চশমাওলা শয়তানের মহান বাণী-১২:
থাকার ঠিকানা বদল হয় অহর্নিশি, মনের ঘরে অনেকে আসে যায়, দিনশেষে ঠিকানা একই রয়ে যায়
চশমাওলা শয়তানের মহান বাণী-১৩:
I am not a killer but a lover. But I love to kill love. If you love me then give me to kill.
চশমাওলা শয়তানের মহান বাণী-১৪:
প্রিয় সুন্দরী, একটুখানি ফটোশপের যাদু… এর বাইরে পুরোটাই তোমার সৌন্দর্য… হাসি সুন্দর, মুখ সুন্দর, শরীর সুন্দর, ভাঁজ সুন্দর, খাঁজ সুন্দর, এক্সপ্রেশন সুন্দর… ক্যামেরাওলারে ক্রেডিট দেও ক্যারে!
চশমাওলা শয়তানের মহান বাণী-১৫:
সততা নিয়ে প্রশ্ন তুলবেন না জনাব/জনাবা… চরিত্র নিয়ে তুলতে পারেন! কারণ আপনি এমন একটা সময়ে আছেন, যখন এমন চরিত্র দূর্লভ।
চশমাওলা শয়তানের মহান বাণী-১৬:
সিক্স প্যাক আর ছয় ফুট, খাঁচার বানরের মতোই বিনোদনের। পাঁচ ফুট ছয়, ছোট একটা ভুড়ি যাবতীয় আনন্দের… কারণ সে-ই তোমার বাবা-চাচা-মামা-ভাই-প্রেমিক-স্বামী… ঐতিহ্যবাহী বাঙ্গালী।
১২টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
সিক্স প্যাক আর ছয় ফুট, খাঁচার বানরের মতোই বিনোদনের। পাঁচ ফুট ছয়, ছোট একটা ভুড়ি যাবতীয় আনন্দের… কারণ সে-ই তোমার বাবা-চাচা-মামা-ভাই-প্রেমিক-স্বামী… ঐতিহ্যবাহী বাঙ্গালী।,,,, ভাই এই ঐতিহ্য মেইনটেইন করতে জীবন পানি। আমি যদি নিজেই পাঁচ পাঁচ হই,ভাবুন তো শাড়ি আর হিলের কি হবে?
তির্থক আহসান রুবেল
খারাপ কি! হাত ধরে বীরদর্পে হেটে যাবেন। ব্যতিক্রম যেমন সুন্দর, তেমনি ব্যতিক্রমে অরিজিনও আরো ফুটে উঠে।
রোকসানা খন্দকার রুকু
😀😀😀😀😀
আলমগীর সরকার লিটন
না সত্যিই খুব অনুভব ছুঁয়ে যাই দাদা ভাল থাকবেন
তির্থক আহসান রুবেল
দুষ্টু আলাপ যে, তাই চেনাজানা 🤭
মোঃ মজিবর রহমান
সততা নিয়ে প্রশ্ন তুলবেন না জনাব/জনাবা… চরিত্র নিয়ে তুলতে পারেন! কারণ আপনি এমন একটা সময়ে আছেন, যখন এমন চরিত্র দূর্লভ। ভালো)ই বলেছেন ভাই।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ আপনাকে সময় দেয়ার জন্য
হালিমা আক্তার
মনের ঘরে অনেকেই আসা যাওয়া করতে পারে। কিন্তু একজন স্থায়ী রয়ে যায়।
তির্থক আহসান রুবেল
আর সেটাই ঠিকানা…. যার কাছে মন ফিরে যায় বারবার।
নবকুমার দাস
তেরো নং বাণীর kill to whom ? Spencer এর অভিঘাত কি ?
বাণী নং ১৬ বাঁধিয়ে রাখবো বস । এই বাঙালিরও সৈয়দ মুজতবা আলীর মত মাথা জোড়া টাক এবং উদরজোড়া চাড্ডিখানি ভুঁড়ি আছে ।😜👌
তির্থক আহসান রুবেল
এই হত্যা টা হতে পারে যে আমাকে ভালবাসে তাকে কিংবা নিজেই নিজেকে। মূল ব্যপার হত্যা করতে দিতে হবে। ফিজিক্যালী বা সাইকোলজিক্যালী।
ধন্যবাদ
নবকুমার দাস
বুঝলাম। Open ended…