ঐ দূর গাঁয়ে,,
চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে
ফাগুন দিনে,বনও ফুলে,
গোলাপ নির্যাস দুটি চোখে ঢেলে
নীল আকাশে শীতল বাতাসে মিশে!
কে ডাকে মায়াবী সকাল তুলে
শিশির ডুবানো আলোর, আলো পথে,
চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে!
অ-গাঁয়ে সবুজ শ্যামলতা মাটির গন্ধ
চাষাদের গায়ে দোলে!
চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে,
তুমুল হাওয়ায় ভর করে দিব্বি আসে,
মায়ের আঁচল বাতাসে মিশে!
স্নিগ্ধ কেশ- বৌ রানী বারান্দায় বসে
আলো তুলে ঘরের চার দেয়ালে।
চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে….
আহংকারগুলো ভুলে,
ইচ্ছে পাখিদের ঝাঁকে উড়ে!
দিন শেষে ঐ গাঁয়েতেই ফিরে আসে
আলো ঝলমলে রাতের চাঁদ।
চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে…..
কবে যেনও গিয়েছিলেম তুমি – আমি
মায়ের দুগ্ধ মমতা ভুলে আলো ঝলমলি শহরে!
বাসা ভাঙ্গে – অপলকে তাকিয়ে রয়-
মা কাঁদছে আঁধারে –
তুমি আমি আমার সবাই বন্দী শহরে!
চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে
ফাগুন দিনে বনও ফুলে।
সঞ্জয় মালাকার //
১৮টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অনবদ্য রচনাশৈলী।
শুভকামনা দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
মনির হোসেন মমি
দারুণ কবিতা
চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে,
তুমুল হাওয়ায় ভর করে দিব্বি আসে,
মায়ের আঁচল বাতাসে মিশে!
স্নিগ্ধ কেশ- বৌ রানী বারান্দায় বসে
আলো তুলে ঘরের চার দেয়ালে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া…
ওঁগাঁয়ে যাই নি বহু দিন
দিন হয় স্বপ্ন বিহীন
দূর শহরে বসে স্বপ্ন গুলি বাঁধি সারা দিন। অজস্র ভালো লাগা রইলো ও শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
ভালো হয়েছে কবিতা,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ ভাইয়া
ও অনেক অনেক শুভেচ্ছা- শুভ কামনা।
বন্যা লিপি
খুব ভালো লাগলো। গাঁয়ের মায়ায় ভীষণ মন পোড়ে।…… “চলো হেঁটে যাই ঐ দুর গাঁয়ের পথে “। শুভ কামনা নিরন্তর।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভাই
ও গাঁয়ে হয়নি যাওয়া –
মায়া হীন মায়ের আঁচল ছাঁয়া
মা কাঁদছে আঁধারে!
সেই আলো ঝলমলে শহরর
কবে যেনো গিয়েছিলাম মাকে ভুলে।
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ভালো লাগছে আপনার প্রাণবন্ত বিচরন সোনেলায় দাদা। সুন্দর কবিতা লেখেন আপনি।
শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই…..
অজস্র শুভেচ্ছা আপনাকে।
তৌহিদ
ধন্যবাদ জানবেন।
সঞ্জয় মালাকার
শুভ সন্ধ্যা, অজস্র ধন্যবাদ ভাই।
নিতাই বাবু
মনমাতানো শব্দচয়নে মুগ্ধ করলেন। শুভেচ্ছা শতত!
সঞ্জয় মালাকার
শুভ সকাল দাদা…
অজস্র শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
প্রথমএই মন ভোলানো ছবি। বেশ !!!
মায়ের দুগ্ধ মমতা ভুলে আলো ঝলমলি শহরে!
বাসা ভাঙ্গে – অপলকে তাকিয়ে রয়-
মা কাঁদছে আঁধারে – মুগ্ধ কবি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই..আপনাদের ভালো লগা আর ভালোবাসাতে আমি মুগ্ধ
আরজু মুক্তা
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ।।
সঞ্জয় মালাকার
গ্রামেই থাকেন রাঙামাটি যাইয়েন না৷
ধন্যবাদ আপু।