
সমুদ্র তুমি যেদিন এসেছিলে;
আমার রঙহীন পৃথিবীটা হয়েছিলো রঙিন।
আমার প্রিয় বাগানে ফুটেছিলো অজস্র ফুল,
ফুলে ফুলে ঘুরে ছিলো অসংখ্য ভ্রমর।
শুষ্ক তপ্ত হৃদয়ে এসেছিলো শান্তির ধারা।
আমার নির্ঘুম চোখে এসেছিলো গভীর ঘুম।
আমার মেঘলা আকাশে উঠেছিলো রোদ।
বন্দি পাখি মুক্ত আকাশে উড়েছিলো ডানা মেলে।
মনে হয়েছিলো সুখ অতি সহজ সরল!
সমুদ্র, এই সমুদ্র দেখো না;
তোমাকে ছাড়া আজ আমি কতো অসহায়?
আমায় একা ফেলে যেয়ো না কোথাও!
ওহ্ সমুদ্র, সমুদ্র আমার হাত দুটি ধরো,
এই সমুদ্র জড়িয়ে নাও না আমায়,
হৃদয়ে দাও না একটু জায়গা।
এই সমুদ্র বলো না ভালোবাসি।
চলো না হাতে হাত রেখে,
চাঁদ আর আধারের সঙ্গম দেখি।
চলো না হারিয়ে যাই দুজন দুজনাতে চিরতরে।
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক সুন্দর হয়েছে।যখন কেউ আসে পৃথিবীটাই অন্যরকম হয়। ভালো থাকুন সবসময় শুভ কামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“চলো না হাতে হাত রেখে,
চাঁদ আর আধারের সঙ্গম দেখি।
চলো না হারিয়ে যাই দুজন দুজনাতে চিরতরে।“
ভালোই তো হলো রোমান্টিক কবিতাখানি।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
মননশীল ভাবনা । ভালো থাকুন। আরো লিখুন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার মানুষ জীবনে এলে সমস্ত পৃথিবী বদলে যায়। সব কিছু নতুন ভাবে নতুন করে ভালো লাগে।
সুন্দর কবিতা।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
এই বদল হোক চিরস্থায়ী। ভালোবাসার সংস্পর্শে সুন্দর স্বপ্নীল হোক পৃথিবী। আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓
ভালো থাকবেন সবসময়
এস.জেড বাবু
ইশশ কি মিষ্টি লিখা-
এমন আহবানে মরুভূমি ও সমুদ্র হয়ে জোয়ারে ভাসিয়ে দিবে পৃথিবী।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
এস.জেড বাবু
শুভেচ্ছা অফুরন্ত
জিসান শা ইকরাম
কাঙ্ক্ষিত মানুষ এলে সবকিছু সুন্দর লাগে,
চলে গেলে অন্ধকার।
সুন্দর লিখেছেন আপু,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
আমারও মন চেয়েছে হারিয়ে যাবো। কিন্তু আমি সুন্দর মানুষ নাই।
সুরাইয়া পারভীন
আহারে 😰😰😰
সুন্দর আপু জন্য একটা সুন্দর মানুষ আসুক।
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓
সঞ্জয় মালাকার
চলো না হাতে হাত রেখে,
চাঁদ আর আধারের সঙ্গম দেখি।
চলো না হারিয়ে যাই দুজন দুজনাতে চিরতরে।“
চমৎকার লিখেছেন দিদি ।
শুভ কামনা,,
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
দেবজ্যোতি কাজল
জানি না , লেখাটা আমার কতটা ভাল লাগল
সুরাইয়া পারভীন
😰😰কি আর করার
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ইকবাল কবীর
ভালোবাসার সমুদ্রে হারিয়ে যাওয়ার শুভ কামনা রইল। ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ভালোবাসার ভাল কবিতা পড়তে ভালই লাগে।
তবে চিরতরে হারিয়ে গেলে তো হবে না। সমুদ্র তুমি পচা!
সুরাইয়া পারভীন
হোক পচা তবুও ভালোবাসা তো।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
মানব জীবনে অনেকের জীবনেই ভালোবাসা আসে। কেউ টের পায়, কেউ পায় না। কেউ ভালোবাসতে জানে, কেউ জানে না। তবে নিজের জীবনেও একবার ভআলোবাসা এসেছিল। সেই ভালোবাসা ধরে রেখেছি আজীবনের জন্য।
শুভকামনা থাকলো সুন্দর একটি ভালোবাসার কবিতার জন্য।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ তো!
সবাই তার ভালোবাসাকে ধরে রাখতে পারে না। আপনি পেরেছেন দাদা। শুভ কামনা রইলো আপনাদের জন্য। ভালো থাকুন ভালোবাসায়
মনির হোসেন মমি
সুন্দর অনুভুতি।ভালবাসা এমনি হয়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়