চোখ

আদিব আদ্‌নান ২৫ জুন ২০১৩, মঙ্গলবার, ১০:১৭:০৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

চোখের খোঁজে চোখ পেতেছি , একটি দীঘল কালো চোখ । যে স্বপ্ন স্বপ্নচোখের সাঁকো বেয়ে ছুঁয়ে যায়
পূর্বের-পশ্চিম দক্ষিন-উত্তর ভুত–ভবিষ্যৎ থেকে বর্তমান পর্যন্ত , সব সব ।
যে চোখ দিয়ে তাকালে আমি আমাকেই দেখব নিয়ত ।

অব্যর্থ নিয়তি , আগুনে ফেরা হবে না জানি , ধীরতায় অপেক্ষা তবুও । বুক পকেটে একতাল কয়লা এঁটে
আমিও অমর হব মৃতের স্বাদ বুকে চেপে ।

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ