অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো, অনাকাঙ্ক্ষিত সময়ে সংঘটিত হয়।যখন আমি পরিবারকে সামলাতে ব্যাস্ত, তখন তুমি বিয়ে নিয়ে চিন্তিত।যখন আমি ভবিষ্যত নিয়ে চিন্তিত, তখন তুমি আমার উপার্জন নিয়ে ক্ষিপ্ত।তোমার বিয়ে ঠিক যেদিন হলো, সেদিন তুমি আমাকে বললে কিছু একটা করো। আমি বললাম,চিন্তা করোনা।যেদিন তোমার এনগেজমেন্ট, তুমি বললা সব কি শেষ? আমি বললাম ধৈর্য ধরো। কাল তোমার বিয়ে,তুমি বললে ভালো থেকো,নিজের খেয়াল রেখো। আমি বললাম,সব ঠিক হয়ে যাবে,ভালো থেকো।তোমার বিয়ে হয়ে গেছে।চলে গেছো তুমি। আজ কেউ আর কোন চাপ দেয় না। কেউ বলেনা চাকরি কবে করবা। কেউ বলেনা কিছু একটা করো। কিন্তু আজ আমি চাই সেসব শুনতে। কে শুনাবে আমাকে এসব? আজ চিন্তার কারনগুলো নেই বলে আমি অনেক বেশি চিন্তিত।
১৭টি মন্তব্য
শামীম চৌধুরী
চিন্তায় থাকুন। চিন্তা থেকেই যদি কিছু একটা হয়।
তবে আপনাকে স্যালুট। কারন বাস্তবমুখী একজন মানুষ আপনি। আবেগে কাজ না করে নিজের প্রতি সচেতন ছিলেন বলে আজ আপনাকে নতুন করে চিন্তা করতে হচ্ছে।
ভালো লাগলো গল্পটা। আরেকটু দীর্ঘ হলে ভালো লাগতো আমার কাছে। সাথে সাথে চিন্তা আরও বাড়তো।
ধন্যবাদ ভাই আপনার চিন্তা ভাবনা শেয়ার করার জন্য।
রাফি আরাফাত
অনেক অনেক ধন্যবাদ! অনুপ্রেরণা।
মোঃ মজিবর রহমান
কেউ নেই শুনাবার, কেউ নেই জ্বালাবার
নিঃস্ব, জ্বালাত্বনহীন চুপ থাকার সময়।
রাফি আরাফাত
জি ভাই!
জিসান শা ইকরাম
পড়লাম আপনার লেখা। এটি ম্যাগাজিনের জন্য লিখেছেন। কিন্তু এটি কোন বিভাগে যাবে?
ম্যাগাজিন সম্পর্কে ষ্টিকি পোষ্ট আছে দুটো। নিয়মাবলী একটু পড়ুন।
রাফি আরাফাত
একান্ত অনুভূতি দিছি তো ভাই।
লীলাবতী
ভাইয়া আপনার লেখাটি আমার পোষ্টে কোথায় আপডেট দেবো বলুনতো?
ই-ম্যাগাজিন পোষ্টটি কষ্ট করে দেখুন একবার।
রাফি আরাফাত
ওহ! বাদ দেন কেমন।
মনির হোসেন মমি
চমৎকার অনুভুতি।
রাফি আরাফাত
ধন্যবাদ
লীলাবতী
আমি চিন্তিত আপনার লেখা নিয়ে। এত ভালো লেখেন অথচ অচিরেই আপনার লেখা অনেকেই পড়বেন না। আপনি যেমন অন্যের কোনো লেখা দেখেন না, ভবিষ্যতে আপনার লেখাও অন্য কোনো ব্লগার নাও দেখতে পারেন।
প্রমানঃ আপনার করা গত পাঁচটি মন্তব্য সব আপনার লেখার জবাব।
লেখকের সর্বশেষ মন্তব্য
রাফি আরাফাত-এর মতিন মিয়া (০৭) পোস্টে
রাফি আরাফাত-এর চিন্তিত ( ম্যাগাজিন) পোস্টে
রাফি আরাফাত-এর চিন্তিত ( ম্যাগাজিন) পোস্টে
রাফি আরাফাত-এর চিন্তিত ( ম্যাগাজিন) পোস্টে
রাফি আরাফাত-এর অবন্তী বলেছিল কাল এসো ( ম্যাগাজিন) পোস্টে।
নিজের লেখা অন্যদের পড়াতে হলে অবশ্যই অন্যর লেখা আপনার পড়তে হবে। ভুল বললাম নাকি ভাইয়া?
রাফি আরাফাত
আপনি ভুল বলেন নি,ভুলটা আমার। আসলে সবার লেখা পড়ি আমি। মন্তব্যও করি। কিন্তু আসলে আমার পরিক্ষা চলছে। আগামি ১৩ তারিখ শেষ হবে। তাই আমি এখানে আসলেও তেমন কোন সময় দিতে পারিনা। তাই এমন হয়েছে। আসলে আমি দুঃখিত। দয়া করে ভুল বুজবেন না। ইচ্ছা করে এমন করিনি। আর আপনি ভুল কিছু বলেন নি। যা বলছেন ঠিকি বলছেন।
লীলাবতী
যারা নিজের ভুল অকপটে মেনে নেয় তারা অত্যন্ত ভালো মানুষ। আপনি এখন হতে আমার একজন প্রিয় ভাইয়া হয়ে গেলেন 🙂
রাফি আরাফাত
আপুনি ভুল না ধরলে কে ধরবে হুম।☺
শামীম চৌধুরী
শতভাগ সত্য
আরজু মুক্তা
চিন্তা বাদ দেন!!ডঃ ফস্টাসে পড়েছি”চি ছেরা ছেরা”!
যা হবার তা হবে!
রাফি আরাফাত
হাহাহা। আমার সব কল্পনা। তবে জীবন তো একটাই! এতো চিন্তা করে কি হবে। ধন্যবাদ।