
আমরা মানুষ বলেই আমাদের অনন্ত ক্ষুধা,
আমাদেরকে টেনে নামায় নিঃসীম শূণ্যতায়…
হাহাকারের অনির্বাণ জ্বেলে ছুঁড়ে দেয় কুণ্ডলী শিখায়..
আমরাও নির্বোধের মতো জ্বলে অঙ্গার হই অহর্নিশ।
সব পেয়ে ও হারানোর ভয়ে কুঁকড়ে যাই।
অতৃপ্ত আঁজলার ফাঁকে প্রাপ্তির ফোয়ারা গলিয়ে যায়,
না পাওয়ার নামতা গুনতে গুনতে প্রাপ্তি যা ছিলো সময়ের ধূলিকণায় সমস্ত ফিকে হয়।
মানুষ বলেই অতীতের দর্পণে যৌবনের সৌর্য খুঁজে বেড়াই।
দর্পণতো শুধু শুধরে দেওয়ার কৌশল শেখায়।
ঝুলে যাওয়া চামড়া টানটান করার ব্যর্থ প্রয়াস- বড়জোর প্রসাধণের হরদম বিক্রি বাড়ায়।
মনের সতেজতা শুধু সৎকর্মের ভারে চিরতরুণ রয়।
শরীরের বয়স মনের বয়সকে ছুঁই ছুঁই করে বলেই আমরা হেরে যাই যুগপৎ পরিক্রমায়।
ভালো কাজের ঝুলিটার ভার মরে অমর হওয়ার আয়ুর্বেদ ঔষধ বানায়।
আমরা ভুলে যাই নিজ দায়িত্ব,প্রাণীকুলের শ্রেষ্ঠত্ব!
তাই বেহিসেবী আহারে পাকস্থলী ক্লান্ত।
ধমনীর প্রতিটি নালী যখন অপ্রয়োজনীয় চর্বিতে সয়লাব,
তখন দুঃস্বপ্নই থেকে যায় আমাদের চিরসবুজ দীর্ঘায়ু লাভ ।
প্রকৃতির আনাচকানাচ আমাদের পদচারণায় মুখর,
মানতে পারিনা বন্যেরা বনে সুন্দর ।
তাদের সীমানায় ও আমারা অস্থায়ী তাবু খাটাই।
একবার ও ভাবিনা ওরা কতোটা শংকিত হয়!
আমরা মানুষ বলেই আমাদের চাহিদার অন্ত নেই।
আমাদের চিত্তের হর্ষণ, রসনার তৃপ্তি লোভের কাছে বরাবরই হেরে যায়।
০৬/০৯/২০২০ইং
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সহমত আপনার সাথে আপু। অনন্ত ক্ষুধা আমাদের। তাইতো ক্ষুধা নিবারণ করতে তো পারিইনা উল্টো লোভে পড়ে নিজের মনুষ্যত্ব, সততা, ধর্ম বিলিয়ে দেই অবলীলায়। অতি লোভের বলি হয় প্রকৃতি, বন্যের প্রাণীকুল । কতোটা নিকৃষ্ট হলে এমনটা করতে পারে! ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
খাদিজাতুল কুবরা
দিদি ভাই প্রথম হওয়ার জন্য শুভেচ্ছা এবং সবসময় অনুপ্রাণিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ।
আপনি ও সবসময় ভালো থাকুন।
রেজওয়ানা কবির
আমরা অনন্ত ক্ষুধা চাইলেও নিবারন করতে পারি না।যত পাই,মনে হয় তার চেয়ে আরও বেশি যেন পাই।সব পাওয়া হয়ে গেলেও ভয় পাই হারানোর। অসাধারণ শব্দচয়। খুব বাস্তবতা, ভালো লাগল। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং
কৃতজ্ঞতা জানবেন আপু।
পাওয়া না পাওয়ার নামতা গুনতে গুনতে আমাদের বেলা ফুরায় অবেলায়।
সাবিনা ইয়াসমিন
প্রাণীকুলের মাঝে আমাদেরই চাহিদা বেশি, ক্ষুধা বেশি। আমাদের মতো আর কোন প্রাণীই চাহিদার বেশি চায় না। প্রয়োজনীয় রসদ যোগাড়ের পর খুঁজে দেখে না অন্যের হাতে কি আছে। আর আমরা মানুষ! আমাদের চাহিদার শেষ নেই। পেটের ক্ষুধা নিবারণে খেয়ে ফেলি জগতের অখাদ্য গুলোও, সম্পদের ক্ষুধায় আপন জন্মদাতার রক্তপান করতেও দ্বিধা করিনা। চোখের ক্ষুধা, মনের ক্ষুধা, লোভের ক্ষুধা নিবৃত্ত করতে কত কি-ইনা করি হিসাবে/ বেহিসেবী হয়ে।
অযাচিত চাহিদা গুলোর বাস্তবিকতা কঠিন ভাবে ফুঁটে উঠেছে আপনার লিখনিতে। খুব ভালো লাগলো পড়ে।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আমার লেখার চেয়ে ও আপনার মন্তব্য সুন্দর হয়েছে আপু।
এরকম সুন্দর মন্তব্য শুধুই অনুপ্রেরণা হয়ে থাকবে কলমের জন্য।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন আপু।
রেহানা বীথি
এই অসীম ক্ষুধা প্রাণীকূলের শ্রেষ্ঠদের কোথায় টেনে নামাচ্ছে, তা একবারও ভাবার সময় নেই যেন। চমৎকার লিখেছেন আপু।
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানবেন আপু।
ভালো থাকুন সবসময়।
আপনার পরবর্তী গল্প পড়ার অপেক্ষা করছি।
রোকসানা খন্দকার রুকু
কাল শামিম ভাই এর লেখায় পড়লাম বাঘ পেট ভরা থাকলে সম্ভাবত তিনমাস খায় না। শুধু আমরাই চাহিদার বাইরে যাই।শুধু খাদ্য না, সব রকম চাহিদা।একের পর এক বাড়তে থাকে।আর তার জন্য সকল অন্যায় করতে দ্বিধা বোধ করিনা।বুঝতেও চাইনা যে এতে কেউ শঙ্কিত হয়।
দারুন অভিব্যক্তি। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
রুকু আপনার সুন্দর বিশ্লেষণ আমার লেখাটিকে পূর্ণতা দিয়েছে।
খুব ভালো থাকুন।
তবুও আশা আপনাদের মতো মানুষ আছে এখনো।
অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা আপনার জন্যও॥। ভালো থাকুন।।
ছাইরাছ হেলাল
সবুজ সতেজ আনন্দময় প্রকৃতির দিকে তাকিয়ে যদি আমরা কিছুটা শিক্ষা নিতে পারতাম ,
আমাদের পৃথিবীটা আমাদের অভয়ারণ্য হয়ে যেত এক নিমিষেই।
খাদিজাতুল কুবরা
একদম তাই।
আমার বাড়ির কাছাকাছি একটি মাঠ আছে, সম্প্রতি এটিকে উদ্যান বানানো হয়েছে। মানুষের অতিরিক্ত পদচারণায় উদ্যানটি উদ্যান হয়ে উঠতে পারছিলোনা। এখন করোনা সিচুয়েশনে উদ্যানটি বন্ধ রয়েছে। সেদিন পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম গাছপালা বড় হয়ে উদ্যানটির সৌন্দর্য তার স্বরুপ ফিরে পেয়েছে।
দৃশ্যটি দেখে এতো ভালো লাগলো যে মনে হলো আমরা আমাদের চাহিদার জন্যই এগুতে পারছিনা।
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া
মোঃ খুরশীদ আলম
মনের সতেজতা শুধু সৎকর্মের ভারে চিরতরুণ রয়।
শরীরের বয়স মনের বয়সকে ছুঁই ছুঁই করে বলেই আমরা হেরে যাই যুগপৎ পরিক্রমায়।
ভালো কাজের ঝুলিটার ভার মরে অমর হওয়ার আয়ুর্বেদ ঔষধ বানায়।====== ভাল বলেছেন।
ভাললাগা রইল আপনার কবিতায়। সুস্থ থাকুন।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানবেন সুহৃদ।
ভালো থাকুন সবসময়।
আলমগীর সরকার লিটন
অসাধারণ লেখেছেন সত্যই আমাদের চাহিদার কোন শেষ নেই প্রিয় কবি কুবরা আপু
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন লিটনদা।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
মানবিক গুণ, ধর্ম চর্চা, কাউন্সিলিং, বড়দের সাথে শেয়ারিং, বাবামায়ের কেয়ারিং, বিশেষ করে ছেলেদেরও বুঝাতে হবে, তোমাদের মতো মেয়েরাও মানুষ। এই ছোটরাই তো আগামীর, তাইনা?
ভাবনা নয় সঠিক প্রয়োগ করি।
খাদিজাতুল কুবরা
হ্যাঁ আপু একদম তাই।
ছেলে মেয়ে উভয়কেই সুশিক্ষা দিতে হবে। বাবা মাকেই সেই দায়িত্ব নিতে হবে।
মা হিসেবে ছেলে মেয়ের মধ্যে বৈষম্যের কথা চিন্তা ও করতে পারি না।
চেষ্টা করছি যেন ওরা মানুষ হয়।
আল্লাহ পাক আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন।
সুরাইয়া পারভীন
একদম তাই
আমরা মানুষ বলেই সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্টতম প্রাণীতে পরিণত হতে পারি অনায়াসে।
আমরা মানুষ বলেই হায়েনাদের মতো ঝাঁপিয়ে পড়ি শিশু কিশোরী তরুণী আধ-পোঢ়া এমনকি পৌঢ়া নারী উপর
আমরা মানুষ বলেই মানুষের মুখোবয়বে গড়া অমানুষের নৃশংস কর্মকাণ্ড মেনে নিই।
হায় ঈশ্বর! যদি একবার না মানুষের খোলস ছেড়ে মানুষ হতে পারতাম। প্রকৃতির মতো নির্মল সতেজ হতো আমাদের মন ও মননে।
খাদিজাতুল কুবরা
আপু একদম তাই!
যখন দেখি আরও একটি নৃশংস ধর্ষণের খবর।
মেয়েটির ছবিসহ ছেপে দিচ্ছে।
বিবেক আজ কোথায় শুধু খবরের কাগজের পাতায়।
বড় কষ্ট হয় মেয়ে হয়ে জন্মেছি, মা হয়ে জীবনের ঘানি টানছি।
তবুও মেয়েরা নিরাপত্তাহীন।
অসংখ্য ধন্যবাদ আপু, আপনার মূল্যবান মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।
তৌহিদ
আমাদের চাওয়ার শেষ নেই। মানুষ হিসেবে এটাই স্বাভাবিক। কিন্তু চাওয়ার হিসেব মিলাতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের আমিত্বকে। সম্পর্কের জলাঞ্জলি দিতেও কার্পণ্য করিনা।
নারী কিংবা পুরুষ খোলসমুক্ত মানবিকগুন সম্পন্ন মানুষ হওয়াটাই প্রকৃত চাওয়া হওয়া উচিত।
শুভকামনা রইলো আপু
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর বলেছেন ভাইয়া আপনার সাথে সহমত পোষণ করছি। মানবিক গুণেই মানুষ হতে হবে। শুধু শরীরী অবয়বে নয়।
মূল্যবান মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ।