
চাঁদ আছে বলে রাত এতো সুন্দর
নদী আছে বলে বেঁচে আছেে সাগর,
তুমি ছাড়া জীবনটা শুধু যে আধাঁর
শুধু যে আধাঁর।
ফাগুনের ছোঁয়া যখন লাগে বনে বনে
ফোঁটে ফুল পাখীদের গুঞ্জনে,
মুগ্ধ করে মন ভোমরার গানে গানে।
মিটি মিটি তারা গুলো নিভে আর জলে
হারানো সব সৃতি হৃদয়ে দোলে।
বেদনার ব্যথা বুকে নিয়ে ঘুরছে কত মানুষ
নেই কোন ভাবনা,
জীবনের শেষ কোথায় নেই কারো জানা।
মন আছে বলে প্রেম লাগেযে মধুর প্রেম ছাড়া
জীবনটা বেদনায় বিভোর।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রেম ছাড়া মানুষ বেঁচে থাকতে পারেনা,
সুন্দর কবিতা।
সোনেলায় স্বাগত আপনি। নিয়মিত লিখুন। অন্যের লেখাও পড়ুন।
শুভ কামনা।
আজাদ রহমান
অনেক ধন্যবাদ সম্মানিত
ফয়জুল মহী
চাঁদ আছে বলে রাত এত সুন্দর। শুভেচ্ছা আপনাকে
আজাদ রহমান
অনেক ধন্যবাদ সম্মানিত
রেজওয়ানা কবির
সহজ, সরল, সাবলীল ভাষা।ভালো লিখেছেন। আপনি আপনার মত লিখুন।
চাঁদ আছে বলে রাত এত সুন্দর
ঠিক তেমনি সূর্য ঔঠে বলে ভোর এত স্নিগ্ধ এত সুন্দর। সোনেলায় আপনাকে স্বাগতম।
আরজু মুক্তা
কবিতা ভালো হয়েছে।
স্মৃতি, ফোটা, আঁধার বানান গুলো সম্পাদন করুন।
শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
স্বাগতম সোনেলায়। শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার উঠোনে স্বাগতম ও শুভকামনা। চমৎকার কবিতা উপহার দিলেন প্রথম পোষ্টেই । চাঁদ ছাড়া রাত সৌন্দর্য হীন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
শামীম চৌধুরী
আসলেও চাঁদ,নদী তারা আকাশ ফুল পাখি ভ্রমরা এরা আছে বলেই প্রকৃতি সুন্দর।
দারুন দারুন কথা ফুটিয়ে উঠেছে আপনার কবিতায়।
সাবিনা ইয়াসমিন
স্বাগতম সোনেলায়। নিয়মিত লিখুন, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹