চোখের খোঁজে চোখ পেতেছি , একটি দীঘল কালো চোখ । যে স্বপ্ন স্বপ্নচোখের সাঁকো বেয়ে ছুঁয়ে যায়
পূর্বের-পশ্চিম দক্ষিন-উত্তর ভুত–ভবিষ্যৎ থেকে বর্তমান পর্যন্ত , সব সব ।
যে চোখ দিয়ে তাকালে আমি আমাকেই দেখব নিয়ত ।
অব্যর্থ নিয়তি , আগুনে ফেরা হবে না জানি , ধীরতায় অপেক্ষা তবুও । বুক পকেটে একতাল কয়লা এঁটে
আমিও অমর হব মৃতের স্বাদ বুকে চেপে ।
২২টি মন্তব্য
যাযাবর
এমন চোখ খুজে পান আপনি কামনা করছি । নাকি খুজে পেয়েছেন ?
আদিব আদ্নান
অমর হলে পেয়ে যাব অমন চোখ , এখন অপেক্ষা শুধু ।
হতভাগ্য কবি
কামনা করি যেন আপনি অমর হতে পারেন।
আদিব আদ্নান
শুধু কামনা করলে তো হবে না , চাই সঞ্জীবনী সুধা ।
পেলে জানাতে ভুল করবেন না যেন ।
যাযাবর
অমরত্ব পান , কিন্তু কয়লা এটে কেন ?
আদিব আদ্নান
অমরত্ব সে আমি পাবই ,এ জন্যই বুকে কয়লা ,
আগুন জ্বালাতে হবে যে । অনেক অনেক আগুন ।
ছাইরাছ হেলাল
আপনার লেখা পড়ে ভয় পাই ।
মৃতের স্বাদ নিতে চান !
ভয়ানক ঘটনা ।
আদিব আদ্নান
আরে ভয়ের কিছু নেই ।
মৃত্যু সে তা চিরন্তন , একটু চেখে দেখতে চাই মুখোমুখি হয়ে ।
জিসান শা ইকরাম
অব্যর্থ নিয়তি , আগুনে ফেরা হবে না জানি , ধীরতায় অপেক্ষা তবুও —- দারুন লাগলো
মৃত্যু পরবর্তী আকাঙ্ক্ষা নাকি ভাই ?
আদিব আদ্নান
মৃত্যুহীন জীবনের সামান্য আকাঙ্ক্ষা মাত্র ।
বনলতা সেন
এ রকম অপেক্ষা করতে পারা খুব ই কঠিন ।
তবুও মৃত্যুহীন জীবনের ভাবনা দেখে ভাল লাগল ।
আদিব আদ্নান
চোখটি যে খুঁজে পাচ্ছি না ,
হাল ছেড়ে দিতে পারব না কিছুতেই ।
"বাইরনিক শুভ্র"
শুভ কামনা আপনার জন্য। সফল হউন ।
আদিব আদ্নান
সফল ! হলে আপনাকে কিন্তু অবশ্যই জানাব ।
অন্তরা মিতু
চোখের খোঁজে চোখ পেতেছি
প্রথম লাইনেই বাজিমাত ……….
আদিব আদ্নান
লিখে বাজিমাত করে কী হবে ,
চোখ যে পাচ্ছি না ।
শিশির কনা
আমিও চাই এমন এক চোখ , খুজে পেলে জানিয়েন আমাকে 🙂
আদিব আদ্নান
এমন অপেক্ষা আপনি করতে পারবেন বলে মনে হয় না ।
তবে চোখের ঠিকানা আপনার ঠিকানায় ঠিক পৌছে যাবে সে নিশ্চয়তা দিচ্ছি ।
কৃন্তনিকা
“যে স্বপ্ন স্বপ্নচোখের সাঁকো বেয়ে ছুঁয়ে যায়
পূর্বের-পশ্চিম দক্ষিন-উত্তর ভুত–ভবিষ্যৎ থেকে বর্তমান পর্যন্ত , সব সব ।”
সবাই খুঁজে বেড়াচ্ছি সেই চোখকে… হায়…
ভালো লাগলো 🙂
আদিব আদ্নান
সবাই খুঁজে বেড়ালেও অধরা থেকে যাচ্ছে সে চোখ ।
স্বপ্নে খুঁজে নেয়া স্বপ্নচোখ সহজ নয় মোটেই ।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
ভাইয়া, কবিতাটা পড়ে একটা কথাই বলব,
“আপনি একেবারে আমার মনের কথাটা বলে দিয়েছেন… এই থীমের উপর একটা কবিতা লেখার ইচ্ছে ছিল। আপনারটা পড়ে এখন ভাবছি লিখেই ফেলব… 🙂
ছাইরাছ হেলাল
আপনার লেখার অপেক্ষা করছি এখনও ।