
আসসালামুআলাইকুম।
আমি উর্বশী।সোনেলা পরিবারের নতুন সদস্য।এই পরিবারের মাননীয় এডমিন ও মডারেটর গন,শ্রদ্ধেয় বিশিষ্ট গুনীজন,এবং সোনেলা পরিবারের অন্যান্য সদস্যগন আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ সহ সালাম ও কৃতজ্ঞতা। এই পরিবারে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আমি এই পরিবারের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি,সকলের জন্য অফুরান ভালোবাসা ও শুভকামনা।
============================================================
চাওয়া পাওয়া–৫
এলোচুলে প্রদীপ হাতে নিয়ে,
স্নিগ্ধ মালতীর সৌরভ ছড়িয়ে,
অধীর নয়নে তোমার অপেক্ষায়,
পাখিদের কলতানে মুখরিত সন্ধ্যায়।
উদ্ভাসিত চাঁদ কলঙ্কেের চিহ্ন নিয়ে অধরা দিয়েছে ধরা
স্মৃতির হাওয়া এসে তোমার দরজায় নেড়েছে কড়া।
চোখের কোণে যদি অশ্রু জমে,
তাই বলে কি দুঃখ কিছু কমে ?
আচ্ছা অশ্রুগুলো কি রোদ্দুরে শুকায়?
নাকি আকাশ শুধুই মুখ লুকায় ?
সেই অনেকদিন থেকে নিজেরই সাথে কথা বলে এসেছি,
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে হেঁটেও চলেছি।
কখনও দেখেছি ধূসর জগৎ , কখনও বা বিষ্ণণ্ণ মন,
তবুও অমৃত সুধা ঢেলে দিয়ে সুরভি ছড়াতে চায় তোমার নয়নে নয়ন।
দৃষ্টির সীমানা থেকে সরিয়ে দিয়েছি রেশমি পর্দা,
খুলে দিয়েছি আছে যত সব দরজা জানালা।
বিচ্ছুরিত আলোকরশ্মিতে তোমার আলোয় আলোকিত হবে সারা ঘর।
মুগ্ধ চোখে অবাক হয়ে দেখতে চাই তোমার অবারিত সুন্দর।
এখনো অপেক্ষমাণ, খোলা বাতায়ন,
দূর থেকে চেয়ে আছে দুটি স্থির নয়ন।
ধীরে ধীরে গাঢ় অন্ধকার ঢেকে ফেলে,
নিজের ইচ্ছায় জোনাকিরাও উড়ে চলে।
অতৃপ্ত মন তোমার ছোঁয়া পেতে চায়,
সেই কতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
৩৭টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সোনেলা পরিবারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আগমনটা হয়েছে চমৎকার কবিতা দিয়ে। দারুণ প্রকাশ — ‘এখনো অপেক্ষমাণ, খোলা বাতায়ন,
দূর থেকে চেয়ে আছে দুটি স্থির নয়ন’।
ভালো থাকবেন শুভ কামনা রইলো।
উর্বশী
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী শ্রদ্ধেয়,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দোয়া করবেন,আশা করি সব সময় পাশেই থাকবেন। ভাল ও সুস্থ থাকুন।শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দোয়া করবেন ইন শা আল্লাহ পাশেই আছি। ভালো থাকবেন। প্রীতিময় শুভেচ্ছা রইল।
ফয়জুল মহী
এখানে সবাই আমরা আমরাই। অতএব মন খুলে লিখতে থাকো। সোনেলায় তোমার বিচরণ সুখময় হোক হলুদ পাখি, প্রিয় বন্ধু।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থেকো,আল্লাহ পাক তোমার সহায় হোক।দীর্ঘ জীবি হও,অফুরান শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
স্বাগতম আপু সোনেলা পরিবারে।
শুভ কামনা রইল আপনার পদচারনায় মুখরিত হোক আমাদের সোনেলার উঠুন।
“অতৃপ্ত মন তোমার ছোঁয়া পেতে চায়,
সেই কতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়”।
দারুন একটা কবিতার মাধ্যমে আগমন করলেন, আশা করবো এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আপু আমিও এই পরিবারে নতুন, কিন্তু নিজেকে কখনো নতুন মনে হয় না। সোনেলা পরিবারের সবাই এত ভালো যে ওনাদের আন্তরিকতা ভালোবাসা স্নেহে আমি ধন্য।
এখানে সবাই খুব ভালো মানুষ, অনেক গুনীমানুষদের মিলনমেলার নাম সোনেলা ব্লগ।ব্লগে থাকুন বাকিটা নিজেই প্রমান পাবেন, ভালো লিখুন এই প্রত্যাশা রইল।
আপু আপনি যেহেতু নতুন একটা কথা বলি, আপনি অন্যকে যতটা দিবেন সেটাই দ্বিগুন হয়ে ফিরে আসবে।
তো নিয়মিত ব্লগে লিখুন, সবার লেখা পড়ে উৎসাহমূলক মন্তব্য করবেন,নিজের লেখার কমেন্টস রিপ্লে করুন সবার সাথে পরিচিতি অর্জন করুন।
ছোট মানুষ উপদেশ নয় অনুরোধ রেখে গেলাম, ভুল বললে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন,সুস্থ থাকুন।
শুভ কামনা রইল আপনার জন্য।
জয়তু সোনেলা ব্লগ।
উর্বশী
সুরাইয়া নার্গিস আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা। আপনার উপদেশ ভাল লেগেছে।অবশ্যই এই পরিবার, ভালোবাসার পরিবার।নিয়মিত লেখাও দিব আর তার প্রতি যত্নশীল হবো। কিছু ঝামেলার জন্য সঠিক সময় দেয়া কিছুটা এলোমেলো হয়ে যায়।আশা করছি খুব তাড়াতাড়ি সব ঠিক হবে।ভাল থাকুন সুস্থ থাকুন,আশা করি এরকম ভাবেই পাশে পাবো।অফুরান শুভ কামনা।দীর্ঘ জীবি হন।
সাবিনা ইয়াসমিন
বাহ, অপেক্ষার অনুভব এতো সুন্দর হয়! খুব চমৎকার আপনার লেখা।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সুস্বাগত জানাই।
নিয়মিত লিখুন, অনেক ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা। আপনার ভাল লেগেছে,সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।আশা করছি নিয়মিত লিখবো এবং অন্যান্য লেখার প্রতিও যত্নশীল হবো।তবে এখনো কিছুটা সময় ঝামেলা যুক্ত থাকায় হয়তো সময় টি এলোমেলো হতে পারে।আশা করছি খুব তাড়াতাড়ি সব ঠিক হবে। ভাল থাকুন, সুস্থ থাকুন,দীর্ঘ জীবি হ। অফুরান শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অসাধারণ কাব্যকথন।
.
সোনেলায় আপনাকে স্বাগত সু স্বাগতম।
উর্বশী
প্রদীপ চক্রবর্ত,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি এভাবেই পাশে পাবো।সুস্থ থাকুন,ভাল থাকুন,দীর্ঘ জীবি হন।অফুরান শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে। আপনি এতো সুন্দর করে প্রথমেই সবাইকে আপন করে নিলেন, খুব ভালো লাগলো। আপনি যেমন , আপনার কবিতা ও অনেক সুন্দর। ভালো থাকুন সুস্থ থাকুন সোনেলার সাথে মিলেমিশে থাকুন। শুভ কামনা রইলো অহর্নিশি
উর্বশী
সুপর্ণা ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা। আমার লেখা ভাল লেগেছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবেই পাশে পাবো আশা করি। অবশ্যই ভালোবাসার এই পরিবারে মিলে মিশে থাকবো। ভাল ও সুস্থ থাকুন, দীর্ঘ জীবি হন। অফুরান শুভকামনা।
পর্তুলিকা
ওয়ালাইকুম আসসালাম।
স্বাগতম আপনাকে সোনেলা পরিবারের উঠোনে।
উর্বশী
পর্তলিকা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি এভাবেই পাশে পাবো। সুস্থ থাকুন,ভাল থাকুন,দীর্ঘ জীবি হন।অফুরান শুভকামনা।
ইঞ্জা
এখনো অপেক্ষমাণ, খোলা বাতায়ন,
দূর থেকে চেয়ে আছে দুটি স্থির নয়ন।
ধীরে ধীরে গাঢ় অন্ধকার ঢেকে ফেলে,
নিজের ইচ্ছায় জোনাকিরাও উড়ে চলে।
অতৃপ্ত মন তোমার ছোঁয়া পেতে চায়,
সেই কতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
অসাধারণ শব্দশৈলীতে ভরপুর কাব্যে মুগ্ধতা অনিমেষ।
সু স্বাগতম আপনাকে আমাদের পরিবারে, আজ থেকে সোনেলার উঠোনের আপনিও ভাগিদার হলেন আপনিও, সুন্দর কাব্য ও সুচনা লেখা দিয়ে শুরু হলেও আপনি জানি আপনি সব্যসাচী মানুষ, বিভিন্ন লেখা দিয়ে আমাদের বিমোহিত করবেন বারবার।
অপেক্ষায় রইলাম আপু, শুভেচ্ছা ও শুভকামনা অবিরত।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসার পরিবারে অবশ্যই মিলে মিশে থাকার চেষ্টা করবো। নিয়মিত লেখা দিব, এবং তার প্রতি যত্নশীল হবো। তবে আমার কিছুটা ঝামেলা রয়ে গিয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি সব ঠিক হবে । তাই সময় কিছুটা এলোমেলো হতে পারে ভাইয়া। আমার লেখা আপনার ভাল লেগেছে , সেজন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।ভাল ও সুস্থ থাকুন, দীর্ঘ জীবি হন, অফুরান শুভকামনা।
ইঞ্জা
শুভকামনা রইলো।
নিতাই বাবু
প্রথমেই সোনেলা পরিবারে আপনাকে স্বাগত জানিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি সোনেলা ব্লগে এই প্রথম পোস্ট নিয়ে হাজির হয়েছেন। কিন্তু পোস্টের শিরোনাম দিয়েছেন, “চাওয়া পাওয়া৷– ৫”
কিছু মনে করবেন না শ্রদ্ধেয়। “চাওয়া পাওয়া৷– ৫” শিরোনাম দেখে আমি মনে করেছিলাম, এই পোস্ট সোনেলায় আপনার করা ৫ নম্বর পোস্ট। কিন্তু পরে আপনার প্রোফাইলে দেখলাম এটাই সোনেলা ব্লগে আপনার প্রথম পোস্ট। তাই আমার জিজ্ঞাসা কেন এই ৫ শিরোনামের সাথে যোগ করলেন? হয়তো এর পেছনে কিছু একটা মাহাত্ম্য লুকিয়ে আছে, যা আমি বান্দায় বুঝতে পারছি না।
তবে হ্যাঁ সোনেলা ব্লগে আপনার প্রথম লেখাই বাজিমাত! আশা করি আরও সুন্দর সুন্দর লেখা সোনেলা পরিবারে থাকা সদস্যদের উপহার দিবেন।
আপনার জন্য শুভকামনা থাকলো।
উর্বশী
নিতাই বাবু দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জ্বি দাদা আপনি সঠিক বলেছেন, এটি আমার প্রথম পোস্ট। শিরোনামের সাথে ৫ যোগ করার কারণ হলো “চাওয়া পাওয়া ” নিয়ে কিছু করার চিন্তা আছে। দেখা যাক কতদূর যেতে পারি। আমি এর আগেও ” সুখপাখি ” নিয়ে ২৩ টি করেছিলাম। কষ্টের ব্যাপার হলো দুটো গল্প,দুটো কবিতার পান্ডুলিপি প্রকাশকের কাছে ছিল।এখন প্রকাশনাও নেই, প্রকাশক উধাও আমার লেখার কোনো কপিও আমার কাছে নেই। ” সুখপাখি”র কিছু হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। সিরিয়াল মেইনটেইন করে লেখা,সেজন্যই শিরোনামে দিয়ে দেই। অনেক বড় ধরা খেয়েছি।আশা করি এভাবেই সব সময় পাশে পাবো।ভাল ও সুস্থ থাকুন, দীর্ঘ জীবি হন। অফুরান শুভকামনা।
মোঃ মজিবর রহমান
অতৃপ্তমন চলুক লিখে অতৃপ্ত কাব্যমালা
হবেনা পুর্ন মননের অতৃপ্ত শব্দমালা
বুনন হোক শব্দেয় শব্দেয় মনবাসনা
পাঠক পড়ুক ভাবুক কবি মনের শব্দমালা।
সোনেলা আপন ভুবন লিখুন উর্বরি মনে
মনের ভাবনা তুলে আনুন আনমনে
থাক গেথে সোনেলার কাব্যভুবনে
পড়ুক অগুন্তি পাঠক নিজমননে।
সোনেলায় আপনাকে প্রান্ঠালা শুভেচ্ছা।
উর্বশী
মোঃ মজিবর রহমান,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুন্দর শব্দমালায় গাঁথা অপূর্ব ভাবনার বহিঃপ্রকাশ করেছেন নান্দনিকভাবে। আপনার সাবলীল উল্লেখযোগ্য উপস্থিতি বলে দেয় সব সময় এভাবেই পাশে পাবো আশা করি।আবারও অজস্র ধন্যবাদ।অবশ্যই এই ভালোবাসার পরিবারে লেখার কথা মালায় মিলে মিশে থাকবো। সুস্থ ও ভাল থাকুন, দীর্ঘ জীবি হন। অফুরান শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায়। সোনেলায় আছি থাকব। লিখতে থাকুন মনের মাধুরিতে।
ভাল থাকুন।
তৌহিদ
আপনিও সবাইকে যেভাবে আপন করে নিলেন তা দেখে আমাদেরও ভালো লাগছে আপু। নিয়মিত আপনার লেখা চাই।
সোনেলায় স্বাগতম, শুভকামনা রইলো। আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে এড থাকুন। যে কোন সমস্যায় ব্লগ কর্তৃপক্ষ সকলের সাথেই থাকেন। ভালো থাকুন সবসময়
তৌহিদ
এটি আপনার প্রথম পোষ্ট কিন্তু শিরোনামে ৫ পর্ব দিয়েছেন। এডিট করে দিলে ভালো হয় আপু।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আসসালামুআলাইকুম।
ভাইয়া ” চাওয়া পাওয়া ” নিয়ে অন্য চিন্তা আছে বলেই, সিরিজের জন্য সিরিয়াল মেইনটেইন করার একটি পন্থা অবলম্বন করছি। আমি এর আগেও” সুখপাখি” দিয়ে ২৩ টি কবিতা লিখেছিলাম। সোনেলা পরিবারে তো আমি নতুন আস্তে আস্তে সব কিছু জানতে পারবো আশা করি। প্রশ্ন হলো ভাইয়া,আমি সিরিয়াল অনুযায়ী লেখা দিতে পারবো কি?
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উর্বশী
তৌহিদ ভাইয়,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিয়মিত লেখা দিব এবং নিজের সহ অন্যের লেখায় যত্ন নিব। তবে আমি কিছুটা ঝামেলায় আছি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করি। এই সময় কিছু এলোমেলো সময় আমায় পার করতে হবে।সুযোগ করেই চলে আসবো। সত্যি বলতে আপনাদের এই পরিবারে এসে অনেক ভাল লেগেছে।অনেক গুনীজনরা আছেন, সবার কাছে থেকে সব কিছু কিছু জানতে ও শিখতে পারবো। খুব ভাল ও সুস্থ থাকুন, দীর্ঘ জীবি হন। শুভ কামনা।
উর্বশী
মোঃ মজিবর রহমান,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাল ও সুস্থ থাকুন, শুভ কামনা।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
শুকরিয়া। ভাল ও সুস্থ থাকুন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনার অপেক্ষা-কবিতা সুন্দর হয়েছে।
লিখুন সময় করে নিয়মিত।
উর্বশী
ছাইরাল হেলাল,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নিয়মিত লেখার চেষ্টা করবো।
সুপায়ন বড়ুয়া
সোনেলার উঠানে আপনাকে স্বাগতম।
আপনার লেখা সমৃদ্ধ করবে।
ভাল থাকবেন। শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সব সময় পাশেই থাকবেন। ভাল থাকবেন শুভ কামনা।
মনির হোসেন মমি
সোনেলা পরিবারে অবশ্যই সাদরে অভিনন্দন ও স্বাগতম।
আপনার চাওয়া পাওয়া কবিতাটি খুব ভাল লাগল।ভাল লাগার মানুষের জন্য অপেক্ষা করাটাও এক ধরনের ভাল লাগা ।
দৃষ্টির সীমানা থেকে সরিয়ে দিয়েছি রেশমি পর্দা,
খুলে দিয়েছি আছে যত সব দরজা জানালা।
চমৎকার বাক্য চরণ।
আমরা জানতে চাই ৫ এর পূর্বের অনুভুতিগুলোও। ধন্যবাদ।
উর্বশী
মনির হোসেন মমি,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমার লেখা ভাল লেগেছে সেজন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাবছি আগের অনুভূতি গুলোও জানিয়ে দিব, মানে পোস্ট দিব।আশা করি পড়বেন।ভাল থাকুন, শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই———–
উর্বশী
আলমগীর সরকার লিটন,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আশা করি সব সময় পাশেই থাকবেন। ভাল থাকুন, শুভ কামনা।