ছড়ার প্রকৃতি

হালিম নজরুল ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৫:১৫:২১অপরাহ্ন ছড়া ২৯ মন্তব্য

 

একটা ছড়া দৌড়ে ছোটে
একটা ছড়া হাঁটে
একটা ছড়া মনের ঘরে
আস্তে জাবর কাটে।

একটা ছড়া স্বপ্ন দেখে
একটা ছড়া ঘুমায়
একটা ছড়া খাতার ভাঁজে
আলতো করে চুমায়।

একটা ছড়া ধর্ম শেখায়
একটা কর্মে হাঁটা
একটা ছড়া গান গায় আসার
একটা জানায় টাটা।

একটা ছড়া হাসায়-কাঁদায়
একটা ছড়া রাগায়
একটা ঘুমায় নদীর বুকে
একটা চাঁদের আগায়।

একটা ছড়া পাখির ঠোঁটে
একটা ছড়া ফুলে
একটা ছড়া খোকন সোনা
অন্তরে নেয় তুলে।

একটা ছড়া পাতায় ভরা
একটা ছড়ায় বিন্দু
একটা ছড়া গল্প আঁকে
বিরাট বিষাদসিন্ধু।

—————0 0————-

৭৪০জন ৬০০জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ