(ভয়)
সাদা মেঘে নীলান্তিকার নীল ছেয়েছে হায়
সবুজ পাতার অন্ধকারে ঘোরের রাজ্য ধাই
এমন প্রহর আমার জন্য নিয়োগ দিলো কে
এমন প্রহর ভয় ধরালো আলোক সীমান্তে।
(দহন)
চারপাশে আগুনের মতো প্রজ্জ্বলিত আলো’
আমাকে ছুঁয়ে যায় সারাক্ষণ
সে আলোয় ভেসে চলেছি
যে আলো আমার নয়,তবুও পোঁড়ায়।
(ভোরের দেশ)
এমন ভোরের দেশে না গিয়েছে যে
এমন অনীল স্রোতে না ভেসেছে যে
সে পায়নাই স্নিগ্ধ পরশ
রুপোলী আলোয় জেগে থাকা বর্নীল আকাশ
ধোয়াশার মতো অস্পষ্ট তাল বৃক্ষ/
(বোধ)
একদিন আলোকিত বোধ হবো
কঁচি হাতের মাপকাঠি নিরুপন হউক সেই স্বপ্নের মতো
একদিন অন্ধকারের জঠরে আলোর সানাই আনবো
এমন হাসি মাখা মুখে গন্তব্য এঁকে যাই হাতে হাতে পায়ে পায়ে
একটু থেমেছি ক্ষতি কি
সময় না থামুক।
(নির্জনতা)
এ এক নিভৃত নির্জন প্রেক্ষাপট
আকাশের গহীনে অসংখ্য আকাশ
মৃদু আলোয় ঘনীভূত মায়াবী অন্ধকার
বিচরিত রংধনু আর্ট
অথৈ জল
অদৃশ্য অথচ শানিত ঝংকার
বহুদূর হতে পেয়েছি কাছে-স্পর্শে ধন্য।
(মুগ্ধ)
মুগ্ধতা কাকে বলে জানো_
তুমি জানোনা নিথর পায়ের খয়েরী আলোয় কি জেগেছে
নুপুরে নন্দিত শিহরন
মুগ্ধতা মানে ভালোবাসা
ছুঁয়ে দেখার কাঙ্ক্ষিত প্রয়াস
যে আলোয় আলতা রাঙা পায়ে ডেকেছো আমায় চেয়েছো আমায় মুগ্ধ হয়েছি তাতে।
(মা)
তোমার চোখে কিসের ছায়া মাগো
ওই ছায়াটা এমন শীতল কেনো
সকল গ্লাণি দূরের দেশে ধায়
তোমার চোখে চেয়ে।
(আদর)
তোমার অমন কোমল ঠোঁটে
আদর আলতো দিলাম মাগো
আমায় তুমি বাবা বলে ডেকো
বুকের জমিন তোমার জন্য রাখা
তোমার জন্য অসীম তারার ভাষায়
আশার সলতে জাগিয়ে রাখি মাগো।
(কবি গুরু)
কালো চোখ ঢেকে যাক অন্য কালোতে
ত্রৈত্ত্ব সাদার পাহার কালোর পেছনে
বাকিটা রঙিন অথবা বর্নবিহীন
আমি কবি গুরু রবীন্দ্র
তোমাদের জন্য লিখেছি সাদা কালো রঙিন ইতিহাস।
(রহস্য)
চারটি দেহের চারটি ছায়া
একটি দেহ অন্য
সেই দেহটি ছায়াহীন স্পন্দনহীন
তাই মৃত্যু দেহহীন প্রানহীন
এক অনাদি অনন্ত অদৃশ্য আবছায়া।তাহারে দেখা যায়না।
১৭টি মন্তব্য
আরজু মুক্তা
কি ওয়ার্ড এর সাথে,কবিতা পড়তে ভালো লাগলো
মাসুদ চয়ন
ধন্যবাদ আপু,সময় নিয়ে পাঠ করার জন্য
মোঃ মজিবর রহমান
কাব্য গুল বেশ ভাল লেগেছে।
মাসুদ চয়ন
ধন্যবাদ পাঠ করার জন্য
শিরিন হক
এখন আর আবৃত্তি করিনা যদি করতাম তে এটা করার চেস্টা করতাম।
ভালো লাগলো।
মাসুদ চয়ন
ধন্যবাদ আপু।আবৃত্তি একটা আর্ট।শুভেচ্ছা আপনার জন্য।
মাসুদ চয়ন
আবৃত্তি করলে করতে পারেন আপু।
শিরিন হক
সেই গলা এখন ঘরে চিল্লাচিল্লির কাজে ব্যাবহার করছি। আবৃত্তি করলে আশেপাশের মানুষ ভেবে নিবে এটাও মনে হয় আমার চিল্লানোর একটা পার্টি।
মনির হোসেন মমি
(নির্জনতা)
এ এক নিভৃত নির্জন প্রেক্ষাপট
আকাশের গহীনে অসংখ্য আকাশ
মৃদু আলোয় ঘনীভূত মায়াবী অন্ধকার
বিচরিত রংধনু আর্ট
অথৈ জল
অদৃশ্য অথচ শানিত ঝংকার
বহুদূর হতে পেয়েছি কাছে-স্পর্শে ধন্য।
৷৷সত্যিই৷ মুগ্ধ!
চিত্রনাট্যের এমন লেখা সম্পূর্ণ ব্যাতিক্রম কবিতা।
শামীম চৌধুরী
অসম্ভব সুন্দর।
মাসুদ চয়ন
অনেক ধন্যবাদ
মাসুদ চয়ন
ভালোবাসা
সঞ্জয় মালাকার
খুব সুন্দর অনুভূতি, কবিতা পড়ে মন মুগ্ধ,
ধন্যবাদ দাদা শুভ কামনা 🌹🌹
মাসুদ চয়ন
ধন্যবাদ
রেহানা বীথি
প্রতিটি লেখাই ভালো লাগলো খুব
মাসুদ চয়ন
ধন্যবাদ পাঠ করার জন্য
জিসান শা ইকরাম
কোনটা রেখে কোনটা ভালো বলি!
শুভ কামনা।