
অনির বউ হবে এই স্বপ্ন হৃদয়ে ধারণ করে একটু একটু করে বেড়ে উঠছিল রূপা। রূপার দুচোখে অনিকে ঘিরে অজস্র স্বপ্নের আনাগোনা। সদ্য কৈশোরে পা দেওয়া রূপা জানে না বিয়ে সংসার কাকে বলে? সে শুধু জানে অনির বউ হবে। রূপা যতো বেড়ে উঠছিল অনির প্রতি তার আকর্ষণ ততোই বেড়ে যাচ্ছিল।
রূপা তখন নবম শ্রেণীর ছাত্রী। বয়স ১৪/১৫ মাঝামাঝি। বিপদজনক সময়। প্রথম প্রেমে পড়ার বয়স। এবার অনির প্রতি রূপার আকর্ষণ প্রেমে রূপ নিলো। প্রথম রূপা অনুভব করলো যে সে অনির প্রেমে পড়েছে। অনির তখন যৌবনের শুরু। অনি দেখতে বেশ সুর্দশন। একবার যে দেখবে সেই প্রেমে পড়বে। আর তাছাড়া রূপা তো জানেই অনিই হবে তার বর।
রূপা যখন অনিকে বর ভাবছে , অনিকে নিয়ে মনে মনে সংসার সাজাতে শুরু করেছে ঠিক তখনই ঘটে গেলো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটা খবর যা অনির জন্য সুসংবাদ আর রূপার জন্য দুঃসংবাদ। অনির বিয়ে ঠিক হয়ে গেছে। দুদিন পরেই বিয়ের দিন ধার্য হয়েছে।
এই একটা খবর কালবৈশাখী ঝড়ের মতো তছনছ করে দিয়েছিল অনিকে নিয়ে মনে মনে সাজানো রূপার সংসার। তীব্র বজ্রপাতের আঘাতে যেমন ধ্বংস হয়ে যায় কোনো স্বপ্নীল সুখের ভবন ঠিক তেমনি ভাবে খান খান হয়ে গিয়েছিল রূপার হৃদয়। হীরা যেমন করে কেটে টুকরো টুকরো করে কাঁচ এই খবরটাও তেমনি করে টুকরো টুকরো করেছিল রূপার মন নামক বস্তুটি। ছোট্ট রূপার মানসিক অবস্থা কেমন হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
আহারে, রূপার মনে অনির বিয়ের খবরে কেমন তোলপাড় শুরু হয়েছিল, তা অনুমান করতে পাড়ি। তবে এই কষ্ট উপলব্দি করা সম্ভব নয়।
গল্প নতুন দিকে মোড় নিলো।
ভালো হচ্ছে গল্প।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
জীবনের প্রথম প্রেম ভুলা যায় না।
সেখানে অনির বিয়ের খবরে রুপার মাথা ভেঙে
পড়ার কথা।
দেখা যাক। আপু কোন দিকে নিয়ে যায়।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা।
ভালো থাকবেন সবসময়।
রেহানা বীথি
ওই বয়সে মনে একটু আধটু রোমান্টিকতা ভর করা স্বাভাবিক, তবে সেই রোমান্টিকতা যদি প্রেমের দিকে গড়ায়, আর যদি সেই প্রেমে এমন আচমকা আঘাত আসে, সদ্য প্রেমে পড়া মন ভেঙে খান খান হবারই কথা।
দেখা যাক পরবর্তীতে কি হয়!
সুরাইয়া পারভীন
সবার বলা কথা গুলোর থেকেই হয়তো এই বয়সে ভালোলাগেকে রূপা প্রেম বলে আখ্যায়িত করেছিল। আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
এই বয়সের ভালোলাগা, ভালোবাসা এমন আবেগী হয়। চলুক গল্প। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি। ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
এবারে বেশ,
আহা কত আন্তরিক শ্রমে একটি লেখা লেখা হয়ে ওঠে।
আপনি দমে যাওয়ার না, তাই চালু রাখুন।
সুরাইয়া পারভীন
এটুকুই তো আমার সম্বল
বেঁচে থাকার অবলম্বন
দমে গেলে চলবে কি করে?
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
এস.জেড বাবু
হীরা যেমন করে কেটে টুকরো টুকরো করে কাঁচ এই খবরটাও তেমনি করে টুকরো টুকরো করেছিল রূপার মন নামক বস্তুটি।
ভয়াবহ বর্ণনা-
মনে ধরেছে বেশ___
পরের পর্বের নাটকীয়তার অপেক্ষায়….
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
চমৎকার উপস্থাপন । প্রাঞ্জল শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
হালিম নজরুল
রূপার মনের কষ্ট দূর হয়ে যাক।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়