চিন্তিত ( ম্যাগাজিন)

রাফি আরাফাত ১১ মে ২০১৯, শনিবার, ০১:১৬:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
  • অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো, অনাকাঙ্ক্ষিত সময়ে সংঘটিত হয়।যখন আমি পরিবারকে সামলাতে ব্যাস্ত, তখন তুমি বিয়ে নিয়ে চিন্তিত।যখন আমি ভবিষ্যত নিয়ে চিন্তিত, তখন তুমি আমার উপার্জন নিয়ে ক্ষিপ্ত।তোমার বিয়ে ঠিক যেদিন হলো, সেদিন তুমি আমাকে বললে কিছু একটা করো। আমি বললাম,চিন্তা করোনা।যেদিন তোমার এনগেজমেন্ট, তুমি বললা সব কি শেষ? আমি বললাম ধৈর্য ধরো। কাল তোমার বিয়ে,তুমি বললে ভালো থেকো,নিজের খেয়াল রেখো। আমি বললাম,সব ঠিক হয়ে যাবে,ভালো থেকো।তোমার বিয়ে হয়ে গেছে।চলে গেছো তুমি। আজ কেউ আর কোন চাপ দেয় না। কেউ বলেনা চাকরি কবে করবা। কেউ বলেনা কিছু একটা করো। কিন্তু আজ আমি চাই সেসব শুনতে। কে শুনাবে আমাকে এসব? আজ চিন্তার কারনগুলো নেই বলে আমি অনেক বেশি চিন্তিত।

৬৭৯জন ৫৬৯জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ