চিঠিপত্র(প্রতিযোগিতা)

মোঃ মজিবর রহমান ৮ মার্চ ২০১৭, বুধবার, ০২:৫৭:২৩অপরাহ্ন বিবিধ ৩৬ মন্তব্য

 

প্রাপক,

ঊর্ধ্বলোকে

ওগো মা আর কত দিবে আদর? এতো আদর তো আর সইবেনা মাগো। দেবে যখন বিধি ডাক, রিক্ত হস্তে বসে কাদবে আপন ঘরে।

ওগো মোর দেশ-মাটি, কেন দাও এত প্রেম? এতো প্রেম আর সইবেনা, যখন বিধি দেবে ডাক পারবেনা আর দিতে প্রেম।

ওগো মোর প্রিয়তমা, কেন এলে জীবন শেষে?একটুখানি অনুভুতি আর বিলাস নিয়ে, কিন্তু আর কয়দিন তোমার কোলে মাথা নুয়ে থাকব।

সব বাঁধন মোদের ছাড়তে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করে।

 

ইতি

মর্ত্যলোক।

 

৬৩৪জন ৬৩৪জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ