১/ অতি চালাকরাই নির্বোধ সেজে থাকে।
২/ পরিবারের কাছ থেকে যথাযথ মর্যাদা না পেলে মানুষ জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করে থাকে।
৩/ বিবাহ ইহা একটি অন্যতম ভালো কাজ এবং প্রতিভাধরদদের ক্ষেত্রে নিজেকে ধ্বংসের অন্যতম কারন।
৪/সেই বকধার্মিক যাদের কর্মে শয়তানী আর মুখে আল্লাহ।
৫/ বুদ্ধিমতী নারী সফলতার চাবিকাঠি।
৬/ হাতের পাঞ্জা বড় ছেলেরা লোভী হয়।
৭/ নিজের দূর্বলতার জায়গাটা গোপনে পরিবর্তন করে ফেলুন, আরাম পাবেন। কেউ আপনাকে আঘাত করার সুযোগ পাবে না।
৮/ আর একজন শিক্ষিত মানুষ, অশিক্ষিত মহিলার সাথে থাকতে থাকতে অশিক্ষিতের মতো আচরণ শুরু করে।
৯/ পোড় খাওয়া মানুষেরা যদি একবার ঘুরে দাঁড়ায়, তবে সত্যি তাদের টলানো কষ্টকর।
১০/ শুয়োরকে যতোই শ্যাম্পু দিয়ে গোসল করানো হোক না কেন, হারাম সব সময় হারামই।
#Department of ছবক থেকে প্রকাশিত
৩৭টি মন্তব্য
প্রহেলিকা
সংরক্ষণে রাখার মত ছবক। এতো কষ্ট করে যে চিরন্তন এই সত্যছবক আমাদের জন্য উপস্থাপন করেছেন তাতেই ধন্য।
***হাতের পাঞ্জা বড় ছেলেরা লোভী হয় এই ছবকটা ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলেন একটু দয়া করে।
ওয়ালিনা চৌধুরী অভি
তাঁরা হাতে সাধারনের চেয়ে বেশী নিতে পারে। একারনে একটি অভ্যাস হয়ে যায় এদের বেশী পাবার। আমার এবং আশেপাশের মানুষদের অভিজ্ঞতা থেকে এটি নেয়া । ধন্যবাদ আপনাকে।
প্রহেলিকা
ও আচ্ছা তাহলে ঠিক আছে। বুঝিয়ে না বললে আমি আবার বুঝি না। আমিওতো বাবার বড় ছেলে তাই মনের ভিতর খুতখুত করছিলো কি না কি বলে ফেললেন আবার, চোরের মন পুলিস পুলিস এমন আর কি।
ওয়ালিনা চৌধুরী অভি
😀
আগুন রঙের শিমুল
আমি ৬ ফিট লম্বা তালগাছ , হাতের পাঞ্জা কেম্নে ছোট করমু ;( ;(
ওয়ালিনা চৌধুরী অভি
সরল সমীকরণ, যাদের পাঞ্জা বড়, তাঁরা হাতে বেশী নিয়া মুখে দিতে পারে। আমার যে পাঞ্জা তাতে আমি ৫ বারে যতটা নেবো, পাঞ্জা বড়রা তা নিবে ২ বারে 🙂
অলিভার
২ নম্বরটার সাথে সহমত হতে পারলাম না। আর ৬ নম্বরটার উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেবেন কি?
ওয়ালিনা চৌধুরী অভি
একমত হতেই হবে কেনো ?
সরল সমীকরণ, যাদের পাঞ্জা বড়, তাঁরা হাতে বেশী নিয়া মুখে দিতে পারে। আমার যে পাঞ্জা তাতে আমি ৫ বারে যতটা নেবো, পাঞ্জা বড়রা তা নিবে ২ বারে 🙂
ছাইরাছ হেলাল
আপনাকে কি ছবক রানী বলতে হবে ?
ওয়ালিনা চৌধুরী অভি
এখন তো কেবল শুরু, রাজকুমারী বলা যেতে পারে :p রানীর অভিজ্ঞতা অনেক বেশী থাকে।
জসীম উদ্দীন মুহম্মদ
আমার কাছে বাণী চিরন্তনীর মত মনে হল ——।। অভিনন্দন ।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনাকেও অভিনন্দন ।
শুন্য শুন্যালয়
আপনার ডিপার্টমেন্টে যোগদান করতে হলে কি করতে হবে আপু?
সত্যি কথা তিতাও ভালো।
চালু থাকুক। 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
আবেদন পত্র জমা দিতে হবে সোনেলার মডু বরাবরে 🙂 , সত্যি কথা তিতাও ভালো , চলবে ।
মা মাটি দেশ
শুয়োরকে যতোই শ্যাম্পু দিয়ে গোসল করানো হোক না কেন, হারাম সব সময় হারামই। -{@ (y)
ওয়ালিনা চৌধুরী অভি
ছবক তাহলে ভালো ভাবেই আয়ত্বে নিয়েছেন দেখা যাছে 🙂
মোঃ মজিবর রহমান
সুন্দর ছবক আপুমনি।
খুব ভাললাগ্ল।
আন্তরিকভাবে ধন্যবাদ।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনাকেও -{@
লীলাবতী
৬/ হাতের পাঞ্জা বড় ছেলেরা লোভী হয়। 🙂 পাত্র দেখার পুর্বে এখন আমার চোখ প্রথম দেখবে পাত্রের পাঞ্জা বড় কিনা :p
ওয়ালিনা চৌধুরী অভি
দেখে নিবেন, দেখে নিবেন :p
বনলতা সেন
আরে ভাই এইটি কী বললেন !
৫/ বুদ্ধিমতী নারী সফলতার চাবিকাঠি।
আমি যে কম বুদ্ধির মানুষ ,আমার কী হপে ? আপনাকে কিন্তু পাচ্ছিনে ঠিকঠাক ভাবে ।
কিন্তু শেষেরটি দারুণ ।
ওয়ালিনা চৌধুরী অভি
বুদ্ধি হয়ে যাবে, চিন্তা করবেন না 🙂 ব্যস্ততা আমাকে দিচ্ছেনা অবসর 🙁
মোঃ মজিবর রহমান
দিদি মহিলা হলেই হেবেনে
\|/
ওয়ালিনা চৌধুরী অভি
? ? ? ^:^
আদিব আদ্নান
ভয় পাইছি । এবারের মত ছাইর্যা দ্যান গো ।
ওয়ালিনা চৌধুরী অভি
ভয় পেলেও কিছু করার নেই জনাব, ছবক চলবে 🙂
সিনথিয়া খোন্দকার
মারছে! কি কন এইগুলা? কোনও কোনওটা অবশ্য আমিও মানি। তবে কোনগুলা সেইটা কমু না। 😉
বিঃ দ্রঃ হাতের পাঞ্জা আমারো বিরাট। ভাগ্যিস আমি ছেলে না। :p
ওয়ালিনা চৌধুরী অভি
আমাদের পাঞ্জা বড়ো হলে সমস্যা নেই :p
জিসান শা ইকরাম
ছবক ২ ভালো হইছে
যদিও মৃদু আপত্তি আছে দু একটায় ।
ওয়ালিনা চৌধুরী অভি
আপত্তি না থাকলে মজা নেই আব্বা 🙂
ব্লগার সজীব
ম্যাডাম হাতে লাঠি কেনো ? 🙁 ছবক মুখস্থ করেছিতো 🙁
ওয়ালিনা চৌধুরী অভি
মন দিয়ে লেখা পড়া করো বাছা 😛
শিশির কনা
কঠিন ছবক 😛
ওয়ালিনা চৌধুরী অভি
মনে রাখতে হবে কিন্তু 🙂
নীলাঞ্জনা নীলা
চমৎকার ছবক। সবার পাঞ্জা দেখতে হবে এখন থেকে 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
দেখতে থাকুন, দেখতে থাকুন 🙂