
আমার আজকের দিনটা ছ্যাঁকা খাওয়ার দিন। সকালে তাড়াহুড়ো করে নাস্তা বানাতে গেলাম, গরম তাওয়ার ছ্যাঁকা খেলাম 🙁 🙁
মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলের গেটের পাশেই এক চায়ের দোকান। মেয়েকে ভিতরে পাঠিয়ে অন্যান্য অভিভাবিকাদের সাথে কথা বলছি, শুনছি। কথার কোনো নির্দিষ্ট বিষয় নেই। কেউ কেউ হাতে গরম ধোঁয়া উঠা চা নিয়ে বসেছেন। যেহেতু চায়ের দোকান স্কুলের পাশেই, তাই স্কুলের ওয়েটিং রুমে সবাই এই চা আনিয়ে পান করতে পারেন। হঠাৎ করে গায়ে এসে পড়লো গরম চায়ের ছিটা! একজন বেশি হাসতে গিয়ে হাত থেকে চা ফেলে দিয়েছেন, আর পড়েছে আমার গায়েই 🙁 🙁
দুপুরের রান্না করতে বসেছি। প্রায়দিনই এসময় মনে হয় আমার অন্তত পক্ষে এক ডজন হাত থাকলে ভালো হতো। সব্জি কাটছি, মাছ ভাজছি আবার মুখটাও চালু রাখতে হচ্ছে। ওমনি খেলাম তেলের ছিঁটা 🙁 🙁
কাজ শেষ, শাওয়ার নিয়ে বাকি কাজ সেরে মোবাইলের ম্যাসেজ চেক করছিলাম। একজন আমার উপর রাগ করে খুব কড়া কড়া কথা লিখেছে। আবার রিপ্লাই দেয়ার পথেও মস্ত তালা ঝুলিয়েছে। বড় একটা কসম দিয়ে ছোট করে লিখেছে আর যেন না লিখি। খেলাম এখানে নিরুত্তাপ ছ্যাঁকা 🙁 🙁
অনেকক্ষণ ধরে কয়েকটা গান শোনার চেষ্টা করেছি। তার আগে একজনকে জিজ্ঞেস করেছি ছ্যাঁকা খাওয়ার পর কি রকম গান শুনলে কাজ হয়, মানে মনটা ছ্যাঁকার ব্যাথা ভুলতে হেল্প করবে। সে মাত্র দুটো গান শোনার পরামর্শ দিলো।
” চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে কাঁদিস কেন মন ” এই টুকু শোনার পর চোখ জ্বলতে জ্বলতে ফেঁটে যাওয়ার যোগাড়। এত পানি চোখে থাকে, না কাঁদলে জানতেই পারতাম না! এটা কোনো গান হলো? মনতো ঠিক হলোই না, আরও কষ্ট বাড়লো। এটাকে বলে ইমোশনাল ছ্যাঁকা 🙁 🙁
পোঁড়া জায়গাটা জ্বলছে। বাসায় আগুনে পোঁড়া মলমটা শেষ হয়ে গেছে। ওটা বেশিরভাগ সময়ে আমি ব্যবহার করি। এলাকার একমাত্র ফার্মেসিটা বন্ধ। দোকানদার সন্ধ্যার আগে দোকান না খোলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করেছেন। হয়তো এটাকেই বলে কর্পোরেট ছ্যাঁকা 🙁 🙁
প্রিয় পাঠকগণ, দয়া করে আজ ফাগুনের এই দিনে এতো ছ্যাঁকা খেয়ে নিজেকে ক্যামনে সামাল দিচ্ছি কেউ জিজ্ঞেস করবেন না প্লিজ। আমি রোজা রেখেছি। সবাই মিলে দোয়া করুন ইফতারিতে যেন কোনো ছ্যাঁকা আমার ভাগ্যে না জোটে 🙁 🙁
★ ছবি নেট থেকে 🙁 🙁
৩৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আল্লাহ আপনার মুখুজ্জ্বল করুন, এমন সান্ধ্য দোয়ায় রাখলাম।
আর আপনার ছ্যাঁকাকে বহুগুণ বাড়িয়ে/কমিয়ে দিন এও কামনা করি। আল্লা মহাজ্ঞানী। জানি ও মানি।
সাবিনা ইয়াসমিন
মহারাজ! দোয়া করলেন তাও ছ্যাঁকা বাড়িয়ে দেয়ার!!
হুহ! বুঝেছি এটা ছ্যাঁকা মার্কা কমেন্ট 🙁
সুপায়ন বড়ুয়া
দিন যেদিন খারাপ যায়
সব দিকেই যায়
কিন্তু এতো ছ্যাঁকা খেলে
কি সওয়া যায় ?
তাই রবীন্দ্র সংগীত হোক ভড়সা।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
দাদা! একদম ঠিক বলেছেন। এটাতো আমি ভেবেই দেখিনি!! যেদিন খারাপ যায়, তার পুরোটাই নষ্ট হয়।
এরপর এমন খারাপ দিন এলেই আপনার কথাই শুনবো। দরকার হলে রবীন্দ্রনাথের সব গান শুনে ফেলবো, তবুও মুড নষ্ট করবো না 🙂
শুভ কামনা রইলো দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
হা হা হা ধন্যবাদ !
সুপর্ণা ফাল্গুনী
আপু ছ্যাঁকা খাওয়ার একটা ছবি দিলে ভালো হতো 🙂🙂। কষ্ট ও লাগছে আবার হাসিও পাচ্ছে। এতো ছ্যাঁকা খেয়ে ও এতো সুন্দর লেখা যায় জানতাম না যে। ভালোবাসা অবিরাম 💓💓💓
সাবিনা ইয়াসমিন
এটা কি ছিলো হুম? সান্ত্বনা নাকি উল্লাস? আমার ছ্যাঁকা খাওয়া নিয়ে মজা পেলেন!! যান আপনার জন্যে একটা পঁচা দোয়া করছি ” সুপর্ণা যেন কখনো কোনো কিছুতেই ছ্যাঁকা / কস্ট না পায়, সব সময় এমনই হাসিখুশি থাকে ” 🙂
শুভ কামনা অল টাইম ডিয়ার ❤❤
ফয়জুল মহী
বেশ।😀♥️
সাবিনা ইয়াসমিন
আচ্ছা 🙂
স্বপ্নবিহীন মামুন
যেদিন চলে যায়,
সেদিনই ভালো যায়।
পুরে যাওয়া ছ্যাঁকার জায়্গায় মলম দিলে দাগ ওঠে যায়। কিন্তু মনের ছ্যাঁকার দাগ কী ওঠানো সম্ভব?
শুভ কামনা রইলো আপু
সাবিনা ইয়াসমিন
মনের ছ্যাঁকার চিকিৎসাও আছে মামুন। তবে ওটা সময়সাপেক্ষ। 🙂
আপনার লেখা দিন। অনেকদিন হলো কিছুই লিখছেন না।
শুভ কামনা রইলো 🌹🌹
কামাল উদ্দিন
হাঃ হাঃ হাঃ এমন মজাদার বসন্ত দিন ক’জনারই জীবনে আসে? ছ্যাকামাইসিন ভালো জিনিস, মাঝে মাঝে খেলে স্বাস্থ্য ভালো থাকে, আমি নিশ্চিৎ আপনার শরীরটা আজ ঝরঝরে লাগছে। (আনন্দে নয় খানা হবার ইমো হবে) 😀
সাবিনা ইয়াসমিন
এতো গুণ! আপনি কয় পাতা ছ্যাঁকামাইসিন খেয়েছেন ফটো-ডাক্তার ওরফে ছ্যেঁকু ভাই?
ত্রিস্তান
ভাবছিলাম পুরোটা না পড়েই একটা মন্তব্য জুড়ে দিবো। কিন্তু এতো এতো ছ্যাঁকার পরে নতুন করে আবারো ছ্যাঁকা দিতে ইচ্ছে হলো না। শুভ কামনা রইল আপু।
সাবিনা ইয়াসমিন
আপনার জন্যও শুভ কামনা রইলো মহামান্য ত্রিস্তান 🙂
নতুন লেখা দিন।
প্রদীপ চক্রবর্তী
আমি যদি ডুবে মরি কলঙ্ক রবে তোমারি গো”
এই গানের কলি ২০১৬ সালে পোস্ট করেছিলাম। কমেন্ট বক্সে অনেকেই বলছে আমি না কী ছ্যাকা খেয়েছি।
আর আমি মনেমনে ভাবছি আরে ছ্যাকা কী ছ্যাকা কী?
আমার একবন্ধু কে বললাম ছ্যাকা কী সে উত্তর না দিয়ে আমায় নিয়ে ট্রুলল করতে লাগলো।
তারপর আমার বড়ভাইককে বললাম আচ্ছা দাদা ছ্যাকা কী?
তখন টেবিলে বসে গাণিতিক বিষয় নিয়ে একটু ভাবছিলাম। দাদা বলে উঠলো আরে ভাই পড়তে বসেছ মন দিয়ে পড় ফালতু কথাবার্তা না বলে।
যাই হোক যথাজ্ঞা পড়তে লাগলাম।
তারপর খেয়েদেয়ে রাত্রি ১১ টায় আমার বাংলাবিভাগের নান্টু স্যারকে ইনবক্সে বললাম স্যার ছ্যাকা অর্থ কী?
স্যার বললেন কালকে এসে ভালোভাবে বুঝিয়ে দেবো।
তারপর গুগলের সাহায্য নিতে ছ্যাকা কী
যেমনিতে উত্তর আসলো আমি সর্বশেষ!
স্যার কী বলছি!
যাইহোক পরেরদিন শুক্রবার ছিলো কলেজ বন্ধ।
শনিবারেও যাইনি স্যার ও কিছু বলেন নি।
বেঁচে গেলাম না হয় লজ্জা পেতাম অনেক।
.
মনের ছ্যাকা খুবি মারাত্মক।
শুভকামনা দিদি।
সাবিনা ইয়াসমিন
তোমার বিস্তারিত কমেন্ট পড়ে হাসি পাচ্ছে খুউউব।
ছ্যাঁকার ব্যাখ্যা খুঁজতে গিয়ে কত হেনস্তার শিকার হয়েছো!! যাক, তবুও সফল হলে।
হুম, মনের ছ্যাঁকা বেশি মারাত্মক 🙂
ভালো থেকো,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
ছ্যাঁকা খাওয়ার বিষয়টি ভাল লাগল।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ নজরুল ভাই 🌹🌹
আরজু মুক্তা
ছ্যঁকাকে ছাকনি দিয়ে ফেলে দিন।
সাবিনা ইয়াসমিন
ভালো বুদ্ধি! ওটাই করবো।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
জিসান শা ইকরাম
সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, সব খাদ চলে যায়।
তেমনি মানুষ ছ্যাকা খেলে খাঁটি মানুষ হয়,
ছ্যাকা খাওয়া খুবই ভালো।
শুভ কামনা রাশি রাশি।
সাবিনা ইয়াসমিন
আপনাকে ছ্যাঁকা বিশেষজ্ঞ মনে হচ্ছে!
কত গুলো কেস হ্যান্ডেল করেছেন তা আর জানতে চাচ্ছি না 🙂
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
মায়হা ঠুকার ইমোজি কই গেলো, ধ্যাৎ এইডা কিছ হইলো, আমি তো ভেবেছিলাম আপু ঐ ছ্যাঁকার কথা বলছেন, এখন তো দেখি সব গরম ছ্যাঁকা, ধ্যাৎ আপনাকে দিয়ে কিচসুই হবেনা। 🤣😂
সাবিনা ইয়াসমিন
হু, আমাকে দিয়ে কিছুই হবে না,, এটা আমারও প্রায় সময় মনে হয় 🙁
কি আর করার আছে ভাইজান? ভেবেছিলাম বেকুব ডিপার্টমেন্টে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন লিখবো। ঐটাতেও ফেল করেছি 🙁
কিছুই হবে না এই জীবনে 🙁 (দীর্ঘশ্বাসের ইমো হবে)
ইঞ্জা
হা হা হা হা, আমাগো মডুফা কয় কি, আপনাকে দিয়েই হচ্ছে এবং হবে। 😊
সৈকত দে
হাসিও পাচ্ছে আবার ব্যাথাও লাগছে, এ যেন এক কথায় আনন্দ অশ্রু। আগামীর দিনগুলি ভালো কাটুক এটাই প্রত্যাশা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্যে 🙂
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
বসন্ত বড় বেদনা বিধুর।
সাবিনা ইয়াসমিন
হ্যা।
শুভ কামনা 🌹🌹
সিকদার সাদ রহমান
মাননিয় স্পিকার আজকের দিনকে বিশ্ব ছ্যাকা দিবস হিসেবে গন্য করে সংসদে আইন পাশের প্রস্তাব কানাই। অন্যথায় সারা বাংলায় হরতাল দেয়া হবে।
সাবিনা ইয়াসমিন
স্পিকার বিরোধীদলীয় মতামত নিয়ে আইন প্রস্তাব নাকচ করে দিয়েছে। বাংলার জনগণ মাস্ক কিনতে ব্যস্ত, হরতাল চলবে করোনার বিদায় অনুষ্ঠানের পর 🙂
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
সুরাইয়া নার্গিস
হাসি পেল হাসলাম, তবে কষ্টও লাগলো।
সবধানতা অবলম্বন করা উচিত ছিলো।
সব মিলিয়ে দারুন লিখছেন,অনেক ভালো লাগছে আপু।
শুভ কামনা রইল আপনার জন্য
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই। ভালো থাকুন সারাক্ষণ 🌹🌹
সুরাইয়া পারভীন
এতো এতো ছ্যাঁকা খাওয়ার গল্প পড়ে কান্নার চেয়ে হাসিই পাচ্ছে বেশি। সরি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
নিজের মানুষ হয়েও হাসি পাচ্ছে! হায়রে, কপালই একটা!! ছ্যাঁকায় ছ্যাঁকায় একদম সোজা হয়ে গেলাম।
ভালো থাকুন সব সময় 🌹🌹
সুরাইয়া পারভীন
ছ্যাঁকা খাওয়ার গল্প যদি এতো মজার হয় তবে না হেসে থাকা যায় নাকি😛
ভালোবাসা অবিরাম আপু💜💜
রোকসানা খন্দকার রুকু।
এতদিন জানতাম ছ্যাঁকা বড় কষ্টের হয়।
আজ তো মজাই পেলাম;কেন তা বুঝতে পারছি না।।
নাচতে জানা মানুষ যদি ভেংচি কাটে সেটাও নাকি নাচের মুদ্রায় পরিনত হয়। এজনএজন্যই বোধহয় মজা লাগছে।