ট্রাস্ট মি যদি ইচ্ছে থাকে

তবে ‘অসম্ভব’ শব্দটি এক্সিস্ট ই করবে না! এর বাস্তব প্রমাণ আমি নিজেই। আমার সবচেয়ে খারাপ গুণ হচ্ছে জেগে জেগে রাত কাটিয়ে দেওয়া আর অর্ধেক বেলা অব্দি পড়ে পড়ে ঘুমানো। আর তার জন্য কত বকা খেয়েছি তা বলে বোঝানো যাবে না। ইদানিং মনে হয়েছে রাতে তো সবাই ঘুমায় তবে আমি কেনো পারি না? এমন কি স্লিপিং পিল নিতাম সন্ধ্যায় আর ঘুম আসতো পরেরদিন। আস্তে আস্তে মাথার যন্ত্রণা বাড়তে থাকলো। শুধু যন্ত্রণা নয় অসহ্য যন্ত্রণা। আর পারছিলাম না মনে হচ্ছিল এবার বুঝি সময় এসেছে ওপারে যাবার।

 

হঠাৎ ইচ্ছে হলো আর্লি ঘুমাবো আর ভোরে উঠবো। প্রথম প্রথম ভীষণ খারাপ লাগলেও এখন অভ্যাস হয়ে গেছে। এখন ১০-১১টার মধ্যে ঘুম আসে আর ঐ ৪:৩০ ঘুম ভাঙ্গে। চার ওয়াক্ত নামাজের পরিবর্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছি। আহ্ কি শান্তি!!

 

হ্যাঁ গো শুনছো, রাত জাগার ঝুঁক্কিটা আর একদম নেই আমার। জানো, আমার সবচেয়ে খারাপ গুণটা থেকে বের হতে পেরেছি।

ছবি-নিজেই

১০৫৯জন ৮৩৪জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ