
ওহে প্রিয়, প্রিয়তম সোনেলা
তোমার/তোমাদের এই সুন্দর সু-সজ্জিত,
উজ্জ্বল ঝলমলে আলোক মঞ্চে বড্ড বেমানান
এক অনাহুত আগন্তুক আমি’কে সদলবলে-
গ্ৰহণ করে আশ্রয় দিলে তব হৃদয় আঙ্গিনায়;
শত সহস্র ঋণে করলে ঋণী আমায়!
সে তোমার কিংবা তোমাদের এই ঋণ,
জানি কোনো কিছুতেই শুধিবার নয়!
প্রিয় কিছু ঋণ শোধ করা যায় না কোনোদিন
তবে কেনো হায়! ঋণ খেলাপীর দায়-
কাঁধে নিয়ে বৃথাই লাজে মরে যাই!
যদি বলো ওহে প্রিয়,
ঋণের দায় যদি শুধিতেই চাও,
তবে জনম জনম ধরে ভালোবেসে যাও!
ভালোবাসার চেয়ে মূল্যবান বস্তু যে আর কিছু নয়,
মূল্যবানের মূল্য কেবল ভালোবাসা দিয়েই চুকিয়ে দিতে হয়!
তাই যদি হয় তবে ইতোমধ্যেই জেনে গেছো!
ভালোবেসে তোমায় জায়গায় দিয়েছি কোথায়?
তবুও বলছি আজকে আবার নতুন করে; শুনে নাও,
তুমি কিংবা তোমারা;
তোমাদের থেকে পাওয়া স্নেহ মায়া মমতায় ভালোবাসায়,
নিজেকে উৎসর্গ করলাম প্রিয় সোনেলার সোনালী আঙ্গিনায়!
গতরাতে সবাইকে সোনেলার জন্মদিনে শুভেচ্ছা পোস্ট দেওয়া দেখে মনটা ছটফট করছিল কখন আবার আমার সময় আসবে? সেই সাথে এটাও ঘুরছিল মাথায় কী লিখবো আমি? সবাই কি সুন্দর সুন্দর পোস্ট করছে! মমি ভাইয়, বন্যা আপু, হেলাল ভাইয়া, সুপর্ণা দিদিভাই, তৌহিদ ভাইয়া, সুপায়ন দাদা সহ আরো অনেকেই চমৎকার সব পোস্ট লিখছে। আমি কী লিখবো তা ভাবতে ভাবতেই কেটে গেলো বেলা। শেষে যা এলো মনে মস্তিষ্কে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়লাম সোনেলার উঠানে।
‘বলি আমি কী আর তেমন কেউ
যে সবাইকে ছাপিয়ে তুলবো অজস্র শব্দের ঢেউ!’
ওহে প্রিয় প্রিয়তম সোনেলা
এই সব হিজিবিজি লেখা দেখে রাগ করো না প্লীজ; প্লীজ
তুমি তো জানোই কতোটা অপারগ আমি
শুধু জেনে রেখো ভালোবাসি; খুব ভালোবাসি তোমায়
যদি ভুল কিছু হয় ক্ষমা করে দিও আমায়
প্রিয় সোনেলার অষ্টম বষপর্তী ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আমার পক্ষ থেকে সোনেলার উঠানে সোনা ফলানো সমস্ত নক্ষত্রদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সবার ভালোবাসায় শত সহস্র বছর বেঁচে থাকুক সোনেলা।
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি প্রিয় সোনেলা
৩২টি মন্তব্য
সামশুল মাওলা হৃদয়
সোনেলার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নয় বছরে পদার্পন দিবসে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
আপনার জন্যেও রইলো অনেক অনেক শুভেচ্ছা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
রেহানা বীথি
বেলাশেষের লেখাটা সুন্দর হয়েছে খুব। জন্মদিনের শুভেচ্ছা সোনেলাকে এবং আপনাকে। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
তাই তো বলি আপু আমার
সময় কেন গুনে ?
কখন আসবে লেখার সময়
সোনেলার জন্মদিনের সনে।
বাহ সুন্দর তো লিখলেন। শুভ ব্লগিং।
সুরাইয়া পারভীন
হুঁ প্রিয়তমকে নিয়ে লিখলাম দাদা
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মনির হোসেন মমি
একরাস মুগ্ধতায় ছেয়ে গেল মন।চমৎকার একটি কবিতা।সোনলা আপনাদের জন্যই এতো সোনালী।
শুভেচ্ছা ও শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভাইয়া
জিসান শা ইকরাম
সোনেলাকে উদ্দেশ্য করে কবিতা ( চিঠিও বলা যায় একে ) পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
কতটা ভালোবাসলে এমন কবিতার সৃষ্টি হয় তা বুঝি আমি।
ঋণ খেলাপী হবেন না আপনি তা আমরা যারা সোনেলার উঠোনে বিচরন করছি তারা সবাই জানি।
সোনেলাকে দিয়ে যাচ্ছেন আপনি অনেক। আপনার দৈনন্দিন জীবনে সোনেলা বেশ বড় একটি জায়গা করে নিয়েছে। নিজে লিখছেন, মন্তব্য দিয়ে অন্যকেও লেখার উৎসাহ দিয়ে যাচ্ছেন অবিরাম। নিজেকে সোনেলার অন্যতম ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সোনেলার জন্মদিনে আপনার দেয়া উপহার সুন্দর হয়েছে।
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা নিন আপনিও,
শুভ কামনা, শুভ ব্লগিং।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া। এই যে এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মন্তব্য করেন সবাই বলেই যা খুশি তাই লেখার উৎসাহ পাই। সোনেলা আমার জীবনের সাথে গভীর ভাবে জড়িয়ে গেছে শুধু আপনাদের উৎসাহিত করার জন্য ই।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
খুব খুব ভালো লাগলো আপনার এই শুভেচ্ছা পোস্ট প্রিয়তম সোনেলার জন্মদিনে।এমন করে সবাই কি লিখতে বা ভাবতে পারে! আপনি পেরেছেন অবিরাম। প্রিয়তমর উদ্দেশ্যে এতো সুন্দর চিঠি আপনার দ্বারাই সম্ভব। শুভ কামনা রইলো আপনার জন্য। জয়তু সোনেলা জয়তু সোনেলার ব্লগারগণ
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
আপনাদের মত সুচিন্তিত মন, স্থায়ী হলে আমি আপনাদের মত লিখতে হয়তো পারতাম কিন্তু ঐযে অস্থিরতা আমার মাঝে।
সুরাইয়া আপু আমি যাহা৷ লিখি খুব জোর আধা ঘন্টা সময় লাগে। বেশি ধুর পালায়। আর এখন বয়স হইছে নতুন বই পড়াও হইনা।
আপনাদের মত আর লিখতেও পারবনা। আপনাদের মত মনে উপলদ্ধি হলেও শব্দের মেলায় সাজিয়ে মনমুগ্ধকর ভাবে ফুটিয়েও তুলতে পারবনা।
তবে ভালবাসি ভালবাসি সোনেলায় তোমায় ভালবাসি।
আপনার লিখায় মুগ্ধতা খুজে পেলাম।
সুরাইয়া পারভীন
আমরা সবাই সোনেলাকে ভালোবাসি ভাইয়া
এর চেয়ে বড় কিছু হতেই পারে না
আপনি দারুণ লিখেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা আপু।
খাদিজাতুল কুবরা
বাহ্ দারুণ সব কথামালায় সাজানো সোনেলার জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখেছেন। পড়তে পড়তে চোখ ভিজে গেছে। মনে হয় যেন আমার মনের কথা লিখেছেন।
ভালোবাসি প্রাণের সোনেলা এবং আপনাদেরকে।
সুরাইয়া পারভীন
এখানেই লেখক হিসেবে আমার সার্থকতা।
লেখা পড়ে পাঠক কখনো কাঁদবে কখনো হাসবে কখনো প্রেমে ভাসবে তবেই তো লেখন মন তৃপ্ত হবে
কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
আপনি ও খুব ভালো থাকুন
ছাইরাছ হেলাল
এমন ঋণ খেলাপীকেই সোনেলা আগলে রাখতে চায় সবার সাথে সবার মাঝে।
সোনেলাকে এমন করে হৃদয়ে সবাই ধারণ করতে পারে না, যা আপনি পেরেছেন অবলীলায়।
শুভেচ্ছা আপনাকে অবিরাম/অবিরত।
ভাল থাকুন। সুন্দর থাকুন, লেখা-অন্ত-প্রাণ নিয়েই আনন্দে বাঁচুন।
সুরাইয়া পারভীন
লেখা-অন্ত-প্রাণ নিয়েই আনন্দে বাঁচুন। ইনশাআল্লাহ!
দারুণ মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া।
সোনেলার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
সোনেলা এর শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল
সুরাইয়া পারভীন
আপনার জন্যও রইলো অনেক অনেক শুভেচ্ছা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেজওয়ানা কবির
জন্মদিনে কি আর দিব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা,হিন্দিতে নাও পেয়ার।শুভেচ্ছাবার্তা ভালো লাগল আপু।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ তো!
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
আপনিতো এই লেখায় পুরাই ফাটিয়ে দিলেন আপু। সোনেলার প্রতি আপনার আবেগ ভালোবাসা মুগ্ধ করে আমাদের। আপনার লেখায় পাঠক খুঁজে পান নির্মল আনন্দ। লেখক হিসেবে আপনি অনন্য।
সকলে মিলে একসাথে এগিয়ে যাবো এটাই কামনা। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ। আমরা সবাই সোনেলাকে আকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাবো।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন। আমাদের সবার মনের কথা। সবাই এমন ঋণ খেলাপি হতে চাই। শুভ কামনা সোনেলা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
জন্মদিনে রইলো লাল গোলাপের শুভেচ্ছা।
ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
একগোছা রজনীগন্ধা থাকলো।
অভিনন্দন
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়