চশমা পড়া শয়তানের মহান বাণী-৩:
আদর করতে চাইলে কদর সব সময় বাড়ে না, তবে যদি বুঝতে পারে যে মনে আদর আছে, তখন মনেমনে কদাচিৎ কদর বাড়ে
চশমাওলা শয়তানের মহান বাণী-৪:
ভালটা কিভাবে বাসতে হয়, খুব ভাল জানি… কিন্তু ভালবাসাটা কিভাবে প্রকাশ করতে হয়, সেটা অন্য ডিপার্টমেন্টের কাজ …
১০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এই বাণী গুলো কি হুটহাট মনে আসে? নাকি আগে থেকেই নোট করে রেখেছিলেন?
তির্থক আহসান রুবেল
বেশীরভাগ বাণী আসে চারপাশের মানুষের জীবন-কর্ম দেখে হুট করে। সাথে সাথে নোট করে বসি। কখনো নিজের জীবন বা অবচেতনভাবেই চলে আসে।
রোকসানা খন্দকার রুকু
মহান বাণী ৪ কি সত্যি। প্রকাশটা আসলেই অন্যডিপার্টমেন্টের কাজ!!!!!
তির্থক আহসান রুবেল
ভালবাসা এমন একটা ব্যপার যে, দক্ষ-অদক্ষ-বোকা-চালাক যে কেউ পড়ে যেতে পারে সে গুহায়। কিন্তু ভালবাসা সঠিকভাবে বা যে কোনভাবে প্রকাশ করতে পারাটা খুব কঠিন কাজ। সবাই পারে না। তাই আমাদের জীবনে ভালবাসা ব্যপারটা বেশীরভাগ সময় অপ্রকাশিতই থেকে যায়।
নবকুমার দাস
সহমত ভাই। আবার কোন প্রকাশ কিভাবে উদ্দিষ্ট ব্যক্তির ভালোলাগবে কিংবা স্পর্শ করবে কি না তার নানান সমীকরণ আছে । আমি এই বিদ্যায় ব্যর্থ বিজ্ঞ ।
আলমগীর সরকার লিটন
না ভাববার বিষয়———-
তির্থক আহসান রুবেল
হুমমম ব্যপক ভাবতে হবে… হাহাহা
মোঃ মজিবর রহমান
আপনি অন্য ডিপার্টমেন্টের তাই উত্তর দিয়ে যান। পেয়ে যায়।
তির্থক আহসান রুবেল
খুঁজছি… শুধু খুঁজছি…
মোঃ মজিবর রহমান
হ্যাঁ খুজেই চলেছ দূর পথপানে……………………….