একটা ছড়া দৌড়ে ছোটে
একটা ছড়া হাঁটে
একটা ছড়া মনের ঘরে
আস্তে জাবর কাটে।
একটা ছড়া স্বপ্ন দেখে
একটা ছড়া ঘুমায়
একটা ছড়া খাতার ভাঁজে
আলতো করে চুমায়।
একটা ছড়া ধর্ম শেখায়
একটা কর্মে হাঁটা
একটা ছড়া গান গায় আসার
একটা জানায় টাটা।
একটা ছড়া হাসায়-কাঁদায়
একটা ছড়া রাগায়
একটা ঘুমায় নদীর বুকে
একটা চাঁদের আগায়।
একটা ছড়া পাখির ঠোঁটে
একটা ছড়া ফুলে
একটা ছড়া খোকন সোনা
অন্তরে নেয় তুলে।
একটা ছড়া পাতায় ভরা
একটা ছড়ায় বিন্দু
একটা ছড়া গল্প আঁকে
বিরাট বিষাদসিন্ধু।
—————0 0————-
২৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
একেকটা ছড়া একেকটা কাজ করে!
মুগ্ধ হলাম ভাই।
শুভ কামনা।
হালিম নজরুল
দুপুরে ঘুমুতে গিয়ে হল না।
বিনিময়ে ছড়াটি হল।
সুপায়ন বড়ুয়া
“একটা ছড়া দৌড়ে ছোটে
একটা ছড়া হাঁটে
একটা ছড়া মনের ঘরে
আস্তে জাবর কাটে।”
বন্ধু আমার ছড়া লিখে
সোনেলার মাঠে।
খুব সুন্দর হল। শুভ কামনা।
হালিম নজরুল
হা হা হা———
দারুণ প্রেরণা দাদা।
সুপর্ণা ফাল্গুনী
এমনভাবে লিখলেন যেন এক একটি বাচ্চা এমন করছে। 🙂 :)। দারুন লাগলো ভাইয়া। শুভ কামনা রইলো
হালিম নজরুল
ওদের জন্য মাঝেমধ্যেই লিখি দিদি।
সাদিয়া শারমীন
দারুণ! ছড়া গুলো পড়তেও ভালো লেগেছে।
হালিম নজরুল
পড়ার জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
কবিতায় সুন্দর ছড়া।
কত সহজে সুন্দর করে বলা।
হালিম নজরুল
বিষয় নির্বাচনে ছড়া পেলাম না।
তাই কবিতায় ঢুকিয়ে দিলাম।
ছাইরাছ হেলাল
ছড়া বিভাগ নেই, দেখি কী করা যায়।
সে পর্যন্ত বিভাগে কবিতা লিখে পোস্টে ছড়া উল্লেখ করে দিতে পারেন। ধন্যবাদ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
ছড়া বিভাগ আপনার সৌজন্যে।
হালিম নজরুল
কৃতজ্ঞতা কবি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বেশ সুন্দর ছড়া।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
প্রদীপ চক্রবর্তী
চমৎকার শব্দচয়নে ছড়া।
ভালে লাগলো দাদা।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ দাদা।
ফয়জুল মহী
অসাধারণ একটি লেখা । লেখা ভালো লেগেছে।
হালিম নজরুল
সবসময় প্রেরণা দেবার জন্য কৃতজ্ঞতা রইল ভাই।
মাহবুবুল আলম
নজরুল ভাই!
ছড়াটি অনেক সুন্দর হয়েছে!
শুভেচ্ছা জানবে।
হালিম নজরুল
শুভেচ্ছা ও ভালবাসা ভাই।
ইঞ্জা
এ যেন গুচ্ছ ছড়া পড়লাম ভাই, খুব ভালো লাগলো।
হালিম নজরুল
ধন্যবাদ ভাইজান।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাই।
শামীম চৌধুরী
বাহ চমৎকার ছন্দের নাচ। ভাল থাকবেন প্রিয় কবি।
হালিম নজরুল
আমি একা ভাল থাকিনা। এজন্য আপনাদের ভাল থাকাও জরুরী।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ ছন্দে ছন্দে
ছড়ার ছড়াছড়ি
দারুণ লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ভালবাসা অফুরান।