ আগষ্ট, ১৯৭৯ ইং
“শৈশব”
২৮ আগষ্ট, ১৯৮০ ইং

পোড়া দীনতার নীচে দাহ হয়েছে বিভৎস স্বপ্নের আঁকিবুঁকি
জীবনের কাব্যও একটি মানচিত্রাবলি, বুঝলে হে অনুমান?
ওহে বয়ষ্ক বালিকা কবে তুমি বড়ো হইবে? দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকিয়া দীর্ঘ পথ—
সেই কাল কি আসিয়াছে কিংবা আসিবে?
নতূন-পুরাতন দ্বন্দ্বের কাছে নীরব কোনো এক ভাষা পরাজিত হইয়াছিলো,
চক্ষু খুলিয়া দেখো,
মন মেলিয়া দেখো
রবীন্দ্রনাথও নাই, জীবনানন্দও নাই।
কেহ কোথাও নাই।
গুরুচন্ডালী দোষে কেবল তুমি-ই আক্রান্ত।
এবার অমরত্ত্বের এ জন্মে ফিরে এসো।
মনে আছে কোনো এক জন্মে তুমি কাব্য-শ্রোতা ছিলে,
রানীমাতা পাঠ করতেন, তুমি  কপট স্তুতিতে কতো অলঙ্কার পেয়েছিলে!
এ জন্মে তোমার কি পেয়েছো?
চোখের দিকে তাকাও, ঠোঁটের দিকে;
কি দেখা যায়?
হাসি! কোনো চাটুকারিতার জন্যে পাওয়া নয় এ।

 

"হাসি" গতকাল ২৯ আগষ্ট
“হাসি” গতকাল ২৮ আগষ্ট

হ্যামিল্টন, কানাডা
২৮ আগষ্ট, ২০১৫ ইং।

৫৯০জন ৫৯০জন
0 Shares

৬১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ